Premananda Maharaj Health Condition: ফুলে যাচ্ছে সব, হয়েছিল CT Scan, রিপোর্ট এল হাতে, এখন ঠিক কেমন আছেন প্রেমানন্দ মহারাজ
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Premanand ji Maharaj Health Update: প্রেমানন্দ মহারাজ স্বাস্থ্য নিয়ে ভক্তরা চিন্তিত। উদ্বিগ্ন ভক্তরা সোশ্যাল মিডিয়ায় প্রার্থনার ঝড় তুলেছেন।
: প্রেমানন্দজী মহারাজের স্বাস্থ্য নিয়ে ভক্তদের মধ্যে উদ্বেগ প্রভূত। সম্প্রতি তাঁর সিটি স্ক্যান করা হয়েছে, যা জানার পর থেকেই তাঁর ভক্তদের কাছে একটা উষ্মার বিষয় হয়েছিল৷ এবার তাঁর স্বাস্থ্য সম্পর্কে নতুন তথ্য সামনে এসেছে। প্রেমানন্দজী মহারাজ একটি গুরুতর কিডনি রোগে ভুগছেন বহু বছর ধরেই তাঁর দুটি কিডনিই খারাপ হয়ে গেছে যার কারণে তাঁকে প্রতিদিনই ডায়ালিসিস করতে হয়।
advertisement
advertisement
বৃন্দাবনের রাধা কেলি কুঞ্জ আশ্রমে থাকাকালীন, তিনি ডায়ালিসিসের মধ্যে ছিলেন এবং তারঁ মুখ ও হাতের ফোলাভাব বেড়েছে৷ এর ফলে তাঁর গলার স্বরও ক্ষতিগ্রস্ত হয়েছে৷ ভারত তথা বিদেশে থাকা তাঁর লাখ-লাখ ভক্ত প্রার্থনা করছেন৷ একাধিক ব্যক্তি তাঁকে নিজের কিডনি দান করার প্রস্তাব দিয়েছেন৷ কিন্তু মহারাজ তা প্রত্যাখ্যান করেছেন কারণ তিনি অন্যদের কষ্ট দিতে চান না।
advertisement
মঙ্গলবার কেন সিটি স্ক্যান করা হয়েছিল?প্রেমানন্দ মহারাজকে মঙ্গলবার বৃন্দাবনের বিড়লা মন্দিরে অবস্থিত ডায়াগনস্টিক সেন্টারে পেটের সিটি স্ক্যান করানো হয়েছিল৷ কারণ তাঁর পেট ফুলে যাওয়ার কারণে তীব্র ব্যথা অনুভব করছিলেন। ভক্তরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই সেই চিকিৎসা কেন্দ্রের বাইরে বিশাল ভিড় জড়ো হয়, যা নিয়ন্ত্রণ করতে পুলিশকে হিমশিম খেতে হয়৷
advertisement
advertisement
advertisement
advertisement
