Exchange Torn Currency Notes: অচল টাকা এখন আর ফেলনা নয়! দাগ লাগা, পোড়া টাকা কিনে আয় করছেন এই ব্যক্তি, জানুন কীভাবে চলে এই অভিনব ব্যবসা
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:Rudra Narayan Roy
Last Updated:
Exchange Torn Currency Notes: ছেঁড়া, দাগ লাগা টাকাই জীবনের ভরসা অশোকনগরের সুনু বসুর। প্রায় ১০ বছর ধরে ছেঁড়া, পোড়া বা নষ্ট টাকা কিনে এক অভিনব ব্যবসা করছেন তিনি। তার এই অভিনব পরিষেবা বহু মানুষের আর্থিক সমস্যার সমাধান করছে।
advertisement
advertisement
সুনু বসু জানান, ব্যাঙ্ক বা রিজার্ভ ব্যাঙ্কের নিয়ম অনুযায়ী এসব নষ্ট টাকা ফেরত পাওয়া সম্ভব, তবে সাধারণ মানুষ প্রায়ই ঝামেলার ভয়ে ব্যাঙ্কে যেতে চান না। ফলে তারা তার কাছেই এসব নোট বিক্রি করে দেন। তিনি সেই টাকা সংগ্রহ করে নির্দিষ্ট নিয়ম মেনে রিজার্ভ ব্যাংকে জমা দেন। বিনিময়ে টাকার অঙ্ক অনুযায়ী কিছুটা কম দাম দেন বিক্রেতাকে।
advertisement
advertisement
advertisement
স্থানীয় বাসিন্দাদের মতে, সুনু বসুর এই উদ্যোগে বহু মানুষ উপকৃত হচ্ছেন। যেসব নষ্ট টাকা একসময় ফেলে দেওয়া হতো, আজ সেগুলো থেকেই কিছুটা আর্থিক সান্ত্বনা মিলছে মানুষের। অশোকনগরের সাধারণ মানুষের সমস্যাকেই নিজের জীবিকার ভিত্তি বানিয়ে এক অনন্য পরিষেবা দিয়ে চলেছেন টাকা কেনা-বেচার এই ব্যবসায়ী সুনু বসু। (তথ্য-রুদ্র নারায়ণ রায়)
advertisement
advertisement
