Traditional Sports : এক পলকে কয়েক দশক পিছিয়ে যাওয়া, পেশীশক্তি প্রদর্শনের অদ্ভূত মঞ্চ! সুন্দরবনে ফিরছে হারিয়ে যাওয়া 'ছোটবেলা'
- Published by:Nayan Ghosh
- hyperlocal
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
Traditional Sports : হারিয়ে যাওয়া খেলায় নতুন প্রাণ ! সুন্দরবনে ফিরে এল দড়ি টানাটানির উন্মাদনা। কাছি টানা বা দড়ি টানাটানি একসময় ছিল অতি জনপ্রিয় একটি খেলা।
সন্দেশখালি, উত্তর ২৪ পরগণা, জুলফিকার মোল্যা: হারিয়ে যাওয়া খেলায় নতুন প্রাণ ! সুন্দরবনে ফিরে এল দড়ি টানাটানির উন্মাদনা। গ্রামবাংলার খেলাধুলোর ইতিহাসে কাছি টানা বা দড়ি টানাটানি একসময় ছিল অতি জনপ্রিয় একটি খেলা। পেশিশক্তি ও ঐক্যের প্রতীক এই ঐতিহ্যবাহী খেলাটি আজও গ্রামীণ সংস্কৃতির প্রাণ।
সেই হারিয়ে যাওয়া খেলারই দেখা মিলল উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার সুন্দরবন এলাকার সন্দেশখালি বেড়মজুরে। পাড়ার ক্লাব ‘বেড়মজুর ডন ক্লাবে’র উদ্যোগে আয়োজিত “কাছি টানাটানি” লড়াইয়ে বহু বছর পরে মাঠে স্থানীয় যুবকদের উদ্যোগে আয়োজিত হয় কাছি টানার প্রতিযোগিতা। খেলাটি অনুষ্ঠিত হয় দুটি দলে বিভক্ত হয়ে।
আরও পড়ুন : ধ্বংসলীলার পর প্রকৃতির উপহার, এই জিনিস ভরিয়ে দিচ্ছে ঝুলি! উত্তরের মৎস্যজীবীরা পেয়েছেন ‘লটারি’
advertisement
advertisement
দীর্ঘ সময় পেশিশক্তির এই টানাটানিতে শেষমেশ জয় ছিনিয়ে নেয় একটি দল। মাঠজুড়ে তখন উল্লাস আর করতালির ঢেউ। প্রতিযোগিতা দেখতে বেড়মজুরে ভিড় জমায় হাজারো দর্শক। শিশু থেকে প্রবীণ, সকলের মুখে আনন্দের হাসি। খেলায় অংশগ্রহণকারীরা যেমন প্রাণপণ লড়াই করেছেন, তেমনি দর্শকেরাও স্লোগান, হাসি আর উৎসাহে ভরিয়ে দিয়েছেন মাঠের পরিবেশ।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
advertisement
ইতিহাস ঘেঁটে দেখা যায়, দড়ি টানাটানি খেলাটির প্রাচীন শিকড় ছড়িয়ে রয়েছে মিশর, চীন ও গ্রিসের সভ্যতায়। আজও এই খেলা গ্রামীণ জীবনের উচ্ছ্বাস ও মিলনের প্রতীক। মাঝখানে টানা দাগের দুই প্রান্তে সমান সংখ্যক প্রতিযোগী পরস্পরের বিপরীতে টানতে থাকেন দড়ি। যে দল প্রতিপক্ষকে টেনে নিয়ে আসে দাগের ওপারে, তারা জয়ী হয়। পরাজিত দল মাটিতে লুটিয়ে পড়ে, আর সেই দৃশ্যে হাসির রোল ওঠে দর্শকদের মধ্যে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
North Twenty Four Parganas,West Bengal
First Published :
October 24, 2025 7:26 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Traditional Sports : এক পলকে কয়েক দশক পিছিয়ে যাওয়া, পেশীশক্তি প্রদর্শনের অদ্ভূত মঞ্চ! সুন্দরবনে ফিরছে হারিয়ে যাওয়া 'ছোটবেলা'
