Howrah News: দেখতে অনেকটা...! ২২ গজে অলরাউন্ডার, কে বলবে ইনি একজন অফিসে কাজ করা বিডিও

Last Updated:

ব্যাট বল হাতে নামলেন বিডিও, ২২ গজে যা খেল দেখালেন, রীতিমত অবাক করা।

+
ব্যাট

ব্যাট হাতে মাঠে নামলেন বিডিও

হাওড়া: ব্যাটে হাঁকালেন ছয়, বল করে উইকেট। কাজের ময়দানে থেকেও খেলার মাঠেও হিট জগৎবল্লভপুর বিডিও! বিডিও অফিসের আধিকারিকদের ও কর্মীদের সঙ্গে খেলায় অংশগ্রহণ করেন স্থানীয় পঞ্চায়েত প্রধানও। জগৎবল্লভপুর বিডিও দলের নেতৃত্বে ব্লক সমষ্টি আধিকারিক উৎপল দাসমহুরি। ১১ জনের দলে রয়েছেন জগৎবল্লভপুর পঞ্চায়েত সমিতির সদস্য থেকে আধিকারিক ও পঞ্চায়েত প্রতিনিধি। প্রতিদিনের নিজেদের কাজের দায়িত্ব মতই খেলার মাঠে ব্যাটে বলে দায়িত্ব পালন সকলের। বিপক্ষের ব্যাট থেকে ছিটকে পড়া বল আটকাতে ঝাঁপিয়ে পড়ল মাঠে। সকলে একত্রিত হয়ে দলের লড়াইয়ে জগৎবল্লভপুর বিডিও টেনিস ক্রিকেট দল।
এদিন সকাল থেকে খেলার উত্তেজনার পারদ ছিল চোখে পড়ার মত। হাওড়া ডিস্ট্রিক প্রেসক্লাব ও জগৎবল্লভপুর বিডিও অফিসের সদস্যদের মধ্যে বন্ধুত্বপূর্ণ একটি টেনিস ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। বন্ধুত্বপূর্ণ ম্যাচ হলেও শুরু থেকে শেষ পর্যন্ত দারুণ উত্তেজনার মধ্য দিয়ে খেলা সম্পূর্ণ হয়। জগৎবল্লভপুর বিডিও ক্রিকেট দল এই খেলায় জয়লাভ করে। ১২ ওভারের খেলার প্রথম ইনিংসে জগৎবল্লভপুর বিডিও ক্রিকেট দল ২০৯ রান সংগ্রহ করে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরু থেকে লড়াইয়ে থাকে হাওড়া ডিসটিক প্রেসক্লাবের ক্রিকেট দল। যদিও শেষ মুহূর্তে পরাজয় স্বীকার করতেই হয়। ম্যাচের প্রায় শেষ পর্যন্ত জারি ছিল লড়াই। ১২ ওভার শেষে হাওড়া ডিসট্রিক্ট প্রেসক্লাবের সংগৃহীত রান ১৭০ পার করে।
advertisement
advertisement
ব্লক সমষ্টি আধিকারিক ব্যাট বল হাতে মাঠ কাঁপাচ্ছেন। এমন ঘটনা গোটা জেলায় বিরল। তাই এদিনের এই খেলা সাধারণ মানুষও উৎসাহের সঙ্গে উপভোগ করলেন বিডিও ও সাংবাদিকদের টেনিস ক্রিকেট ম্যাচ। হাওড়ার জগৎবল্লভপুর ব্লকের অন্তর্গত রামপুর খেলার মাঠে এই টেনিস ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। ছুটির দিন হাওড়ার জগৎবল্লভপুর ব্লকে ঘটে গেল এক স্মরণীয় ঘটনা।
advertisement
এ প্রসঙ্গে জগৎবল্লভপুর বিডিও উৎপল দাসমুহুরী জানান, “অবসর সময়ে এই ধরনের খেলা আরও বেশি করে কর্ম ক্ষমতা যোগাবে। আর দলবদ্ধ ভাবেই যেভাবে খেলার মাঠে সকলের প্রদর্শন উপস্থিতি এবং আপ্রাণ চেষ্টায় জয়লাভ। সেই দিক গুরুত্ব রেখে কাজের ময়দানেও দলগতভাবে দ্রুত গতিতে কাজ এগোবে।”
advertisement
হাওড়া ডিস্ট্রিক্ট প্রেসক্লাবের সভাপতি সঞ্জয় সিং জানান, “এখানে হার-জিত মূল বিষয় নয়। আসলে আমরা সকলে একটি পরিবারের মত। যাতে সকলের সঙ্গে সুখ সম্পর্ক বজায় থাকে এইদিক গুরুত্ব রেখেই এই খেলার আয়োজন। এটি একটি বন্ধুত্বপূর্ণ ম্যাচ। আমরা আশা রাখি, এর মাধ্যমে কাজের দিক আরও সহজ হবে।”
রাকেশ মাইতি
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah News: দেখতে অনেকটা...! ২২ গজে অলরাউন্ডার, কে বলবে ইনি একজন অফিসে কাজ করা বিডিও
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement