Bangla News|| কলকাতায় এক বিয়ে ঘিরে তোলপাড়, মন্দিরে মালা বদল দু'জনের! পরিচয় জেনেই চমকাচ্ছে সকলে

Last Updated:

Same gender marriage: কয়েকদিন আগে বনগাঁ থেকে কলকাতায় ছুটে এসেছিলেন মৌমিতা মজুমদার। প্রেমের সম্পর্কের পরিণতি দিতেই মৌসুমী দত্তের হাত ধরে মৌমিতা।

+
সমকামী

সমকামী বিয়ে

কলকাতা: সমকামী দুই পুরুষের পর এ বার সমকামী দুই নারীর বিয়ের সাক্ষী থাকল শহর। প্রথা ভেঙে এক হল মৌমিতা ও মৌসুমীর পরস্পরের চার হাত। বাগদার মৌমিতা মজুমদার ও চিংড়িঘাটার মৌসুমী দত্ত মন্দিরে ভগবানকে সাক্ষী রেখে বিবাহবন্ধনে আবদ্ধ হন। সোশ্যাল মিডিয়ায় আলাপের পর থেকেই ঘনিষ্ঠতা বাড়ে পরস্পরের মধ্যে।
জানা গিয়েছে, গত কয়েকদিন আগে বনগাঁ থেকে কলকাতায় ছুটে এসেছিলেন মৌমিতা মজুমদার। প্রেমের সম্পর্কের পরিণতি দিতেই মৌসুমী দত্তের হাত ধরে মৌমিতা। ‘জল ছাড়া যেমন গাছ বাঁচে না, ওকে ছাড়াও আমি বাঁচতে পারব না,’ দাবি দু’জনেরই। শুধু তাই নয়, মৌসুমীর দুই সন্তানের দায়িত্বও নিচ্ছেন মৌমিতা।
advertisement
আরও পড়ুনঃ জমাট বেঁধেছে ঘূর্ণাবর্ত! বুধেও কালবৈশাখীর উদ্দাম খেলা, লণ্ডভণ্ড হবে ‘এই’ জেলাগুলি
মৌমিতা জানান, ‘আমি আমার ফ্যামিলিকে বলেছিলাম ওঁর কাছে যাব, কিন্তু তাঁরা রাজি হননি। পরিবার আমাদের সম্পর্ক মানবে না, তাই বাড়ি থেকে নিরুপায় হয়ে পালিয়ে এসেছি।’ ভগবানকে সাক্ষী রেখে একে অপরকে আপন করে নিলেও এখন পরিবার না মানলে তারা দু’জনেই অন্য কোথাও গিয়ে থাকবেন। ‘মা কালীকে সাক্ষী রেখে মালাবদল করে মৌমিতার স্মৃতিতে সিঁদুর তুলে বিয়ে করেছি, আমরা জানি সমাজ আমাদের মানবে না, কিন্তু আমি ওর সঙ্গেই থাকতে চাই’, জানালেন মৌমিতা।
advertisement
‘বাঁচলেও ওঁর সঙ্গে, আর মরলেও থাকব ওঁর সঙ্গেই, পুলিশ প্রশাসন যদি আমাদের মেরে ফেলতে চায়, তাহলে আমাদের দু’জনকে একসঙ্গে মেরে ফেলতে হবে। আর যদি বাঁচিয়ে রাখতে চায় তাহলে দু’জনকেই রাখতে হবে’, বলেও দাবি জানান সদ্য বিবাহিতরা। এই ঘটনা সামনে আসতেই দুই পরিবারের সদস্যদের কপালে রীতিমতো চিন্তার ভাঁজ ফেলেছে। যে কোনও পরিস্থিতিতে পরস্পর পরস্পরের সঙ্গে হাত ধরে লড়াই চালাবে বলেও জানান তারা। ইতিমধ্যেই সমকামী এই দুই নারীর বিয়ের খবর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে নেটদুনিয়ায়।
advertisement
Rudra Narayan Roy
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News|| কলকাতায় এক বিয়ে ঘিরে তোলপাড়, মন্দিরে মালা বদল দু'জনের! পরিচয় জেনেই চমকাচ্ছে সকলে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement