Rail: লক্ষ লক্ষ যাত্রীর জন্য নয়া উদ্যোগ! হাওড়া ডিভিশনের ৪০ স্টেশনে বসল ট্রেন ইন্ডিকেশন বোর্ড! সহজে মিলবে তথ্য
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
Eastern Railways: যাত্রীদের সুবিধার্থে হাওড়া ডিভিশনের গুরুত্বপূর্ণ চল্লিশটি স্টেশনে লাগানো হচ্ছে ট্রেন ইনফরমেশন বোর্ড, আরও সহজে ট্রেনের যাবতীয় তথ্য যাত্রীদের কাছে...
হাওড়া: হাওড়া ডিভিশনের ৪০ গুরুত্বপূর্ণ স্টেশনে ট্রেন ইনফরমেশন বোর্ড (টিআইবি) বসাচ্ছে পূর্ব রেলওয়ে! পূর্ব রেলের হাওড়া ডিভিশন জুড়ে ৪০ প্রধান স্টেশনে ট্রেন ইন্ডিকেশন বোর্ড (TIB) স্থাপন করছে। যার মাধ্যমে যাত্রীদের সুবিধার পাশাপাশি স্টেশন আধুনিকীকরণ হচ্ছে। এই প্রধান পরিকাঠামোর আপগ্রেডে স্টেশনগুলিকে কভার করা হবে। যার মধ্যে রয়েছে বেলমুড়ি, দিয়ারা, গুরাপ, পাল্লা রোড, দাইনহাট, ধাত্রিগ্রাম, খামারগাছি, পাটুলি, শ্রীরামপুর, রিষড়া, কোননগর, শেওরাফুলি, বেলুর মঠ, লিলুয়া, হুগলি, অগ্রদ্বীপ, লক্ষ্মীপুর, ভান্ডারতিকুড়ি, বেলমুড়ি, বেলুরপুর, বেলমুড়ি। ডুমুরদহ, কুন্তিঘাট, আরামবাগ, মায়াপুর, বাহিরখন্ডা, সাঁইথিয়া, বোলপুর, পাকুড়, রামপুরহাট, মধুসূদনপুর, পোরাবাজার, শিবাইচণ্ডী, হাজিগড়, ঝাপানডাঙ্গা, গোবরা, জনাই রোড, মির্জাপুর বাঁকিপুর,এবং আরও কিছু স্টেশন।
এই স্টেশনগুলিতে টিআইবি স্থাপনের লক্ষ্য হল ট্রেনের সময়সূচী, প্ল্যাটফর্ম নম্বর, বাতিলকরণ সম্পর্কে বাস্তব-সময়ের তথ্য প্রদান করে যাত্রীদের অভিজ্ঞতা বৃদ্ধি করা। এই বোর্ডগুলি স্টেশনগুলির কৌশলগত পয়েন্টগুলিতে রাখা হচ্ছে। যাত্রীরা সহজেই কোনওরকম সমস্যা ছাড়াই গুরুত্বপূর্ণ ট্রেন বিষয়ক তথ্য জানতে পারবেন।
আরও পড়ুনঃ এটাই প্রাণঘাতী ক্যানসারের ‘নতুন’ লক্ষণ…! সাবধান, এই লক্ষণগুলি দেখা গেলে অবহেলা করবেন না
এই উদ্যোগ যাত্রী নিরাপত্তার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। সুস্পষ্ট এবং সময়োপযোগী তথ্য দেওয়ার কাজ করবে এই বোর্ড। এর মাধ্যমে প্ল্যাটফর্মে ভিড় কমাতেও সাহায্য করবে। এই উদ্যোগ পূর্ব রেলওয়ের বৃহত্তর স্টেশন আধুনিকীকরণ প্রচেষ্টার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। টিআইবি-এর বাস্তবায়ন যাত্রী চলাচলকে সহজ করবে। এতে খুব সহজে বিস্তারিত তথ্য জানতে পারবে যাত্রীরা। পূর্ব রেলওয়ে হাওড়া ডিভিশনে ট্রেন পরিষেবা আরও স্মার্ট, নিরাপদ আরও সহজ করাই লক্ষ্য।
advertisement
advertisement
রাকেশ মাইতি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 13, 2025 9:41 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Rail: লক্ষ লক্ষ যাত্রীর জন্য নয়া উদ্যোগ! হাওড়া ডিভিশনের ৪০ স্টেশনে বসল ট্রেন ইন্ডিকেশন বোর্ড! সহজে মিলবে তথ্য

