Cancer New Sign: এটাই প্রাণঘাতী ক্যানসারের 'নতুন' লক্ষণ...! সাবধান, এই লক্ষণগুলি দেখা গেলে অবহেলা করবেন না
- Published by:Shubhagata Dey
Last Updated:
Cancer New Sign: গবেষণা ক্যানসারের নতুন নীরব লক্ষণ প্রকাশ করেছে। এই রোগ প্রাথমিক অবস্থায় শনাক্ত করা যায় না, তাই সাবধান হওয়া ভাল। তবুও এটিকে অবহেলা করলে বড় ঝুঁকি হতে পারে।
advertisement
advertisement
advertisement
*কী বলছে গবেষণা? তাইপে টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ন্যাশনাল চুংচেং ইউনিভার্সিটি (সিসিইউ) এবং ন্যাশনাল চেং কুং ইউনিভার্সিটির (এনসিকেইউ) গবেষকরা ক্যানসার কোষের মাধ্যমে শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে আক্রমণ করার নতুন একটি উপায় আবিষ্কার করেছেন। DUSP2 নামক জিনের ঘাটতি ক্যানসার কোষের বৃদ্ধিতে সহায়তা করে। এটি অগ্ন্যাশয় ক্যানসারের ঝুঁকি বাড়ায়।
advertisement
advertisement
advertisement
advertisement
*নতুন গবেষণায় প্রদাহকে অগ্ন্যাশয় ক্যানসারের নীরব লক্ষণ হিসাবে চিহ্নিত করা হয়েছে। অগ্ন্যাশয় ক্যানসার পাচনতন্ত্রকে দুর্বল করে দেয়, যার ফলে ক্ষুধা হ্রাস পায়। এই ক্যানসারের লক্ষণ হল ওজন কমে যাওয়া ও ব্যথা। (Disclaimer: এই নিবন্ধটি ইন্টারনেটে উপলব্ধ প্রতিবেদন এবং তথ্যের উপর ভিত্তি করে। নিউজ 18 বাংলা এর জন্য দায়ী নয়)
