Bangla News|| নেটদুনিয়ায় হেনস্থার শিকার উচ্চ মাধ্যমিক চতুর্থ প্রেরণা, কেন ঘটল এমন ঘটনা? জানুন
- Published by:Shubhagata Dey
- news18 bangla
- Reported by:RUDRA NARAYAN ROY
Last Updated:
Higher Secondary 2023 Merit list: সোশ্যাল মিডিয়ায় নানা কুরুচিকর মন্তব্য, আক্রমণের শিকার হতে হচ্ছে সদ্য উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ উচ্চ মাধ্যমিকের মেধাতালিকায় থাকা প্রেরণা পালকে।
গোবরডাঙা: “এই দুর্নীতি যুক্ত রাজ্য আমার রাজ্য হতে পারে না”, উচ্চ মাধ্যমিকের মেধাতালিকায় থাকা প্রেরণা পালের এই মন্তব্যে এখন তোলপাড় সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়ায় নানা কুরুচিকর মন্তব্য, আক্রমণের শিকার হতে হচ্ছে সদ্য উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ এই কৃতিকে। সংবাদ মাধ্যমের সামনে তার এই মন্তব্যকে রাজনৈতিক রং দেওয়া হয়েছে বলে মনে করছেন অনেকে।
উচ্চ মাধ্যমিক ফলাফল বেরোনোর পর যে মেয়ে উচ্ছ্বসিত ছিল, আজ যেন কোথাও সেই আনন্দ অনেকটাই ফিকে পাল পরিবারে। কিন্তু কেন সেদিন এমন কথা বলেছিল প্রেরণা! বিষয়টি নিয়ে প্রেরণার বাবা অশোক পাল জানান, ‘মেয়ে যাদের কাছে পড়াশোনা করত, তাদের মধ্যে একজন চাকরিপ্রার্থীদের আন্দোলনের সঙ্গে যুক্ত। কিছুটা হলেও তার প্রভাব পড়েছে প্রেরণার মধ্যে। মেয়ের মনে হয়েছে, যেখানে ছাত্র গড়ার কারিগররা, সেখানে কেন আন্দোলনের পথে হাঁটতে হচ্ছে তার প্রিয় এই শিক্ষকদের। কেন যোগ্য সম্মান পাচ্ছেন না তারা। এমনই নানা প্রশ্নের সম্মুখীন হয়ে নিজের চিন্তা ভাবনার বহিঃপ্রকাশ ঘটিয়েছে সে।’
advertisement
advertisement
আরও পড়ুনঃ কলকাতায় এক বিয়ে ঘিরে তোলপাড়, মন্দিরে মালা বদল দু’জনের! পরিচয় জেনেই চমকাচ্ছে সকলে
প্রেরণা মনে করে বাক স্বাধীনতার অধিকার সকলের রয়েছে। তাই তাঁর বয়ান থেকে বিন্দুমাত্র সরছে না প্রেরণা। তবে সোশ্যাল মিডিয়ায় যে কুরুচিকর আক্রমণের শিকার হতে হচ্ছে তাঁকে, তাতে প্রেরণা অনেকটাই পরিণত ছেলেমেয়েদের মতোই ব্যবহার করছে, জানিয়েছেন বাবা অশোক পাল। সে অনেকটাই স্থির ও শান্ত। বিন্দুমাত্র বিচলিত না হয়ে এই আক্রমণের মুখোমুখি হচ্ছে, যা দেখে রীতিমতো গর্বিত বাবা।
advertisement
মেয়ের বক্তব্য নিয়ে যখন তোলপাড় রাজ্য রাজনীতি, তখন সব ক্ষেত্রেই গোটা পরিবার প্রেরণার পাশে রয়েছে বলেও জানান পেশায় শিক্ষক অশোক পাল। মুখ্যমন্ত্রী সংবর্ধনা দেবেন মেধা তালিকায় স্থান পাওয়া কৃতি ছাত্র-ছাত্রীদের। সেখানেও উপস্থিত থাকবে প্রেরণা, জানান অশোক পাল। কারণ যে সাফল্য প্রেরণা অর্জন করেছে তা নিজের কষ্টে, নিজের যোগ্যতায়, তাই সরকারের তরফ থেকে সম্মান জানানো হলে তা অবশ্যই গ্রহণ করা হবে বলে জানিয়েছেন।
advertisement
তিনি বলেন, যারা এ ধরনের আক্রমণ করছেন তাদের রুচি বোধ, শিক্ষাগত যোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন অশোক পাল। তাঁর চাকরি নিয়েও তোলা হচ্ছে নানা অভিযোগ। এ প্রসঙ্গে অশোক পাল রীতিমতো চ্যালেঞ্জও জানিয়েছেন। তাঁর মতে, বিশেষ রাজনৈতিক দলের মতাদর্শে বিশ্বাসী পাল পরিবার, সেই কারণেই নেমে আসছে এ হেন আক্রমণ।
Rudra Narayan Roy
Location :
Kolkata,West Bengal
First Published :
May 27, 2023 2:27 PM IST