রাতের প্যাসেঞ্জার নামিয়ে ফিরছিলেন টোটোচালক, হঠাৎ দেখলেন রাস্তার পাশে আলো জ্বলছে ওগুলো কী? তার পরেই রহস্যভেদ!

Last Updated:

Nadia News: রাত ২-৩ টে নাগাদ বাড়ি ফেরার সময় শান্তিপুরের পাওয়ার হাউস সংলগ্ন এলাকার তেঁতুল তলায় রাস্তার পাশে আলো জ্বলতে দেখে সন্দেহ হওয়ায় গাড়ি থেকে নেমে দেখেন দুটি ফোন পড়ে রয়েছে!

হারানো মোবাইল ফিরিয়ে দিচ্ছেন টোটোওয়ালা
হারানো মোবাইল ফিরিয়ে দিচ্ছেন টোটোওয়ালা
নদিয়া: রবিবার রাতে ট্রেনের প্যাসেঞ্জার নামিয়ে ফিরছিলেন টোটোচালক। রাত ২-৩ টে নাগাদ বাড়ি ফেরার সময় শান্তিপুরের পাওয়ার হাউস সংলগ্ন এলাকার তেঁতুলতলায় রাস্তার পাশে হঠাৎ আলো জ্বলতে দেখে সন্দেহ হয় তাঁর। গাড়ি থেকে নেমে যা দেখেন, তাজ্জব তিনি!
ঘটনাটি নদিয়ার শান্তিপুরের৷ ঘটনার বিবরণে জানা যায় যে, শান্তিপুর রেলওয়ে ২ নং টোটো স্ট্যান্ডের প্রাক্তন সম্পাদক এবং টোটো চালক ইন্দ্রনীল পাল শীত, গ্রীষ্ম, বর্ষার প্রতিদিনই শেষ ট্রেন পর্যন্ত রেল যাত্রীদের নিরাপদে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেন৷
advertisement
advertisement
সেই মতো রবিবার রাতেও ট্রেনের প্যাসেঞ্জার নামিয়ে রাত ২-৩ টে নাগাদ বাড়ি ফেরার সময় শান্তিপুরের পাওয়ার হাউস সংলগ্ন এলাকার তেঁতুলতলায় রাস্তার পাশে আলো জ্বলতে দেখে সন্দেহ হওয়ায় গাড়ি থেকে নেমে দেখেন যে, এক সঙ্গে দুটি মোবাইল ফোন পড়ে রয়েছে৷
advertisement
এরপর অবিভাবকহীন মোবাইল দুটি তিনি বাড়িতে নিয়ে যান৷ সকালে ফোনের মালিক ফোন করলে তিনি তাদের নির্দিষ্ট প্রমান নিয়ে আসতে বলেন৷ এরপর ইন্দ্রনীলবাবু নির্দিষ্ট প্রমানসহ মোবাইল দুটি তুলে দেন শন্তিপুর যাত্রীবাহী টোটো ইউনিয়নের সম্পাদক গৌতম দাসের উপস্থিতিতে৷
advertisement
এ প্রসঙ্গে ইন্দ্রনীল পাল বলেন যে, শান্তিপুরের বাবলার বাসিন্দা রাধা সর্দারের ফোন দুটি কুড়িয়ে পাওয়ার পর আজ তা ফিরিয়ে দিয়েছেন৷ রাধা সর্দার বলেন যে, তিনি পেশায় মৎস্যজীবি৷ রাতের বেলা মাছ ধরে একটি টোটোতে চেপে বাড়ি ফেরার সময় ভুল বশতঃ টোটো থেকে ফোন দুটি পড়ে গিয়েছিল৷ সেটি ইন্দ্রনীলবাবু পেয়েছিলেন৷ অবশেষে তার নম্বরে ফোন করলে ইন্দ্রনীলবাবু প্রমান দিয়ে ফোন নিয়ে যেতে বলেন৷ ফোন দুটি ফেরৎ পাওয়ায় তিনি খুশি৷
advertisement
শান্তিপুর যাত্রীবাহী টোটো ইউনিয়নের সম্পাদক গৌতম দাস বলেন যে, অধিকাংশ টোটো চালকই সততার সঙ্গে পরিষেবা দেন৷ কিছুদিন আগে এক টোটো চালক ফল চুরি করেছেন বলে মিথ্যা অপবাদ দেওয়া হলেও পরে জানা যায় যে, আদতে তা সঠিক নয়৷ সেই সত্য কিন্তু আর প্রকাশ্যে আসেনি৷
Mainak Debnath
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
রাতের প্যাসেঞ্জার নামিয়ে ফিরছিলেন টোটোচালক, হঠাৎ দেখলেন রাস্তার পাশে আলো জ্বলছে ওগুলো কী? তার পরেই রহস্যভেদ!
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement