Kali Puja 2025 : কালী নয়, এই মণ্ডপের প্রধান আকর্ষণ দেবীর দুই সঙ্গী 'ডাকিনী-যোগিনী'! আট থেকে আশির উপচে পড়া ভিড়

Last Updated:

Kali Puja 2025 : মণ্ডপসজ্জা বা কালী প্রতিমা দর্শন নয়, এ বছরের মধ্যমগ্রামের অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে ডাকিনী ও যোগিনী। এই দুই পৌরাণিক চরিত্রকে দেখতে উপচে পড়া ভিড়।

+
ডাকিনী

ডাকিনী যোগিনী

উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: মণ্ডপসজ্জা বা কালী প্রতিমা দর্শন নয়, এ বছরের মধ্যমগ্রামের অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে ডাকিনী ও যোগিনী। এই দুই পৌরাণিক চরিত্রকে দেখতেই এখন শিশু থেকে বয়স্ক- দর্শনার্থীদের উপচে পড়া ভিড় শ্রীপুর রবীন্দ্রপল্লী নেতাজী সংঘের পুজো মণ্ডপে। এ বছর ৬৫ তম বর্ষে পদার্পণ করল এই পুজো।
থিম হিসেবে তুলে ধরা হয়েছে ‘মুক্তি’। যেখানে আধুনিকতার ভিড়ে হারিয়ে যাওয়া বাংলার ঐতিহ্যবাহী উপকরণগুলিকে নতুনভাবে জীবন্ত করে তোলা হয়েছে। একতারা, লাটাই, কুলো, লণ্ঠনসহ নানান প্রাচীন সামগ্রী দিয়ে সাজানো হয়েছে মণ্ডপ। চারদিকে মাটির কারুকার্য যেন অতীতে ফিরে যাওয়ার আহ্বান জানাচ্ছে। প্রতিমা আনা হয়েছে বাদুড়িয়ার তারা বুনিয়া থেকে।
advertisement
advertisement
মায়ের সঙ্গে ডাকিনী ও যোগিনীর উপস্থিতি এই পুজোকে যেন অন্য মাত্রা দিয়েছে। উদ্যোক্তা গোপাল মুখার্জি ও গৌতম মজুমদাররা জানান, অতীতে কালী প্রতিমার সঙ্গে ডাকিনী-যোগিনীর দেখা মিলত। কিন্তু সময়ের সঙ্গে হারিয়ে গিয়েছে এই দুই চরিত্র। তাই নতুন প্রজন্মের কাছে ঐতিহ্যকে তুলে ধরতেই এ বছর মৃৎশিল্পীর হাতে তৈরি করা হয়েছে ডাকিনী-যোগিনী। প্রবীণ সদস্যরাও জানান, শৈশবে তারা এই রূপ দেখলেও এখন প্রায় বিলুপ্ত।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তাই অতীতকে ফিরিয়ে আনতে, আর ঐতিহ্যের মূল্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এই উদ্যোগ। দর্শনার্থীদের মধ্যে দেখা গিয়েছে প্রবল আগ্রহ- অনেকে ডাকিনী ও যোগিনীর সঙ্গে তুলছেন সেলফিও। ছোটরা মুগ্ধ হয়ে দেখছে মায়ের দুই সঙ্গিনীকে। উদ্যোক্তাদের মতে, এই থিমের মাধ্যমে তারা জানাতে চেয়েছেন – আধুনিকতার সঙ্গে তাল মিলিয়েও বাংলার ঐতিহ্য যেন ভুলে না যায় কেউ। মণ্ডপ দর্শনে খুশি সব বয়সের মানুষই।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Kali Puja 2025 : কালী নয়, এই মণ্ডপের প্রধান আকর্ষণ দেবীর দুই সঙ্গী 'ডাকিনী-যোগিনী'! আট থেকে আশির উপচে পড়া ভিড়
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement