Jamaishasthi 2023| Mystery Death|| জামাইষষ্ঠী করে সন্ধ্যায় ফিরেছিল! বাড়ি ফিরে এ কী করল যুবক! হতবাক গোটা পরিবার
- Published by:Shubhagata Dey
- news18 bangla
- Reported by:KOUSHIK ADHIKARY
Last Updated:
Jamaishasthi 2023: শ্বশুরবাড়িতে জামাইষষ্ঠী করতে গিয়ে কী এমন হল! বাড়ি ফিরে মর্মান্তিক পরিণতি যুবকের। উঠছে একাধিক প্রশ্ন...
মুর্শিদাবাদঃ শ্বশুর বাড়িতে জামাইষষ্ঠী করতে গিয়ে কী এমন হল যে বাড়ি ফিরে নিজের মর্মান্তিক পরিণতি ঘটাল যুবক। যুবকের রহস্য মৃত্যুর পর উঠছে একাধিক প্রশ্ন। জানা গিয়েছে, শ্বশুরবাড়িতে জামাইষষ্ঠী করে বাড়ি ফিরে এসে এই কাণ্ড ঘটায় যুবক। পুলিশ জানিয়েছে, মৃত যুবকের নাম কৃষ্ণ দাস। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে মুর্শিদাবাদের হরিহরপাড়া চোঁয়া এলাকায়।
পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার স্বরূপপুরে শ্বশুরবাড়ি গিয়ে জামাইষষ্ঠী করে শুক্রবার বাড়ি ফিরে আসে। ফিরে আসার পর ঘরে একাই ঘুমিয়েছিলেন। এরপর সকলের দৃষ্টি এড়িয়ে নিজের ঘরের মধ্যেই অবাক করা এই কাণ্ড ঘটান কৃষ্ণ দাস। পরিবারের লোকজন ডাকাডাকি করেও সাড়া না পেয়ে ঘরে ঢুকে তাঁর দেহ দেখতে পান। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান চিকিৎসার জন্য, কিন্তু কর্তব্যরত চিকিৎসক তৎক্ষণাৎ মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পর শোকের ছায়া পরিবারে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ টিউশন পড়িয়ে রোজগার, সেই টাকাতেই চলত গোটা সংসার! উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী নীলিমার নজরকাড়া সাফল্য
শ্বশুরবাড়িতে জামাইষষ্ঠী করতে গিয়েই কী এমন হল? রহস্য খোঁজার চেষ্টা করছে হরিহরপাড়া থানার পুলিশ। অন্যদিকে, দেহ ময়না তদন্ত করা হয় শনিবার দুপুরে বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। এরপর দেহ তুলে দেওয়া হয় পরিবারের হাতে। পরিবারের সদস্যরা জানিয়েছেন, জামাইষষ্ঠীতে নাকি শাশুড়ি তাঁকে বকাবকি করেছিলেন। কিন্তু তার কারণ কী, তা এখনও স্পষ্ট নয়।
advertisement
কৌশিক অধিকারী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 27, 2023 6:04 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jamaishasthi 2023| Mystery Death|| জামাইষষ্ঠী করে সন্ধ্যায় ফিরেছিল! বাড়ি ফিরে এ কী করল যুবক! হতবাক গোটা পরিবার