Purba Bardhaman news: কৃষক সেতুর বদলে শিল্প সেতু! বর্ধমান নিয়ে বাজেটে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Last Updated:

তিন বছরের মধ্যে ৬৪০ মিটার লম্বা সেতুটি তৈরি হবে। প্রথম বছরের কাজর জন্য মিলবে ১০০ কোটি টাকা।

কৃষক সেতুর বিকল্প হিসেবে তৈরি হবে শিল্প সেতু৷
কৃষক সেতুর বিকল্প হিসেবে তৈরি হবে শিল্প সেতু৷
 বর্ধমান: মিটতে চলেছে দীর্ঘদিনের প্রত্যাশা। এবার তৈরি হবে বর্ধমানে কৃষক সেতুর বিকল্প চার লেনের শিল্প সেতু। বাজেটে এ কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। এই সেতু তৈরিতে খরচ হবে ২৪৬ কোটি টাকা। এই ঘোষনায় খুশি পূর্ব বর্ধমান সহ দক্ষিণ বঙ্গের একটা বড় অংশের বাসিন্দারা।
যে কোনও সময় হুড়মুড়িয়ে ভেঙে পড়ার অবস্থায় পৌঁছে গিয়েছে পাঁচ দশকের পুরনো কৃষক সেতু। ফলে যে কোনও দিন বড় বিপর্যয়ের ঘটনা ঘটে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল৷ বর্ধমানের সঙ্গে বাঁকুড়া, পুরুলিয়া সহ পাঁচ জেলার যোগাযোগ রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কৃষক সেতু। ফলে কৃষক সেতু কোনও কারণে বন্ধ হলে চরম সমস্যায় পড়বেন রায়না, খন্ডঘোষ সহ দক্ষিণ দামোদর এলাকার বাসিন্দারা।
advertisement
advertisement
বর্ধমানের সদরঘাটে দামোদের উপরে রয়েছে এই কৃষক সেতু। ১৯৭৭ সালে এই সেতু তৈরি হয়। বছরের পর বছর ধরে বেড়েছে যান বাহনের চাপ। ছুটছে বালি বোঝাই বড় বড় ট্রাক, ডাম্পার, যাত্রী বোঝাই বাস। জীর্ণ থেকে জীর্ণতর হয়ে উঠেছে এই সেতু। ভারী গাড়ি গেলেই কেঁপে উঠছে সেতু। গা জুড়ে ফাটল। ছোট বড় দুর্ঘটনা লেগেই রয়েছে।
advertisement
বছরের বেশিরভাগ সময়ই কৃষক সেতুতে চলে মেরামতির কাজ। এই সেতু বর্তমানে ভার বহনে অক্ষম বলে জানিয়ে দিয়েছে পূর্ত দফতরের ইঞ্জিনিয়াররাও। এই অবস্হায় চার লেনের বিকল্প সেতু তৈরির সিদ্ধান্ত নিল সরকার। তিন বছরে কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।দামোদরের কৃষক সেতুর পাশে পূর্ব দিকে সাত নম্বর রাজ্য সড়কে বর্ধমান-আরামবাগ রোডের উপরে ২৪৬ কোটি টাকা খরচে নতুন ‘শিল্প-সেতু’ গড়ে উঠবে বলে রাজ্য বাজেটে জানানো হয়েছে।
advertisement
তিন বছরের মধ্যে ৬৪০ মিটার লম্বা সেতুটি তৈরি হবে। প্রথম বছরের কাজর জন্য মিলবে ১০০ কোটি টাকা। নতুন সেতুর জন্য কোনও জমি অধিগ্রহণ বা কিনতে হবে না। এমন কি, সংযোগকারী রাস্তার জন্যও পর্যাপ্ত জমি নদীর দু’পাড়ে রয়েছে। ওই সেতুর আগে ইডেন ক্যানেলের উপরেও আরও একটি সেতু তৈরিরও উদ্যোগ নেওয়া হয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purba Bardhaman news: কৃষক সেতুর বদলে শিল্প সেতু! বর্ধমান নিয়ে বাজেটে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Next Article
advertisement
Lionel Messi in Vantara: মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, হাতির সঙ্গে ফুটবল খেলা, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
  • মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি

  • হাতির সঙ্গে ফুটবল খেলা

  • আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি

VIEW MORE
advertisement
advertisement