বাড়িতেই অজ্ঞান গোবিন্দা, মাঝরাতেই নিয়ে যাওয়া হল হাসপাতালে! চলছে একাধিক মেডিক্যাল টেস্ট
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
বলিউড তারকা গোবিন্দাকে মঙ্গলবার অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হল। জানা গিয়েছে, মুম্বইতে নিজের বাসভবনে জ্ঞান হারিয়ে ফেলেন ৬১ বছরের এই অভিনেতা। এরপরেই তাঁকে তড়িঘড়ি জুহুর নিকটবর্তী একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
মুম্বই: বলিউড তারকা গোবিন্দাকে মঙ্গলবার অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হল। জানা গিয়েছে, মুম্বইতে নিজের বাসভবনে জ্ঞান হারিয়ে ফেলেন ৬১ বছরের এই অভিনেতা। এরপরেই তাঁকে তড়িঘড়ি জুহুর নিকটবর্তী একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
তাঁর এই অসুস্থতার কথা স্বীকার করেছেন অভিনেতার বন্ধু এবং আইনি উপদেষ্টা ললিত বিন্দল। এই প্রসঙ্গে তিনি বলেন, “গতকাল রাত ১টার সময় তিনি জ্ঞান হারানোর পরেই তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। ডাক্তাররা তাঁকে প্রয়োজনীয় ওষুধ দিয়েছেন।”
জানা গিয়েছে, বলিউডের এই অভিনেতার বিভিন্ন পরীক্ষা করা হয়েছে তাঁর ফলাফলের উপর পরবর্তী চিকিৎসা নির্ভর করছে। চিকিৎসা সংক্রান্ত আর কোনও বিষয় এখনও পর্যন্ত জানা যায়নি।
advertisement
advertisement
আশ্চর্যজনক ভাবে, গোবিন্দা একদিন আগেই বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্রকে ব্রিচ ক্যান্ডি হাসপাতালে দেখতে যান। এরপরেই সামনে আসে এই খবর।
অন্যদিকে, গোবিন্দার পত্নী সুনিতা আহুজার বিবাহ সম্পর্ক নিয়ে বিভিন্ন মন্তব্য শিরোনামে এসেছিল। তিনি বলেছিলেন। গোবিন্দাকে তিনি পরের জীবনে স্বামী হিসাবে চান না।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
November 12, 2025 9:02 AM IST

