বেডরুমে স্বামীর দেহ! রান্নাঘরে স্ত্রীর...! তালাবন্ধ বাড়ি, কী ভাবে খুন দম্পতি? ভাতারে ভয়ঙ্কর কাণ্ড!

Last Updated:

Bhatar husband wife Murder case: তালাবন্ধ বাড়ি থেকে এই পৌঢ় দম্পতির মৃতদেহ উদ্ধার হয়। তাঁদের খুন করা হয়েছে বলে প্রাথমিক অনুমান। পুলিশ সূত্রে খবর, মৃত দম্পতির নাম অভিজিত যশ ও ছবিরানি যশ।

বেডরুমে স্বামীর দেহ! রান্নাঘরে স্ত্রীর...! তালাবন্ধ বাড়ি, কীভাবে খুন দম্পতি? ভাতারে ভয়ঙ্কর কাণ্ড!
বেডরুমে স্বামীর দেহ! রান্নাঘরে স্ত্রীর...! তালাবন্ধ বাড়ি, কীভাবে খুন দম্পতি? ভাতারে ভয়ঙ্কর কাণ্ড!
শরদিন্দু, সন্দীপ, বর্ধমান: গেটে তালা। ঘরের ভিতর থেকে উদ্ধার দম্পতির দেহ। মাথায় আঘতের চিহ্ন। খুন বলেই প্রাথমিক অনুমান, কিন্তু করল কে? তদন্তে পুলিশ। সূত্রের খবর, ভাতারের রবীন্দ্রপল্লী এলাকায় তালাবন্ধ বাড়ি থেকে এই পৌঢ় দম্পতির মৃতদেহ উদ্ধার হয়।
তাঁদের খুন করা হয়েছে বলে প্রাথমিক অনুমান। পুলিশ সূত্রে খবর, মৃত দম্পতির নাম অভিজিত যশ ও ছবিরানি যশ। জানা গিয়েছে, বাড়ির মেন গেটে নতুন তালা লাগানো ছিল। কোলাপসিবল গেটেও তালা লাগানো ছিল। পাশের গ্রামে থাকেন মৃত ছবিরানি দেবীর বোন। তাঁর সঙ্গে এই দম্পতির ফোনে শেষ যোগাযোগ হয়েছিল।
advertisement
advertisement
শুক্রবার ফোনে না পেয়ে সন্দেহ হওয়ায় তাঁরা পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে তালা ভেঙে বাড়িতে ঢুকে দম্পতির মৃতদেহ উদ্ধার করে। স্থানীয়রা জানিয়েছেন, রান্নাঘরে পড়ে ছিল ছবিরানির দেহ। তাঁর মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। অভিজিত বাবুর দেহ ছিল শোওয়ার ঘরে। সম্ভবত তাঁকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। ঘরের জিনিসপত্র লন্ডভন্ড অবস্থায় রয়েছে। এই দম্পতি নিঃসন্তান ছিলেন, সম্পত্তিগত কারণে এই খুন বলে মনে করছেন স্থানীয়রা।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বেডরুমে স্বামীর দেহ! রান্নাঘরে স্ত্রীর...! তালাবন্ধ বাড়ি, কী ভাবে খুন দম্পতি? ভাতারে ভয়ঙ্কর কাণ্ড!
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement