Mahashivratri 2025: এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিব লিঙ্গ রয়েছে বাংলাতেই, এখানকার শিবরাত্রিতে লুকিয়ে ২৫০ বছরের পুরাতন গল্প

Last Updated:

এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গে ভক্তরা জল ঢালেন ও পুজো দেন

+
শিবনিবাস

শিবনিবাস মন্দিরে ভক্তদের জল ঢালার ভিড়

নদিয়া: ঐতিহাসিক স্মৃতি এবং নিয়ম আচারে সকাল থেকেই ভক্তবৃন্দদের ভিড় এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিব লিঙ্গ নদিয়ার শিব নিবাসে। বারাণসিতে এক ব্যাধ জঙ্গলে শিকার করতে গিয়েছিলেন। কাঠ কেটে এবং পশু শিকার করে তিনি যখন বাড়ি ফিরছেন তখন সন্ধে নেমে গিয়েছে। অন্ধকারে তিনি রাস্তা যেমন হারিয়ে ফেলেছিলেন তেমনই বাঘের ভয়ে অন্ধকারের মধ্যে একটা গাছের উপরে আশ্রয় নিয়েছিলেন। সারারাত বাঘের ভয়ে ব্যাধ ইষ্ট দেবতা শিবের নামে জপ করেন।
অন্যদিকে ব্যাধ বাড়িতে না আসায় সারারাত স্বামীর চিন্তায় না ঘুমিয়ে তিনিও শিবের নাম জপ করেন। পরেরদিন সকালবেলায় যখন ভোরের আলো ফুটলো তখন গাছ থেকে নেমে দেখলেন তিনি যে গাছে বসেছিলেন সেই গাছটা ছিল বেল গাছ। আর তিনি সারারাত জেগে ইষ্ট দেবতার শিবের জন্য যে পাতাগুলো ফেলেছিলেন সেটা ছিল বেলপাতা। ব্যাধ বাড়ি ফিরলেন তার স্ত্রী তার স্বামীর মুখের সমস্ত কথা শুনে তিনি স্বামীর ফিরে আসার আনন্দে চোখে জল আটকাতে পারলেন না। যেহেতু তিনি উপবাস ছিলেন সেই জন্য স্বামীকে খাবার দেওয়ার পর তিনি জলস্পর্শ করেন। সেই থেকেই শুরু হয় শিবরাত্রি ব্রত।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
একই রকম ভাবে, নদিয়ার কৃষ্ণগঞ্জের শিব নিবাসে রাজা কৃষ্ণচন্দ্র শিবনিবাসে মারাঠা বর্গীয় দস্যুর আক্রমণ থেকে নিজেকে এবং নিজের পরিবারকে রক্ষা করবার জন্য তিনি মানত করেন। যদি তিনি মারাঠা দস্যু নসরৎ খাঁকে পরাস্ত করতে পারেন তাহলে তিনি উপবাস থেকে শিব নিবাস মন্দিরে শিবরাত্রি ব্রত পালন করবেন। এরপর রাজা কৃষ্ণচন্দ্রের সঙ্গে মারাঠা দস্যুর নস্যাৎ খান সামনাসামনি যুদ্ধ হয়। সেই যুদ্ধে দস্যু নসরত খাঁ পরাজিত হয়। মনষ্কামনা পূর্ণ হওয়ায় রাজা কৃষ্ণচন্দ্র নির্জলা উপবাস থেকে এই শিবরাত্রিতে শিবনিবাসের এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গে জল ঢালেন ও পুজো দেন। সেই থেকেই শিবনিবাসে শিবরাত্রি চালু হয়।
advertisement
Mainak Debnath
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Mahashivratri 2025: এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিব লিঙ্গ রয়েছে বাংলাতেই, এখানকার শিবরাত্রিতে লুকিয়ে ২৫০ বছরের পুরাতন গল্প
Next Article
advertisement
১ কোটি টাকার মহারানি গাউন ! ২৫ জন কারিগরের শ্রমে চোখ ধাঁধাল সোনা, রুপো এবং মূল্যবান পাথরখচিত জয়পুরের এক মাস্টারপিস
১ কোটি টাকার মহারানি গাউন ! ২৫ জন কারিগরের শ্রমে চোখ ধাঁধাল জয়পুরের এক মাস্টারপিস
  • ১ কোটি টাকার মহারানি গাউন !

  • ২৫ জন কারিগরের শ্রমে চোখ ধাঁধাল সোনা, রুপো এবং মূল্যবান পাথরখচিত

  • জয়পুরের এক মাস্টারপিস

VIEW MORE
advertisement
advertisement