GK: কোন জলপ্রপাতের জল নীচে না পড়ে উপরের দিকে যায়? এদেশেই রয়েছে এই অবাক বিস্ময়
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Which waterfall in India does not fall down but flows upwards: জলপ্রপাত বলতেই চোখের সামনে ভেসে ওঠে পাহাড়ের বুক চিরে বিপুল জলরাশি আছড়ে পড়ছে। কিন্তু কখনও শুনেছেন জলপ্রপাতের জল নীচে না পড়ে উপরের দিকে উঠে যাচ্ছে। তেমনই আজব এক জলপ্রপাত হল নানেঘাট জলপ্রপাত।
advertisement
advertisement
advertisement
advertisement
কিন্তু কেন নানেঘাট জলপ্রপাতের জল নীচে না গিয়ে উপরের দিকে উঠে যায় তা নিয়ে কৌতুহল রয়েছে সকলের মধ্যে। এর বৈজ্ঞানিক ব্যাখ্যাও রয়েছে। বিজ্ঞানীদের মতে, এই জায়গায় বাতাস খুব দ্রুত প্রবাহিত হয় যার কারণে জল বিপরীত দিকে প্রবাহিত হয়। প্রবল বাতাসের কারণে জলপ্রপাত নিচের থেকে নেমে আসা জল আবার উপরের দিকে উঠে যায়। বর্ষার সময় এই দৃশ্য আরও বেশি পরিমাণে বোঝা যায়। তাই বর্ষার পর্যটকদের ভিড়ও বাড়ে। তবে বর্তমানে সারা বছরই এখানে রিভার্স ওয়াটারফল দেখতে ভিড় জমান পর্যটকরা।
