Howrah Accident: হাওড়ায় ভয়াবহ বাস দুর্ঘটনায় জখম কমপক্ষে ১২ জন!
- Published by:Pooja Basu
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
সোমবার হাওড়ায় বাস দুর্ঘটনা আহত কমপক্ষে ১০-১২ জন যাত্রী, কলকাতার দিক থেকে ছুটে আসা একটি যাত্রী বোঝাই বাস অন্য একটি বাসের পিছনে ধাক্কা
হাওড়া: হাওড়ায় বাস দুর্ঘটনায় জখম কমপক্ষে ১২ জন! সোমবার সপ্তাহের শুরু, তখন সকলে ব্যস্ত অফিস মুখী। সেই সময়ে ১৬ নম্বর জাতীয় সড়কে বাস দুর্ঘটনায় আহত একাধিক। ঘটনাটি ঘটে ডোমজুড়ের অঙ্কুরহাটি চেকপোস্ট থেকে সামান্য দূরত্বে। বাসে থাকা পুরুষ মহিলা উভয় মিলে রক্তাত্ব প্রায় ১২ জন যাত্রী।
পুলিশ সূত্রে খবর, একটি বেসরকারি বাস কলকাতার দিক থেকে উলুবেড়িয়া অভিমুখে যাওয়ার পথেই দুর্ঘটনা। একটি ধুলাগড়-শিয়ালদহ বাস ধুলাগড় আসছিল। সেই সময় কলকাতার দিক থেকে শ্যামবাজার-বাগনান রুটের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পিছনে ধাক্কা মারে।
আরও পড়ুনDigha News: দিঘায় হল মহা সর্বনাশ! সমুদ্রের উথাল পাথাল ঢেউয়ে যা হল…
এই ঘটনায় কমপক্ষে ১২ জন যাত্রী আহত হয়। তাদের অনেকের মাথা ফেটে যায়, হাতে, পায়ে এবং বুকে আঘাত পায়। ঘটনাস্থলে ছুটে আসে ডোমজুড় থানার পুলিশ। আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ডোমজুড় গ্রামীণ হাসপাতালে। জানা যায় সেখানে বেশিরভাগ যাত্রীকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও দুজনের আঘাত গুরুতর। এদিকে দুর্ঘটনা গ্রস্থ বাস দুটিকে পুলিশ আটক করে। দুই বাস চালককে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। রেষারিষির জেরেই এই দুর্ঘটনা। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
advertisement
advertisement
রাকেশ মাইতি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 29, 2024 3:26 PM IST