Exchange Torn Currency Notes: অচল টাকা এখন আর ফেলনা নয়! দাগ লাগা, পোড়া টাকা কিনে আয় করছেন এই ব্যক্তি, জানুন কীভাবে চলে এই অভিনব ব্যবসা

Last Updated:
Exchange Torn Currency Notes: ছেঁড়া, দাগ লাগা টাকাই জীবনের ভরসা অশোকনগরের সুনু বসুর। প্রায় ১০ বছর ধরে ছেঁড়া, পোড়া বা নষ্ট টাকা কিনে এক অভিনব ব্যবসা করছেন তিনি। তার এই অভিনব পরিষেবা বহু মানুষের আর্থিক সমস্যার সমাধান করছে।
1/8
ছেঁড়া, দাগ লাগা, আগুনে পোড়া কিংবা ইদুরে খাওয়া টাকা- সাধারণত যেগুলো কেউ নিতে চায় না, সেই অচল নোটগুলোই এখন জীবিকার হাতিয়ার অশোকনগরের বনবনিয়া এলাকার বাসিন্দা সুনু বসুর। গত প্রায় দশ বছর ধরে এই অভিনব ব্যবসা করেই চলে তার দিন গুজরান।
ছেঁড়া, দাগ লাগা, আগুনে পোড়া কিংবা ইদুরে খাওয়া টাকা- সাধারণত যেগুলো কেউ নিতে চায় না, সেই অচল নোটগুলোই এখন জীবিকার হাতিয়ার অশোকনগরের বনবনিয়া এলাকার বাসিন্দা সুনু বসুর। গত প্রায় দশ বছর ধরে এই অভিনব ব্যবসা করেই চলে তার দিন গুজরান।
advertisement
2/8
প্রতিদিন সন্ধ্যা নামতেই নিজের দুই চাকার সাইকেলে মাইক বেঁধে অশোকনগরের বিভিন্ন বাজার, অলিগলি ও পাড়ায় ঘুরে বেড়ান সুনু বাবু। মাইকে শোনা যায়- ছেঁড়া টাকা, দাগ লাগা টাকা, আগুনে পোড়া টাকা বিক্রি করুন, টাকা ফেরত পান! এলাকাবাসীর কাছে এখন তিনি পরিচিত দুয়ারে টাকা পরিষেবা নামেই।
প্রতিদিন সন্ধ্যা নামতেই নিজের দুই চাকার সাইকেলে মাইক বেঁধে অশোকনগরের বিভিন্ন বাজার, অলিগলি ও পাড়ায় ঘুরে বেড়ান সুনু বাবু। মাইকে শোনা যায়- ছেঁড়া টাকা, দাগ লাগা টাকা, আগুনে পোড়া টাকা বিক্রি করুন, টাকা ফেরত পান! এলাকাবাসীর কাছে এখন তিনি পরিচিত দুয়ারে টাকা পরিষেবা নামেই।
advertisement
3/8
সুনু বসু জানান, ব্যাঙ্ক বা রিজার্ভ ব্যাঙ্কের নিয়ম অনুযায়ী এসব নষ্ট টাকা ফেরত পাওয়া সম্ভব, তবে সাধারণ মানুষ প্রায়ই ঝামেলার ভয়ে ব্যাঙ্কে যেতে চান না। ফলে তারা তার কাছেই এসব নোট বিক্রি করে দেন। তিনি সেই টাকা সংগ্রহ করে নির্দিষ্ট নিয়ম মেনে রিজার্ভ ব্যাংকে জমা দেন। বিনিময়ে টাকার অঙ্ক অনুযায়ী কিছুটা কম দাম দেন বিক্রেতাকে।
সুনু বসু জানান, ব্যাঙ্ক বা রিজার্ভ ব্যাঙ্কের নিয়ম অনুযায়ী এসব নষ্ট টাকা ফেরত পাওয়া সম্ভব, তবে সাধারণ মানুষ প্রায়ই ঝামেলার ভয়ে ব্যাঙ্কে যেতে চান না। ফলে তারা তার কাছেই এসব নোট বিক্রি করে দেন। তিনি সেই টাকা সংগ্রহ করে নির্দিষ্ট নিয়ম মেনে রিজার্ভ ব্যাংকে জমা দেন। বিনিময়ে টাকার অঙ্ক অনুযায়ী কিছুটা কম দাম দেন বিক্রেতাকে।
advertisement
4/8
যেমন ছেঁড়া ১০ টাকার নোটে মেলে ৭-৮ টাকা, আর তিন টুকরো হওয়া ১০০ টাকার নোটে মেলে প্রায় ৩০ টাকা। গড়ে ১৫ থেকে ২০ শতাংশ কাটেন তিনি। অনেকেই ফোন করে তাকে ডেকে নেন টাকা বিক্রির জন্য।
যেমন ছেঁড়া ১০ টাকার নোটে মেলে ৭-৮ টাকা, আর তিন টুকরো হওয়া ১০০ টাকার নোটে মেলে প্রায় ৩০ টাকা। গড়ে ১৫ থেকে ২০ শতাংশ কাটেন তিনি। অনেকেই ফোন করে তাকে ডেকে নেন টাকা বিক্রির জন্য।
