Howrah News: কয়েক লক্ষ টাকা মূল্যের ক্যাকটাস! এবার হাওড়া ফুল মেলার অন্যতম আকর্ষণ
- Published by:Arjun Neogi
- news18 bangla
- Reported by:RAKESH MAITY
Last Updated:
Howrah News: রংবেরঙের বিভিন্ন প্রজাতির গোলাপ চন্দ্রমল্লিকা ডালিয়া সহ নানা ফুল রয়েছে ফলের গাছ, এবার সপ্তম বর্ষে হাওড়ার ফুলমেলায় অন্যতম আকর্ষণ কয়েক লক্ষ টাকা মূল্যের ক্যাকটাস
হাওড়া: শীত মানেই হাওড়ার মানুষের কাছে ফুল মেলা! এবার আরও আকর্ষণে হাওড়ার সপ্তম বর্ষের ফুল মেলা। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনীয় ফুল এসে হাজির হয়েছে হাওড়া শহরে। তাতেই আকর্ষণে বেড়েছে ৮-৮০ বয়সের মানুষের। হাওড়ার ফুল মেলা মানেই চোখ জুড়ানো ‘ গোলাপ ‘। মাঠের সিংহভাগ জুড়ে রঙ বেরঙের গোলাপ স্থান পেয়েছে। ফুলের সৌন্দর্য সকলকে আকৃষ্ট করবে, তা নতুন কিছু নয়। তবে এই মেলায় যে সমস্ত ফুলের দর্শন মিলবে হয়ত সাধারণ ভাবে আমরা ফুলের সৌন্দর্যের কাছে যতটুকু পরিচয় তার থেকেও কয়েক গুণ বেশি এই মেলার ফুল। তা থেকে আরও বেশি করে যেন ফুলের প্রতি আকর্ষণ বাড়ছে মানুষের। হাওড়া ফুল মেলায় নানা রঙ ও নানা রকমের ফুলের রানী গোলাপ দেখা মিলবে। গোলাপ ছাড়াও বাগনা বিলাস, চন্দ্রমল্লিকা ডালিয়া সহ নানা ধরনের ফুল। এবার এই ফুল মেলার অন্যতম আকর্ষণ হল ক্যাকটাস। লক্ষাধিক টাকা মূল্যের ক্যাকটাস রয়েছে এবারের ফুল মেলায়।
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
হাওড়ার ফুলমেলা মানে আকর্ষণীয় ফুল। সেই সঙ্গে ফল সবজির গাছ, বাহারি গাছ এবং বনসাই এর মত আকর্ষণ। প্রতিবছর মানুষের আকর্ষণ বেড়েই চলেছে ফুল মেলায়। এবার ৯ জানুয়ারি থেকে শুরু হয়ে আগামী ১২ই জানুয়ারি পর্যন্ত চার দিন এই ফুল মেলার আসর থাকবে হাওড়া শহরে। কংক্রিটের শহরে যেন প্রাণের সঞ্চারের মত এই ফুলমেলা। হাওড়া শহরবাসীর ভাল লাগার উৎসব বা অনুষ্ঠানের মধ্যে অন্যতম এই ফুলের উৎসব। প্রতিবছর শহরবাসী অপেক্ষায় থাকেন। ফুলমেলা শেষ হলে আবার দিন গনা শুরু করে আগামী ফুলমেলা শুরুর। এবার ফুল মেলার উদ্বোধন থেকেই জমজমাট। সপ্তম ফুল মেলার উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন, মন্ত্রী অরূপ রায়, মিস ইন্ডিয়া অদ্রিজা রায়চৌধুরী, অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায়, রেখা মৈত্র মেলা কমিটির সম্পাদক শ্যামল মিত্র সহ অন্যান্যরা।
advertisement
advertisement
আরও পড়ুন: Kolkata Bus Accident: কলকাতায় বাস দুর্ঘটনা! পথচারীদের ধাক্কা মিনিবাসের, মৃত ১, আহত বহু! রক্তে ভাসল চারপাশ
এ প্রসঙ্গে ফুল মেলার সম্পাদক শ্যামল মিত্র জানান, হাওড়ার ফুলমেলা সারা বাংলা জুড়ে সুনাম পেয়েছে। হাজারো গাছ রয়েছে এই ফুল মেলায়। এবারের অন্যতম আকর্ষণ ক্যাকটাস। হাওড়ার ফুলমালা মানে শুধু আকর্ষণীয় ফুলেই শেষ নয়। হাওড়ার মানুষের কাছে এই ফুলমালা মানে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়াও ফুলমেলা উপলক্ষে সাংস্কৃতিক জগতে হাওড়ার প্রতিভাবান মানুষদের সংবর্ধনা।
advertisement
রাকেশ মাইতি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 11, 2025 10:24 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah News: কয়েক লক্ষ টাকা মূল্যের ক্যাকটাস! এবার হাওড়া ফুল মেলার অন্যতম আকর্ষণ
