Higher Secondary Results 2023|| টিউশন পড়িয়ে রোজগার, সেই টাকাতেই চলত গোটা সংসার! উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী নীলিমার নজরকাড়া সাফল্য
- Published by:Shubhagata Dey
- news18 bangla
- Reported by:RANJAN CHANDA
Last Updated:
Higher Secondary Results 2023: বাবাকে হারিয়েছে ছোটবেলায় নিজের জেদ ও অধ্যাবসায় সঙ্গী করে টিউশন পরিয়ে উচ্চ মাধ্যমিকে প্রায় ৯০% নম্বর পেয়েছে নারায়ণগড়ের নীলিমা দোলাই...
রঞ্জন চন্দ: ছোটবেলায় হারিয়েছে বাবাকে। বাড়িতে মা, দাদু ঠাকুমাকে নিয়ে সংসার। দিদিরও বিয়ে হয়েছে ইতিমধ্য়েই। তবুও নিজের জেদ ও অধ্যবসায় সঙ্গী করে পড়াশোনা চালিয়ে গিয়েছে নারায়ণগড়ের এই মেয়ে।বাড়িতে আর্থিক অভাব। মনে প্রবল জেদ শিক্ষকতা করবার। বাবার স্বপ্নকে পূরণ করতে চায় মেয়ে। তবে মাঝে বাধা অর্থ।
ছোটবেলায় বাবা মারা যাওয়ার পর প্রতিটি পদক্ষেপে এসেছে বাধা। কখনও আর্থিক, আবার কখনও সাংসারিক অনটন। তবু লড়াইয়ের ময়দান থেকে ছেড়ে যায়নি পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের নীলিমা দোলাই। এ বারে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ৮৯.৪ শতাংশ নম্বর পেয়ে বিদ্যালয়ের প্রথম হয়েছে এই পড়ুয়া। গ্রামের মধ্যে সামান্য মাটির বাড়ি। এক কামরার মাটির বাড়িতে দাদু-ঠাকুমা মাকে নিয়ে সংসার তাঁর।
advertisement
advertisement
আরও পড়ুনঃ নেটদুনিয়ায় হেনস্থার শিকার উচ্চ মাধ্যমিক চতুর্থ প্রেরণা, কেন ঘটল এমন ঘটনা? জানুন
দিদির বিয়ে হয়ে যাওয়ার পর বাড়িতেই বাচ্চাদের টিউশন পড়িয়ে নিজেই চালায় পড়াশোনার খরচ। সামান্য জমিতে চাষাবাদ এবং মায়ের সেলাইয়ের উপর নির্ভর করে চলে সংসার। লোডশেডিং হলে কেরোসিন বাতির আলোয় পড়াশুনা করেছে। নিজের পড়া, তারপর পড়ানো, স্কুল সব মিলিয়েও উচ্চ মাধ্যমিকে ভাল নম্বর পেয়েছে সে।
advertisement
বাড়িতে নুন আনতে পান্তা ফুরানোর অবস্থা। ভবিষ্যতে ভূগোল নিয়ে স্নাতক এবং স্নাতকোত্তর পাশ করতে চায় নীলিমা। ভবিষ্যতে পড়াশোনা চালিয়ে যাওয়ার অর্থই এখন মূল অন্তরায়। মেয়ের সাফল্যে খুশি মা-ও। তবে মায়ের চোখে মুখে চিন্তার ছাপ স্পষ্ট। পরবর্তীতে পড়াশোনা কি হবে, তা নিয়ে চিন্তায় নীলিমার পরিবার।
Ranjan Chanda
Location :
Kolkata,West Bengal
First Published :
May 27, 2023 5:12 PM IST