Indian Railways: শিয়ালদহ দক্ষিণ শাখার নামখানা লাইনে খোলা লেভেল ক্রসিংয়ে ইঞ্জিন ভ্যানে ধাক্কা ট্রেনের, ছড়াল আতঙ্ক
- Published by:Pooja Basu
- hyperlocal
- Reported by:Nawab Ayatulla Mallick
Last Updated:
স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তারাই ইঞ্জিন ভ্যানটিকে সরান। গোটা ঘটনাটি খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ইঞ্জিনভ্যানের চালকের খোঁজ চলছে।
কুলপি, দক্ষিণ ২৪ পরগনা: খোলা লেভেল ক্রসিংয়ে ইঞ্জিন ভ্যানে ধাক্কা ট্রেনের। যার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাটি ঘটেছে শিয়ালদহ দক্ষিণ শাখার নামখানা লাইনের করঞ্জলী এবং নিশ্চিন্তপুর স্টেশনের মাঝে বেলপুকুরের কাছে।
লেভেল ক্রসিং না থাকায় রেললাইন পারাপারের সময় একটি সিমেন্ট বোঝাই ইঞ্জিন ভ্যানে ধাক্কা মারে নামখানাগামী লোকাল ট্রেন। পৌনে বারোটা নাগাদ ঘটনাটি ঘটেছে। ট্রেনটি ইঞ্জিন ভ্যানকে ধাক্কা মারার পর দুমড়ে মুচড়ে বেশ কিছুটা দূর টেনে নিয়ে যায় সিমেন্ট বোঝাই ইঞ্জিন ভ্যানটিকে।
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
advertisement
advertisement
তবে বিপদ বুঝতে পেরেই ইঞ্জিন ভ্যানের চালক ভ্যান ফেলে রেখে পালিয়ে যায়। দুর্ঘটনার জেরে কুড়ি মিনিট দাঁড়িয়ে থাকে ট্রেনটি। আশেপাশে থাকা স্থানীয় বাসিন্দারা দুমড়ে মুছড়ে যাওয়া ইঞ্জিনভ্যানটিকে রেললাইন থেকে সরিয়ে দেয়। পরবর্তী সময়ে স্বাভাবিক হয় রেল চলাচল।
পুলিশ সূত্রে খবর ইঞ্জিনভ্যানটিকে দেখতে পেয়ে ট্রেনটি স্লো করার চেষ্টা করেন। ফলে বড় দূর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া গিয়েছে। এর ফলে শিয়ালদহ দক্ষিণ শাখার শিয়ালদহ-নামখানা লাইনে চাঞ্চল্য ছড়ায়।
advertisement
স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তারাই ইঞ্জিন ভ্যানটিকে সরান। গোটা ঘটনাটি খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ইঞ্জিনভ্যানের চালকের খোঁজ চলছে। খোলা লেভেল ক্রসিয়ের জন্য এই ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে।
advertisement
স্থানীয়রা এখানে লেভেল ক্রসিংয়ের দাবি জানিয়েছেন। তাঁদের দাবি আজ বড় দূর্ঘটনা ঘটতে পারত। এই ঘটনায় আতঙ্ক ছড়ায় ট্রেন যাত্রীদের মধ্যেও। এই মুহূর্তে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে। সমস্ত দিক খতিয়ে দেখছে প্রশাসন।
নবাব মল্লিক
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
South Twenty Four Parganas,West Bengal
First Published :
November 19, 2025 2:59 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Indian Railways: শিয়ালদহ দক্ষিণ শাখার নামখানা লাইনে খোলা লেভেল ক্রসিংয়ে ইঞ্জিন ভ্যানে ধাক্কা ট্রেনের, ছড়াল আতঙ্ক

