CBI investigation News: সিবিআইয়ের চিঠি ঘিরে শোরগোল কোন্নগর পুরসভায়! পাল্টা সিবিআইকে চিঠি দিচ্ছে পুরসভাও
- Published by:Ratnadeep Ray
- hyperlocal
- Reported by:Rahi Haldar
Last Updated:
CBI investigation: সিবিআইয়ের চিঠি ঘিরে শোরগোল কোন্নগর পৌরসভায়। যদিও চিঠির সত্যতা নিয়ে দ্বন্দ্বে রয়েছেন খোদ পৌরপ্রধান। সিন্ডিকেট রাজের তদন্ত করে রিপোর্ট দিতে দিল্লী থেকে সিবিআই চিঠি এল কোন্নগর পুরসভায়!
হুগলি: সিবিআইয়ের চিঠি ঘিরে শোরগোল কোন্নগর পৌরসভায়। যদিও চিঠির সত্যতা নিয়ে দ্বন্দ্বে রয়েছেন খোদ পৌরপ্রধান। সিন্ডিকেট রাজের তদন্ত করে রিপোর্ট দিতে দিল্লী থেকে সিবিআই চিঠি এল কোন্নগর পুরসভায়! চিঠি আসল না নকল তা জানতে সিবিআইকে পাল্টা চিঠি দিতে চলেছে পুরসভা।
কোন্নগর পুরসভায় সিবিআইয়ের চিঠি ঘিরে শোরগোল পরেছে। চিঠির সত্যতা নিয়ে সন্দেহ রয়েছে খোদ পুর প্রধানের। পুরপ্রধান স্বপন দাস জানিয়েছেন, গত ১৭ তারিখ ডাক মাধ্যমে একটি চিঠি আসে কোন্নগর পৌরসভায়। যে চিঠি পাঠিয়েছে সিবিআই। সেখানে উল্লেখ রয়েছে সুভাষচন্দ্র ভাদুড়ি, ওরফে বাপ্পা ও তার দলবল নির্মাণ সামগ্রী নিয়ে সিন্ডিকেট রাজ চালাচ্ছে। গোপন সূত্রে সিবিআই জানতে পেরেছে, তাই পুরসভাকে তদন্ত করে ১৫ দিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে।
advertisement
advertisement
সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের স্ট্যাম্প লাগানো এই চিঠিতে শোরগোল শুরু হয়েছে। এই চিঠির শেষে লেখা আছে এটিকে ফরওয়ার্ড করা হয়েছে, উত্তরপাড়া থানার কাছেও। যদিও থানার আইসি জানিয়েছেন এমন কোনও চিঠি থানায় আসেনি। তাই সন্দেহ বেড়েছে চিঠির সত্যতা নিয়ে। পুরপ্রধান বলেন, “পুরসভার কাছে ১৭ তারিখ এই চিঠি এসে পৌঁছায়। ১০ তারিখ চিঠি লেখা হয়েছে দিল্লিতে সিবিআই এর সদর দফতর থেকে। সিবিআইয়ের এই চিঠিটির ১৫ দিনের মধ্যে উওর চাওয়া হয়েছে। যদি এই চিঠি সত্যি হয় তাহলেও পুরসভার এক্তিয়ার নেই এই ধরনের বিষয়ের তদন্ত করা। কারণ পুরসভার কাজ হল রাস্তা ঘাট জল নিকাশি দেখা। চিঠিতে যে ফোন নম্বর দেওয়া আছে তাতে ফোন করলে কেউ ফোন তোলেনি। চিঠির সত্যতা জানতে সিবিআই অফিসে চিঠি দেওয়া হবে বলে জানান পুরপ্রধান স্বপন দাস।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 24, 2024 3:28 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
CBI investigation News: সিবিআইয়ের চিঠি ঘিরে শোরগোল কোন্নগর পুরসভায়! পাল্টা সিবিআইকে চিঠি দিচ্ছে পুরসভাও







