রাতের প্যাসেঞ্জার নামিয়ে ফিরছিলেন টোটোচালক, হঠাৎ দেখলেন রাস্তার পাশে আলো জ্বলছে ওগুলো কী? তার পরেই রহস্যভেদ!
- Published by:Tias Banerjee
- local18
- Reported by:Mainak Debnath
Last Updated:
Nadia News: রাত ২-৩ টে নাগাদ বাড়ি ফেরার সময় শান্তিপুরের পাওয়ার হাউস সংলগ্ন এলাকার তেঁতুল তলায় রাস্তার পাশে আলো জ্বলতে দেখে সন্দেহ হওয়ায় গাড়ি থেকে নেমে দেখেন দুটি ফোন পড়ে রয়েছে!
নদিয়া: রবিবার রাতে ট্রেনের প্যাসেঞ্জার নামিয়ে ফিরছিলেন টোটোচালক। রাত ২-৩ টে নাগাদ বাড়ি ফেরার সময় শান্তিপুরের পাওয়ার হাউস সংলগ্ন এলাকার তেঁতুলতলায় রাস্তার পাশে হঠাৎ আলো জ্বলতে দেখে সন্দেহ হয় তাঁর। গাড়ি থেকে নেমে যা দেখেন, তাজ্জব তিনি!
ঘটনাটি নদিয়ার শান্তিপুরের৷ ঘটনার বিবরণে জানা যায় যে, শান্তিপুর রেলওয়ে ২ নং টোটো স্ট্যান্ডের প্রাক্তন সম্পাদক এবং টোটো চালক ইন্দ্রনীল পাল শীত, গ্রীষ্ম, বর্ষার প্রতিদিনই শেষ ট্রেন পর্যন্ত রেল যাত্রীদের নিরাপদে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেন৷
advertisement
advertisement
সেই মতো রবিবার রাতেও ট্রেনের প্যাসেঞ্জার নামিয়ে রাত ২-৩ টে নাগাদ বাড়ি ফেরার সময় শান্তিপুরের পাওয়ার হাউস সংলগ্ন এলাকার তেঁতুলতলায় রাস্তার পাশে আলো জ্বলতে দেখে সন্দেহ হওয়ায় গাড়ি থেকে নেমে দেখেন যে, এক সঙ্গে দুটি মোবাইল ফোন পড়ে রয়েছে৷
advertisement
এরপর অবিভাবকহীন মোবাইল দুটি তিনি বাড়িতে নিয়ে যান৷ সকালে ফোনের মালিক ফোন করলে তিনি তাদের নির্দিষ্ট প্রমান নিয়ে আসতে বলেন৷ এরপর ইন্দ্রনীলবাবু নির্দিষ্ট প্রমানসহ মোবাইল দুটি তুলে দেন শন্তিপুর যাত্রীবাহী টোটো ইউনিয়নের সম্পাদক গৌতম দাসের উপস্থিতিতে৷
advertisement
এ প্রসঙ্গে ইন্দ্রনীল পাল বলেন যে, শান্তিপুরের বাবলার বাসিন্দা রাধা সর্দারের ফোন দুটি কুড়িয়ে পাওয়ার পর আজ তা ফিরিয়ে দিয়েছেন৷ রাধা সর্দার বলেন যে, তিনি পেশায় মৎস্যজীবি৷ রাতের বেলা মাছ ধরে একটি টোটোতে চেপে বাড়ি ফেরার সময় ভুল বশতঃ টোটো থেকে ফোন দুটি পড়ে গিয়েছিল৷ সেটি ইন্দ্রনীলবাবু পেয়েছিলেন৷ অবশেষে তার নম্বরে ফোন করলে ইন্দ্রনীলবাবু প্রমান দিয়ে ফোন নিয়ে যেতে বলেন৷ ফোন দুটি ফেরৎ পাওয়ায় তিনি খুশি৷
advertisement
শান্তিপুর যাত্রীবাহী টোটো ইউনিয়নের সম্পাদক গৌতম দাস বলেন যে, অধিকাংশ টোটো চালকই সততার সঙ্গে পরিষেবা দেন৷ কিছুদিন আগে এক টোটো চালক ফল চুরি করেছেন বলে মিথ্যা অপবাদ দেওয়া হলেও পরে জানা যায় যে, আদতে তা সঠিক নয়৷ সেই সত্য কিন্তু আর প্রকাশ্যে আসেনি৷
Mainak Debnath
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
April 07, 2025 5:57 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
রাতের প্যাসেঞ্জার নামিয়ে ফিরছিলেন টোটোচালক, হঠাৎ দেখলেন রাস্তার পাশে আলো জ্বলছে ওগুলো কী? তার পরেই রহস্যভেদ!