শালবনি: কুর্মিদের তুমুল বিক্ষোভের মুখে পড়ে থমকে গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়৷ এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়াল পশ্চিম মেদিনীপুরের গড় শালবনিতে৷ অবরোধের জেরে দীর্ঘক্ষণ আটকে থাকতে হল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে৷ বিক্ষোভ এমন পর্যায়ে পৌঁছয় যে রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদার গাঁড়ি পর্যন্ত ভাঙচুর করা হয়৷
পরিস্থিতি শান্ত করতে অভিষেক গাড়ি থেকে নেমে এলেও কাজ হয়নি৷ উল্টে তাঁকে লক্ষ্য করে চোর চোর স্লোগান ওঠে৷ অভিষেককে লক্ষ্য করে জলের বোতলও ছোড়েন বিক্ষোভকারীরা৷ সংবাদমাধ্যমের গাড়ির উপরেও হামলা চালানো হয়৷ শেষ পর্যন্ত কোনওক্রমে অভিষেক সহ অন্যান্য মন্ত্রী এবং তৃণমূল নেতাদের ওই জায়গা থেকে বের করে নিয়ে যায় পুলিশ ও নিরাপত্তারক্ষীরা৷ মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করে গোটা ঘটনার কথা জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷
পুরুলিয়ায় জনসংযোগ যাত্রা শেষ করে এ দিনই পশ্চিম মেদিনীপুরে পৌঁছনোর কথা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের৷ মাঝ রাস্তায় অভিষেকের পথ আটকান কুর্মি বিক্ষোভকারীরা৷ এর পরেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি৷
তফশিলি উপজাতি স্বীকৃতি পাওয়ার দাবিতে দীর্ঘদিন ধরেই আন্দোলন চালিয়ে যাচ্ছেন কুর্মিরা৷ কয়েকদিন আগে নবান্নে কুর্মি নেতাদের সঙ্গে বৈঠকও করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ কিন্তু সেই বৈঠকেও যে জল গলেনি, এ দিনের ঘটনায় তা প্রমাণিত হয়ে গেল৷
আরও পড়ুন: নিরাপত্তা ছাড়তে তৈরি, ‘লজ্জিত’ অর্জুন! তৃণমূলের অস্বস্তি বাড়িয়ে দিলেন ব্যারাকপুরের সাংসদ
নবজোয়ার যাত্রায় এর আগেও বাঁকুড়ায় অভিষেকের পথ আটকেছিলেন কুর্মিরা৷ জঙ্গলমহলে অভিষেকের নবজোয়ার যাত্রা চলাকালীন সভাস্থলেও উপস্থিত হয়ে বিক্ষোভ দেখিয়েছিলেন কুর্মিরা৷ তবে কোনও জায়গাতাতেই পরিস্থিতি আজকের মতো নিয়ন্ত্রণের বাইরে চলে যায়নি৷
কুর্মিদের ছোড়া ইটের আঘাতে অভিষেকের কনভয়ের সঙ্গে থাকা মন্ত্রী বীরবাহা হাঁসদার গাড়ির কাঁচও ভেঙে যায়৷ তাঁর হাতে ভাঙা কাঁচের টুকরো ঢুকে গিয়েছে বলেও অভিযোগ করেছেন বীরবাহা৷ তবে এ দিনের ঘটনার পর অভিষেক কোনও মন্তব্য করেননি৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Abhishek Banerjee