Jhargram News: ঝাড়গ্রাম ঘুরতে যাওয়া পর্যটকদের জন্য বাড়তি পাওনা! এত তারিখ পর্যন্ত দেখা মিলবে ঝাড়গ্রাম উৎসবের

Last Updated:

জঙ্গলমহল বেড়াতে আসা পর্যটকদের বিনোদনের ক্ষেত্র আরও বেড়ে গেল।

+
ঝাড়গ্রামে

ঝাড়গ্রামে শুরু হয়েছে ঝাড়গ্রাম উৎসব 

ঝাড়গ্রাম: জঙ্গলমহল বেড়াতে আসা পর্যটকদের বিনোদনের ক্ষেত্র আরও বেড়ে গেল। পর্যটকদের কথা মাথায় রেখে ঝাড়গ্রামে শুরু হয়েছে নতুন একটি উৎসব। যা পর্যটকদের কেন্দ্রবিন্দু হয়ে উঠতে চলেছে। হলদিয়া উৎসব, দুর্গাপুর উৎসবের আদলে ঝাড়গ্রামে শুরু হয়েছে ঝাড়গ্রাম উৎসব। ২৫ ডিসেম্বর থেকে শুরু করে ১ জানুয়ারি পর্যন্ত ঝাড়গ্রামের কুমুদ কুমারী ইনস্টিটিউশনের প্রাঙ্গণে ও হিন্দু মিশন মাঠে অনুষ্ঠিত হচ্ছে ঝাড়গ্রাম উৎসব। মূলত, এই সময় পর্যটকের ঢল নামে ঝাড়গ্রামে। পর্যটকদের কাছে এক অন্য মাত্রা নিয়ে আসবে এই উৎসব।
এছাড়াও ঝাড়গ্রাম শহরবাসী ও জেলাবাসীর কাছেও একটা বড় পাওনা হতে চলেছে এই ঝাড়গ্রাম উৎসব। এই উৎসবে রয়েছে আট দিন ধরে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান, উৎসবে রয়েছে বিভিন্ন প্রতিযোগিতা, কৃষি প্রদর্শনী, পুষ্প প্রদর্শনী, বিজ্ঞান প্রদর্শনী, নাগরদোলা, ব্রেক ডান্স, ড্রাগন ট্রেন, মিকি মাউস, বাচ্চাদের বিভিন্ন বিনোদন, খাবারের স্টল, পোশাকের স্টল সহ ইত্যাদি।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ঝাড়গ্রাম উৎসবের সম্পাদক উজ্জ্বল পাত্র বলেন, “প্রতিবছর এই সময় প্রচুর পর্যটকের ঢল নামে ঝাড়গ্রামে। পর্যটকরা ঝাড়গ্রাম জেলার বিভিন্ন পর্যটন স্থলে বেড়ানোর পর তেমন একটা সন্ধ্যা বেলায় বিনোদনের জায়গা পায়না। সেই কথা মাথায় রেখে আমরা এই ঝাড়গ্রাম উৎসব শুরু করেছি”। রাজ্যের বনমন্ত্রী বীরবাহা হাঁসদা বলেন, “এই সময় ঝাড়গ্রামে প্রচুর পর্যটকের ঢল নামে। সেই জায়গায় এই উৎসব ঝাড়গ্রামের পর্যটন মানচিত্রের অনেকটাই গুরুত্ব রাখবে।”
advertisement
আস্থা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঝাড়গ্রাম উৎসবের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ঝাড়গ্রাম উৎসবের সভাপতি রাজ্যের বনমন্ত্রী বীরবাহা হাঁসদা। এই শীতের মরশুমে বর্ষবরণের সময় যে সমস্ত পর্যটকরা অরণ্য সুন্দরী ঝাড়গ্রাম বেড়াতে আসছেন তাদের কাছে বাড়তি পাওনা হিসেবে রয়েছে ঝাড়গ্রাম উৎসব।
advertisement
বুদ্ধদেব বেরা
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jhargram News: ঝাড়গ্রাম ঘুরতে যাওয়া পর্যটকদের জন্য বাড়তি পাওনা! এত তারিখ পর্যন্ত দেখা মিলবে ঝাড়গ্রাম উৎসবের
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement