Lok Sabha Election 2024: ১৫ বছর বাদে ভোট দিলেন শতায়ু! বাড়িতে বসেই বাজিমাত করলেন বৃদ্ধা
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:Rahi Haldar
Last Updated:
Lok Sabha Election 2024: চুঁচুড়ার কপিডাঙার বাসিন্দা এই বৃদ্ধা। ২০০৯ সালে লোকসভা ভোটে শেষবার তিনি ভোট দিয়েছিলেন। তার পর অজ্ঞাত কারণে ভোটার তালিকা থেকে তাঁর নাম বাদ পড়ে। ভোটার কার্ড থাকলেও তালিকায় নাম না থাকায় ভোট দিতে পারতেন না
হুগলি: ১৫ বছর পর নিজের বাড়িতে বসেই ভোট দিলেন শতায়ু বৃদ্ধা। ২০০৯ সালে শেষবার ভোট কেন্দ্র গিয়ে ভোট দিয়েছিলেন। তার পর থেকে শারীরিক অবস্থার অবনতির কারণে যেতে পারেননি ভোট দিতে। টানা ভোট না দেওয়ায় নাম বাদ পড়েছিল ভোটার তালিকা থেকে। পরে আবার পরিবারের সদস্যরা ভোটার তালিকায় নাম তোলার ব্যবস্থা করে দেন। ফলে দীর্ঘ দেড় দশক পর ভোট দিলেন ১০১ বছরের বৃদ্ধা প্রিয়বালা কুন্ডু।
চুঁচুড়া কপিডাঙার বাসিন্দা এই বৃদ্ধা। ২০০৯ সালে লোকসভা ভোটে শেষবার তিনি ভোট দিয়েছিলেন। তার পর অজ্ঞাত কারণে ভোটার তালিকা থেকে তাঁর নাম বাদ পড়ে। ভোটার কার্ড থাকলেও তালিকায় নাম না থাকায় ভোট দিতে পারতেন না। ভোটার তালিকায় নাম তোলার জন্য অনেক চেষ্টা করেন বৃদ্ধার নাতিরা। কিন্তু কোনও কাজ হয়নি। অবশেষে গত ২৫ জানুয়ারী জাতীয় ভোটার দিবসের দিন বিষয়টি জানতে পারেন সদর মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লা। তিনি বৃদ্ধার বাড়িতে সরকারি আধিকারীকদের পাঠিয়ে ভোটার তালিকায় নাম তোলার ব্যবস্থা করেন। নতুন এপিক কার্ড হাতে পান বৃদ্ধা প্রিয়বালা কুন্ডু।
advertisement
advertisement
৮০ বছরের উর্ধ্বে বয়স এবং শারীরিকভাবে অক্ষম ভোটারদের বাড়িতে গিয়ে ভোট নেওয়ার ব্যবস্থা করেছে। সেইমত আজ বাড়িতে বসেই ভোট দিলেন এই শতায়ু। কেন্দ্রীয় বাহিনী সঙ্গে নিয়ে ভোট কর্মীরা বৃদ্ধার বাড়ি গিয়ে তাঁর ভোট গ্রহণ করেন। দীর্ঘদিন পর ভোট দিতে পেরে যারপরনাই খুশি বৃদ্ধা। এখন কানে একটু কম শোনেন, ভাল হাঁটাচলাও করতে পারেন না। তবে তাঁর ইচ্ছা ছিল শেষ বয়সে একবার ভোট দেবেন। সেই ইচ্ছা পূরণ হল।
advertisement
বৃদ্ধার নাতি সঞ্জয় কুন্ডু বলেন, ঠাকুমা ভোট দিতে পারতেন না। তালিকায় নাম তুলতে অনেক চেষ্টা করেছি। অবশেষে ঠাকুমা ভোট দিতে পারলেন।ঠাকুমার রেশনও বন্ধ হয়ে গেছে। প্রশাসন ভেবেছিল হয়ত ঠাকুমা মারা গেছেন। উনি যে বে়ঁচে আছেন তা আজ ভোট দিয়ে প্রমাণ করলেন।
রাহী হালদার
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 17, 2024 6:59 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Lok Sabha Election 2024: ১৫ বছর বাদে ভোট দিলেন শতায়ু! বাড়িতে বসেই বাজিমাত করলেন বৃদ্ধা