Unseen Snake in Bengal: বাপ রে বাপ, এই সাপও দেখা গেল বাংলায়, বিবর্ণ এই সাপ দেখে আতঙ্কে দাঁড়িয়ে গেল রোমকূপ
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
Rare Snake: পশ্চিমবঙ্গে এই সাপও রয়েছে! না চোখে দেখলে বিশ্বাস হত না, হাওড়ায় দেখা মিলল বিরল রঙের উদয়কাল সাপ!
advertisement
advertisement
advertisement
advertisement
সাপগুলিড়ে দেয়া হয়। এ প্রসঙ্গে বন্যপ্রাণ সংরক্ষণকারী চিত্রক প্রামানিক বলেন, উদয়কাল সাপ একটি নির্বিষ সাপ।উদয়কাল সাপ বিরল নয়। কিন্তু অ্যালবিনো উদয়কাল বা কুকরি সাপ দেখা যায় না। অ্যালবিনিশম্ একটি জেনেটিক মিউটেশন। প্রানী জগতে অ্যালবিনিশিম্ বা পিগমেন্টেশন্ এর অভাবে দেহের ত্বকের রঙ ফ্যাকাশে বা সাদা হয়ে যায়। লিউশিজিম্ এর জন্য চোখের রঙ কালো থাকলেও অ্যালবিনো প্রানীর চোখের রঙ লাল হয়।