advertisement
5/8
৫৮ বছর বয়সী এই ব্যবসায়ী দীর্ঘদিন ধরেই ডায়াবেটিসে আক্রান্ত। তবুও প্রতিদিন সন্ধ্যা হলেই তিনি সাইকেল নিয়ে বেরিয়ে পড়েন নিজের কাজের টানে। স্ত্রী ও তিন মেয়েকে নিয়ে তার সংসার চলছে এই ব্যবসার আয়ে।
৫৮ বছর বয়সী এই ব্যবসায়ী দীর্ঘদিন ধরেই ডায়াবেটিসে আক্রান্ত। তবুও প্রতিদিন সন্ধ্যা হলেই তিনি সাইকেল নিয়ে বেরিয়ে পড়েন নিজের কাজের টানে। স্ত্রী ও তিন মেয়েকে নিয়ে তার সংসার চলছে এই ব্যবসার আয়ে।
advertisement
6/8
স্থানীয় বাসিন্দাদের মতে, সুনু বসুর এই উদ্যোগে বহু মানুষ উপকৃত হচ্ছেন। যেসব নষ্ট টাকা একসময় ফেলে দেওয়া হতো, আজ সেগুলো থেকেই কিছুটা আর্থিক সান্ত্বনা মিলছে মানুষের। অশোকনগরের সাধারণ মানুষের সমস্যাকেই নিজের জীবিকার ভিত্তি বানিয়ে এক অনন্য পরিষেবা দিয়ে চলেছেন টাকা কেনা-বেচার এই ব্যবসায়ী সুনু বসু। (তথ্য-রুদ্র নারায়ণ রায়)
স্থানীয় বাসিন্দাদের মতে, সুনু বসুর এই উদ্যোগে বহু মানুষ উপকৃত হচ্ছেন। যেসব নষ্ট টাকা একসময় ফেলে দেওয়া হতো, আজ সেগুলো থেকেই কিছুটা আর্থিক সান্ত্বনা মিলছে মানুষের। অশোকনগরের সাধারণ মানুষের সমস্যাকেই নিজের জীবিকার ভিত্তি বানিয়ে এক অনন্য পরিষেবা দিয়ে চলেছেন টাকা কেনা-বেচার এই ব্যবসায়ী সুনু বসু। (তথ্য-রুদ্র নারায়ণ রায়)
advertisement
7/8
নোট পরিবর্তনের নিয়ম কি কি? RBI একজন ব্যক্তির জন্য একবারে সর্বাধিক ২০টি নোট বিনিময়ের একটি নির্দিষ্ট সীমা নির্ধারণ করেছে। এর অর্থ হল, আপনি একবারে ২০ টির বেশি নোট পরিবর্তন করতে পারবেন না। আরবিআই মূল্যের উপরও সীমাবদ্ধতা রেখেছে। কিন্তু এই ২০টি নোটের মূল্য ৫ হাজার টাকার বেশি হওয়া উচিত নয়।
নোট পরিবর্তনের নিয়ম কি কি? RBI একজন ব্যক্তির জন্য একবারে সর্বাধিক ২০টি নোট বিনিময়ের একটি নির্দিষ্ট সীমা নির্ধারণ করেছে। এর অর্থ হল, আপনি একবারে ২০ টির বেশি নোট পরিবর্তন করতে পারবেন না। আরবিআই মূল্যের উপরও সীমাবদ্ধতা রেখেছে। কিন্তু এই ২০টি নোটের মূল্য ৫ হাজার টাকার বেশি হওয়া উচিত নয়।
advertisement
8/8
নোট যদি খুব বেশি কাটা বা ছিঁড়ে যায় বা নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু গ্রাহক পুরো টাকা ফেরত পাবেন না। ২০০ টাকার একটি ছেঁড়া নোটে ৭৮ বর্গ সেন্টিমিটার ভাল থাকলে, পুরো টাকা পাওয়া যায়। ১০, ২০, ৫০ টাকার ছেঁড়া নোটে যদি ৫০ শতাংশ ভাল থাকে, তাহলে বিনিময়ে ওই মূল্যের আরেকটি নোট ফেরত পাবেন।
নোট যদি খুব বেশি কাটা বা ছিঁড়ে যায় বা নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু গ্রাহক পুরো টাকা ফেরত পাবেন না। ২০০ টাকার একটি ছেঁড়া নোটে ৭৮ বর্গ সেন্টিমিটার ভাল থাকলে, পুরো টাকা পাওয়া যায়। ১০, ২০, ৫০ টাকার ছেঁড়া নোটে যদি ৫০ শতাংশ ভাল থাকে, তাহলে বিনিময়ে ওই মূল্যের আরেকটি নোট ফেরত পাবেন।
advertisement
advertisement
advertisement