নবদম্পতিদের বাড়িতে কার্তিক ফেলার ধুম, বাংলায় উৎসবের প্রহর চলছেই
Last Updated:
kartik puja 2022: গেট খুলেই সামনেক প্রতিমা। সঙ্গে খাবারের ফর্দ।
শান্তিপুর: গভীর রাতে নদিয়ার শান্তিপুরে গৃহস্থ বাড়িতে কার্তিক ঠাকুর খেলার ধুম বেশ কিছু যুবকদের। কার্তিক পুজোর আগের দিন গভীর রাত থেকে ভোর পর্যন্ত গৃহস্থ বাড়িতে কার্তিক ঠাকুর ফেলার ধুম চলল বেশ কিছু যুবকদের।
শান্তিপুর কামারপাড়া এলাকার ঘটনা। যুবকরা জানিয়েছেন, যাঁদের নতুন বিয়ে হয়েছে এবং বন্ধুত্বের সম্পর্কের মধ্যে পড়ে, তাঁদের বাড়িতেই তাঁরা কার্তিক ঠাকুর ফেলছেন।
প্রত্যেক বছরই এই দিনটিতে তাঁরা এভাবেই তাদের বন্ধু-বান্ধবের বাড়িতে কার্তিক ঠাকুর ফেলে থাকেন। এ বছরও তাঁরা রাত জেগে তাঁদের বন্ধু-বান্ধবের বাড়িতে কার্তিক ঠাকুর ফেলেন।
advertisement
আরও পড়ুন- Murshidabad Bank Robbery: ব্যাঙ্কের ভিতর ঢুকে ভয়াঙ্কর ডাকাতি, এবার পুলিশের জালে মূল দুই পান্ডা
বিবাহ বন্ধনে আবদ্ধ হলে তাদের বাড়িতে কার্তিক ফেলার একটি রীতি চলে আসছে বহু যুগ যুগান্তর ধরে। অর্থাৎ যাদের সদ্য বিবাহ হয়েছে, তারা যাতে সন্তান লাভ করেন, তাই কার্তিক পুজোর আগের দিন সেই নব দম্পতির বাড়ির দরজায় প্রতিবেশী কিংবা আত্মীয়রা ফেলে রেখে যান কার্তিক ঠাকুর। এরপর ওই কার্তিক ঠাকুরকে বাড়িতে এনে পুজো করতে হয় নব দম্পতিকে।
advertisement
শুধু এখানেই শেষ নয়, কার্তিক পুজো করে যারা অথবা যেই সমস্ত ব্যক্তিরা কার্তিক ফেলে গিয়েছেন, তাঁরা মূর্তির পাশে রেখে যান একটি চিরকুট। যেই চিরকুটের মধ্যে থাকে স্থানীয় বাসিন্দাদের নিমন্ত্রণ করে খাওয়ানোর আর্জি। এবং অনেক সময় সেই চিরকুটে লেখা থাকে খাবারের মেনুও।
সেই পুরনো প্রথা আজও বয়ে নিয়ে আসছে নদিয়ার বেশ কিছু জায়গা। ঠিক তেমনই শান্তিপুরে কার্তিক পুজোর আগের দিন কার্তিক ফেলার ধুম দেখা গেল এলাকার বিভিন্ন বাড়িতে।
advertisement
Mainak Debnath
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 17, 2022 8:04 PM IST