Murder Case: স্ত্রীকে খুন করে সন্তানকে নিয়ে পালাল স্বামী! শেষরক্ষে হল না, কাঁচরাপাড়ায় হইচই

Last Updated:

Murder Case- উত্তর ২৪ পরগনার কাঁচরাপাড়ায় পারিবারিক অশান্তি ঘিরে ঘটে এই নৃশংস খুন। অভিযোগ, স্ত্রীকে খুন করে নিজের ছোটো সন্তানকে নিয়ে পালান এক ব্যক্তি। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।

স্বামী স্ত্রী
স্বামী স্ত্রী
উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: কাঁচরাপাড়ায় স্ত্রীকে খুন করে সন্তানকে নিয়ে পালাল স্বামী। অবশেষে পুলিশের জালে ধরা পড়ল অভিযুক্ত!
উত্তর ২৪ পরগনার কাঁচরাপাড়ায় পারিবারিক অশান্তি ঘিরে ঘটে এই নৃশংস খুন। অভিযোগ, স্ত্রীকে খুন করে নিজের ছোটো সন্তানকে নিয়ে পালান এক ব্যক্তি। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনাটি ঘটেছে কাঁচরাপাড়া ২২ নম্বর ওয়ার্ডের ক্ষুদিরাম পল্লীতে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্ত্রী অঙ্কিতা বর্মন (২৫) – কে ধারাল অস্ত্র দিয়ে খুন করেন তাঁর স্বামী কৌশিক মণ্ডল (২৮)। ঘটনার পর নিজের একরত্তি সন্তানকে নিয়ে বাড়ি থেকে পালিয়ে যায় অভিযুক্ত স্বামী। অভিযোগের ভিত্তিতে বীজপুর থানার পুলিশ তদন্তে নামে। শেষমেশ তৎপরতার সঙ্গে এদিন হুগলির পান্ডুয়া থেকে গ্রেফতার করা হয় অভিযুক্ত কৌশিককে।
advertisement
advertisement
আরও পড়ুন- চোখ ফেরানো দায়! কিন্তু বার্নপুরের এই মণ্ডপে প্লাস্টিকের দেখা পাবেন না
এদিন তাকে আদালতে পেশ করে পুলিশ রিমান্ডের আবেদন জানানো হয়। এলাকায় নেমেছে শোকের ছায়া। প্রতিবেশীদের একাংশের দাবি, এমন নির্মম ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত, যাতে ভবিষ্যতে আর কেউ এ ধরনের ঘটনা ঘটানোর সাহস না পায়। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডিসি নর্থ গণেশ বিশ্বাস জানিয়েছেন, কী কারণে, কীভাবে খুন তা অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের মধ্যে দিয়ে তদন্ত করে দেখা হচ্ছে।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murder Case: স্ত্রীকে খুন করে সন্তানকে নিয়ে পালাল স্বামী! শেষরক্ষে হল না, কাঁচরাপাড়ায় হইচই
Next Article
advertisement
Birbhum News: তিন বছরের প্রেম, বিয়ে করলেন নমিতা-সুস্মিতা! ভিড় উপচে পড়ল দুবরাজপুরের শিব মন্দিরে
তিন বছরের প্রেম, বিয়ে করলেন নমিতা-সুস্মিতা! ভিড় উপচে পড়ল দুবরাজপুরের শিব মন্দিরে
  • সামাজিক মাধ্যমে শুরু হয়েছিল পরিচয়, তারপর গড়ে ওঠে গভীর প্রেম। সেই সম্পর্কের বাঁধন এবার রূপ নিল বিবাহে। বীরভূমের দুবরাজপুরে শিব মন্দিরে সাতপাক ঘুরে নয়, সিঁথিতে সিঁদুর পরিয়ে পরস্পরের জীবনসঙ্গী হলেন দুই মহিলা৷

VIEW MORE
advertisement
advertisement