Unseen Snake in Bengal: বাপ রে বাপ, এই সাপও দেখা গেল বাংলায়, বিবর্ণ এই সাপ দেখে আতঙ্কে দাঁড়িয়ে গেল রোমকূপ

Last Updated:
Rare Snake: পশ্চিমবঙ্গে এই সাপও রয়েছে! না চোখে দেখলে বিশ্বাস হত না, হাওড়ায় দেখা মিলল বিরল রঙের উদয়কাল সাপ!
1/5
হাওড়ায় দেখা মিলল বিরল সাপ, উদ্ধার অ্যালবিনো কুপরি বা উদয়কাল সাপ! হাওড়া জেলার শ্যামপুর থানার দুই নম্বর ব্লকের ডিহিমণ্ডল ঘাট এলাকার সাঁইবেড়িয়া গ্রাম থেকে উদ্ধার হলো বিরল অ্যালবিনো কুকরি বা উদয়কাল সাপ।
হাওড়ায় দেখা মিলল বিরল সাপ, উদ্ধার অ্যালবিনো কুপরি বা উদয়কাল সাপ! হাওড়া জেলার শ্যামপুর থানার দুই নম্বর ব্লকের ডিহিমণ্ডল ঘাট এলাকার সাঁইবেড়িয়া গ্রাম থেকে উদ্ধার হলো বিরল অ্যালবিনো কুকরি বা উদয়কাল সাপ।
advertisement
2/5
এটি একটি নির্বিষ সাপ। সাধারণ রঙ এর থেকে একেবারে আলাদা ধবধবে সাদা রঙ। এই সাপ ভারত ছাড়াও বাংলাদেশ মায়ানমার ভিয়েতনাম চীন সহ এই সমস্ত দেশে পাওয়া যায়।
এটি একটি নির্বিষ সাপ। সাধারণ রঙ এর থেকে একেবারে আলাদা ধবধবে সাদা রঙ। এই সাপ ভারত ছাড়াও বাংলাদেশ মায়ানমার ভিয়েতনাম চীন সহ এই সমস্ত দেশে পাওয়া যায়।
advertisement
3/5
হাওড়ার শ্যামপুর ব্লকের সাঁইবেড়িয়া গ্রামের কলেজ ছাত্র শুভাশিস মণ্ডল বাড়ির কাছে মাটি খোঁড়া ও ইট সরানোর সময় দুটি সাপ দেখতে পান। এর আগে গ্রামে বিষধর ও নির্বিশেষ বহু ধরনের সাপ দেখা গেলেও এমন সাদা সাপ এই প্রথম দেখা মেলে।
হাওড়ার শ্যামপুর ব্লকের সাঁইবেড়িয়া গ্রামের কলেজ ছাত্র শুভাশিস মণ্ডল বাড়ির কাছে মাটি খোঁড়া ও ইট সরানোর সময় দুটি সাপ দেখতে পান। এর আগে গ্রামে বিষধর ও নির্বিশেষ বহু ধরনের সাপ দেখা গেলেও এমন সাদা সাপ এই প্রথম দেখা মেলে।
advertisement
4/5
সাপটি দেখা মাত্র শুভাশিস যোগাযোগ করে ওয়াইল্ড লাইফ অফ শ্যামপুর গ্রুপের সদস্য, পরিবেশ কর্মী অভীক মাইতির সাথে। অভীক মাইতি পৌঁছে দেখে দুটি উদয়কাল বা common kukri সাপ। একটি উদয়কাল সাপ স্বাভাবিক রঙের হলেও , অপর একটি উদয়কাল সাপ সাদা রঙের, অর্থাৎ অ্যালবিনো।
সাপটি দেখামাত্র শুভাশিস যোগাযোগ করে ওয়াইল্ড লাইফ অফ শ্যামপুর গ্রুপের সদস্য, পরিবেশ কর্মী অভীক মাইতির সাথে। অভীক মাইতি পৌঁছে দেখে দুটি উদয়কাল বা common kukri সাপ। একটি উদয়কাল সাপ স্বাভাবিক রঙের হলেও , অপর একটি উদয়কাল সাপ সাদা রঙের, অর্থাৎ অ্যালবিনো।
advertisement
5/5
সাপগুলিড়ে দেয়া হয়। এ প্রসঙ্গে বন্যপ্রাণ সংরক্ষণকারী চিত্রক প্রামানিক বলেন, উদয়কাল সাপ একটি নির্বিষ সাপ।উদয়কাল সাপ বিরল নয়। কিন্তু অ্যালবিনো উদয়কাল বা কুকরি সাপ দেখা যায় না। অ্যালবিনিশম্ একটি জেনেটিক মিউটেশন। প্রানী জগতে অ্যালবিনিশিম্ বা পিগমেন্টেশন্ এর অভাবে দেহের ত্বকের রঙ ফ্যাকাশে বা সাদা হয়ে যায়। লিউশিজিম্ এর জন্য চোখের রঙ কালো থাকলেও অ্যালবিনো প্রানীর চোখের রঙ লাল হয়।
সাপগুলিড়ে দেয়া হয়। এ প্রসঙ্গে বন্যপ্রাণ সংরক্ষণকারী চিত্রক প্রামানিক বলেন, উদয়কাল সাপ একটি নির্বিষ সাপ।উদয়কাল সাপ বিরল নয়। কিন্তু অ্যালবিনো উদয়কাল বা কুকরি সাপ দেখা যায় না। অ্যালবিনিশম্ একটি জেনেটিক মিউটেশন। প্রানী জগতে অ্যালবিনিশিম্ বা পিগমেন্টেশন্ এর অভাবে দেহের ত্বকের রঙ ফ্যাকাশে বা সাদা হয়ে যায়। লিউশিজিম্ এর জন্য চোখের রঙ কালো থাকলেও অ্যালবিনো প্রানীর চোখের রঙ লাল হয়।
advertisement
advertisement
advertisement