Nadia News: যেমন টেকসই, তেমনই করে টাকা সাশ্রয়! রাস্তা নিয়ে এবার নতুন সিদ্ধান্ত নিল নদিয়া প্রশাসন

Last Updated:

নদিয়া জেলায় এই প্রথম বর্জ্য প্লাস্টিক দিয়ে নির্মাণ করা হতে চলেছে রাস্তা

+
প্লাস্টিকের

প্লাস্টিকের রাস্তা

নদিয়া: প্লাস্টিক দিয়ে এবার তৈরি হবে উন্নতমানের রাস্তা এবং তা চলবে বহুদিন। ফলে উপকৃত হবে এলাকার মানুষজন, অর্থ সাশ্রয় হবে সরকারের। নদিয়া জেলায় এই প্রথম বর্জ্য প্লাস্টিক দিয়ে নির্মাণ করা হতে চলেছে রাস্তা। এদিন আনুষ্ঠানিকভাবে জেলায় প্রথম পিচ ও বর্জ্য প্লাস্টিকের মিশ্রণে রাস্তা নির্মাণের কাজের সূচনা হয়।
প্লাস্টিক দিয়ে রাস্তা নির্মাণ! অভিনব উদ্যোগ নদিয়া জেলা প্রশাসনের। এবার প্লাস্টিক দিয়ে রাস্তা তৈরির উদ্যোগ নিল নদিয়া জেলা প্রশাসন। সেইমত এদিন জেলাশাসক এস অরুণ প্রসাদ এবং নদিয়া জেলার জেলা পরিষদের সভাধিপতি তারান্নুম সুলতানা মীর সহ একাধিক সরকারি আধিকারিকেরা প্লাস্টিকের বর্জ্য একত্রিত করে রাস্তা তৈরির কারণে ব্যবহার করার জন্য সেই র মেটেরিয়াল হস্তান্তর করার অনুষ্ঠান সম্পন্ন করল নদিয়ার কৃষ্ণনগর রবীন্দ্র ভবন এলাকায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হল। এ বিষয়ে জেলাশাসক জানান, “বহুদিন ধরেই এইরকম চিন্তা-ভাবনা নেওয়া হচ্ছে। ইতিমধ্যে নদিয়া জেলার বেশ কিছু জায়গাতে কাজ শুরু হয়েছে তবে এবার এই নতুন পদ্ধতি শুরু করে কাজ করা হবে।”
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
জানা যায়, বর্জ্য প্লাস্টিক সংগ্রহ করে কীভাবে ব্যবস্থাপনা করা হবে, কীভাবে সেগুলিকে পুনর্ব্যবহারযোগ্য করা যায়, সেই ভাবনা থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। বর্জ্য প্লাস্টিককে আবার পুনর্ব্যবহার করে প্লাস্টিক কোটেড হিসেবে ব্যবহার করার ফলে রাস্তার খরচ কমবে। পিচের উপর প্লাস্টিকের কোটিং থাকার ফলে বেশি জল সহ্য করতে পারবে রাস্তা। ফলে রাস্তার স্থায়িত্বও অনেকটা বাড়বে।
advertisement
প্লাস্টিক দিয়ে আধুনিকীকরণের মাধ্যমে সুন্দর ঝকঝকে রাস্তা তৈরিতে যে উদ্যোগ নিয়েছে সরকার তা খুবই প্রশংসনীয় বলে জানাচ্ছেন পরিবেশকর্মীরাও। বিশেষত যেসব গ্রামগঞ্জে এখনও অনুন্নত রাস্তা রয়েছে সেই সমস্ত গ্রামে এটা খুব দরকার। স্বাস্থ্য পরিষেবার জন্য এই কর্মসূচি খুবই প্রশংসাযোগ্য।
Mainak Debnath
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nadia News: যেমন টেকসই, তেমনই করে টাকা সাশ্রয়! রাস্তা নিয়ে এবার নতুন সিদ্ধান্ত নিল নদিয়া প্রশাসন
Next Article
advertisement
১ কোটি টাকার মহারানি গাউন ! ২৫ জন কারিগরের শ্রমে চোখ ধাঁধাল সোনা, রুপো এবং মূল্যবান পাথরখচিত জয়পুরের এক মাস্টারপিস
১ কোটি টাকার মহারানি গাউন ! ২৫ জন কারিগরের শ্রমে চোখ ধাঁধাল জয়পুরের এক মাস্টারপিস
  • ১ কোটি টাকার মহারানি গাউন !

  • ২৫ জন কারিগরের শ্রমে চোখ ধাঁধাল সোনা, রুপো এবং মূল্যবান পাথরখচিত

  • জয়পুরের এক মাস্টারপিস

VIEW MORE
advertisement
advertisement