Indian Army Martyred: 'ভাই আর নেই', কাশ্মীরে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে শহিদ বাঙালি সেনা জওয়ান! শোকে পাথর মা
- Published by:Raima Chakraborty
- hyperlocal
- Reported by:Mainak Debnath
Last Updated:
Indian Army Martyred: কাশ্মীরে পাকিস্তানি জঙ্গিদের সঙ্গে লড়াইয়ে শহিদ নদিয়ার তেহট্ট ব্লকের পাথরঘাটার বীর বাঙালি সৈনিক ঝন্টু আলি শেখ। শোকস্তব্ধ গোটা দেশ।
তেহট্ট: কাশ্মীরে পাকিস্তানী জঙ্গিদের সঙ্গে লড়াই করতে গিয়ে মৃত্যু হল ভারতীয় সেনা জওয়ানের। তাঁর বাড়ি বাংলার নদিয়ায়। কাশ্মীরে পাকিস্তানি জঙ্গিদের সঙ্গে লড়াই করতে করতে শহিদ নদিয়ার তেহট্ট ব্লকের পাথরঘাটার বীর বাঙালি সৈনিক ঝন্টু আলি শেখ।
ছোটবেলা থেকেই দেশের জন্য কিছু করার ইচ্ছে ছিল তাঁর। আর সেই কারণেই তিন ভাইয়ের মধ্যে দুই ভাই ভারতীয় সেনায় নিযুক্ত হন। অন্য এক ভাই কর্মসূত্রে থাকেন সৌদি আরবে। নিহত ঝন্টু আলি শেখের পরিবারে রয়েছে স্ত্রী ও সন্তান। তাঁরা উত্তর প্রদেশের আগ্রাতে থাকেন।
আরও পড়ুন: পহেলগাঁওতে নৃশংস হামলায় ২৭ মৃত্যু! এবার ভারত-পাকিস্তান সীমান্তে ঐতিহ্যের ‘বিটিং রিট্রিট’ স্থগিত?
কাশ্মীরে জঙ্গিহামলার পরেই দুই ভাই কাশ্মীরের দুই এলাকাতে ডিউটিতে যান। এবং সেখানেই ছোট ভাই ঝন্টু আলি শেখ জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে মারা গিয়েছেন বলে জানতে পারেন প্রথম তাঁর বড় ভাই। এরপর তিনিই বাড়িতে তাঁর ভাইয়ের মৃত্যুর শোকসংবাদ জানান।
advertisement
advertisement
পর্যটকদের উপর জঙ্গিহামলার ঘটনার বদলা নিতে শুরু করেছে ভারতীয় সেনা। শুরু হয়েছে জঙ্গিদের সঙ্গে ভারতীয় সেনার গুলির লড়াই। সেই গুলির লড়াইতেই জঙ্গিদের গুলিতে নিহত নদিয়ার তেহট্টের পাথরঘাটার বাঙালি ভারতীয় সেনা ঝন্টু আলি শেখ। ইতিমধ্যেই তাঁর বাড়িতে খবর এসে পৌঁছেছে। খবর পেয়েই শোকের ছায়া নেমে এসেছে পরিবার ও গোটা এলাকায়।
আরও পড়ুন: ভাইরাল যুগ! পহেলগাঁওয়ে জঙ্গিদের গুলিতে মৃত্যুর আগে নৌসেনা অফিসারের ‘শেষ ভিডিও’ ভাইরাল? এবার সামনে এল আসল সত্য!
উল্লেখ্য, জনপ্রিয় পর্যটনকেন্দ্র, পহেলগাঁওয়ের বৈসরনে গুলি করে ২৭ জনকে হত্যা করা হয়। এই হামলায় জখম হয়েছেন অনেকেই। এর পর থেকে উপত্যকার আনাচকানাচে শুরু হয়েছে তল্লাশি, চলছে দফায় দফায় এনকাউন্টার। তাতেই এবার প্রাণ গেল সেনার।
advertisement
Mainak Debnath
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 24, 2025 4:32 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Indian Army Martyred: 'ভাই আর নেই', কাশ্মীরে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে শহিদ বাঙালি সেনা জওয়ান! শোকে পাথর মা
