Murshidabad Bank Robbery: ব্যাঙ্কের ভিতর ঢুকে ভয়াঙ্কর ডাকাতি, এবার পুলিশের জালে মূল দুই পান্ডা

Last Updated:

১৪ই এপ্রিল দুপুরে ফারাক্কার এনটিপিসি মোড় সংলগ্ন এলাকায় অ্যাক্সিস ব্যাঙ্কের বেসরকারি রাষ্ট্রায়ত্ত সংস্থায় চারজন দুষ্কৃতী মটর বাইকে করে আসে।তারপর সোজা ব্যাঙ্কের ভিতরে প্রবেশ করে।

উদ্ধার হওয়া নগদ অর্থ সহ ধৃত দুইজন 
উদ্ধার হওয়া নগদ অর্থ সহ ধৃত দুইজন 
#মুর্শিদাবাদ: ফরাক্কাতে বেসরকারি ব্যাঙ্ক ডাকাতির ঘটনায় গ্রেফতার করা হল দুই মূল পান্ডাকে। ফলে বড় ধরনের সাফল্য পেল জঙ্গিপুর জেলা পুলিশ প্রশাসন । গত ১৪ই এপ্রিল ফরাক্কাতে ব্যাঙ্ক ডাকাতির ঘটনা ঘটে দুষ্কৃতীদের পিছন ধাওয়া করে পাকরাও হয় ডাকতদল। উদ্ধার হয় নগদ টাকাও। পুলিশের জালে ধরা পড়ে সেদিন দুস্কৃতীরা। এবার পুলিশের জালে আরও দুই দুষ্কৃতী।
১৪ই এপ্রিল দুপুরে ফারাক্কার এনটিপিসি মোড় সংলগ্ন এলাকায় অ্যাক্সিস ব্যাঙ্কের বেসরকারি রাষ্ট্রায়ত্ত সংস্থায় চারজন দুষ্কৃতী মটর বাইকে করে আসে।তারপর সোজা ব্যাঙ্কের ভিতরে প্রবেশ করে। ব্যাঙ্কের ভিতরে প্রবেশের পরেই আগ্নেয়াস্ত্র দেখিয়ে টাকা লুঠ করে নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ। ঘটনার জেরে স্থানীয় বাসিন্দাদের চিৎকার শুনে, আশেপাশের কিছু দোকানদাররা ছুটে গিয়ে দেখে চারজন দুষ্কৃতী মোটর বাইকে করে পালিয়ে যাচ্ছে।
advertisement
আরও পড়ুন East Medinipur News: শিক্ষা দফতরের গোডাউনে ছাগল! বইয়ের উপর বসে করছে যাচ্ছেতাই কাণ্ড
তাদেরকে সেই সময় পিছন থেকে ধাওয়া করলে মোটরবাইক থেকে একজন দুষ্কৃতী পড়ে যায় ।তার কাছে থাকা একটি বন্দুক দিয়ে ওই দোকানদারদের ভয় দেখাতে থাকে সে৷ তারপর মোটর বাইক নিয়ে চম্পট দেয় তারা। তদন্তে নামার সঙ্গে সঙ্গেই মটর বাইক ধাওয়া করে তিনজনকে গ্রেফতার করে ফরাক্কা পুলিশ। উদ্ধার হয় একটি ব্যাগ ভর্তি টাকা ।
advertisement
advertisement
এবার সেই ঘটনায় আরও বড় সাফল্য পেল জঙ্গিপুর জেলা পুলিশ ।
বৃহস্পতিবার রঘুনাথগঞ্জে জঙ্গিপুর জেলা পুলিশ সুপার ডক্টর ভোলানাথ পান্ডে জানান, বেশ কিছু দিন ধরেই মুখ্য চক্রের সঙ্গে যুক্ত তাদের সন্ধান চালাচ্ছিল পুলিশ। অবশেষে গ্রেফতার করা হল ব্যাঙ্ক ডাকাতির মুল চক্রের পান্ডাদের। পুলিশ সুপার ডঃ ভোলানাথ পান্ডে এও জানান, ফরাক্কাতে অ্যাক্সিস ব্যাঙ্কে ডাকাতির ঘটনায় একটি মামলা রুজু করা হয়েছিল। আগেই আটজনকে গ্রেফতার করা হয়েছিল। এবার মুল অভিযুক্ত কানাইয়া যাদব ওরফে শম্ভু যাদবকে গ্রেফতার করা হয়েছে। তাকে গ্রেফতার করে ফরাক্কা থানার পুলিশ।
advertisement
আরও পড়ুন Jalpaiguri News: শীত পড়তেই সস্তায় সবজি হলেও কমলালেবুর দাম আকাশছোঁয়া!
বিহারের কাটিহার পুলিশ কাছে গ্রেফতার করে তাকে৷ পুলিশ রিমান্ড নিয়ে আরও একজন গ্রেফতার করে। সিসিটিভি ফুটেজ দেখে পবন কুমার নামে আরও একজনকে গ্রেফতার করা হয়েছে। কানাইয়া কাছ থেকে ৮লক্ষ ৪০হাজার টাকা ও পবনের কাছ থেকে এক লক্ষ ৪০হাজার টাকা উদ্ধার করা হয়েছে। ধৃত দুইজনকে আদালতে পেশ করা হবে পুলিশ হেফাজতে রাখার আবেদন জানিয়েছেবলে আদালত সূত্রে জানা গিয়েছে।
advertisement
কৌশিক অধিকারী
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad Bank Robbery: ব্যাঙ্কের ভিতর ঢুকে ভয়াঙ্কর ডাকাতি, এবার পুলিশের জালে মূল দুই পান্ডা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement