Digha News: দিঘায় হল মহা সর্বনাশ! সমুদ্রের উথাল পাথাল ঢেউয়ে যা হল...
- Reported by:Saikat Shee
- hyperlocal
- Published by:Pooja Basu
Last Updated:
ঘটনা ঘিরে রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে সৈকত শহরে। বারে বারে সমুদ্রে স্নান করতে নেমে প্রাণ হারাচ্ছেন পর্যটকেরা।
আবারও দিঘা সমুদ্র স্নান করতে নেমে তলিয়ে মৃত্যু হল পর্যটকের। ঘটনাঘিরে রীতিমতচাঞ্চল্য ছড়িয়েছে সৈকত শহরে। বারে বারে সমুদ্রে স্নান করতে নেমে প্রাণ হারাচ্ছেন পর্যটকেরা। ওল্ড দিঘা ও নিউ দিঘায় সমুদ্রে পর্যটকদের ভিড়। সকাল থেকে সমুদ্রের ধারে ভিড় করছেন পর্যটকরা। জোয়ারের সময়টুকু বাদ দিয়ে দিঘায় সমুদ্রস্নানে মাতছেন তাঁরা। রবিবার সেই সমুদ্রস্নানে নেমেই তলিয়ে যান এক পর্যটক। আর তাতেই চাঞ্চল্য ছড়ায় দিঘা জুড়ে। (সৈকত শী)
advertisement
ঘটনাটি ঘটে রবিবার বিকেল ৫ টার পর ওল্ড দিঘার সী-হক ঘোলা ঘাটের কাছে সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে যায় বছর ২৮ এর এক পর্যটক। পর্যটকদের চিৎকার শুনে ছুটে যায় সিভিল ডিফেন্সের নুলিয়া কর্মীরা। পর্যটকে উদ্ধার করে দিঘা রাজ্য সাধারণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসকরা মৃত ঘোষণা করে। মৃত পর্যটকের নাম দীপঙ্কর নন্দী। বাড়ি ব্যারাকপুরের টিটাগড়ে।
advertisement
প্রতিবেশীদের সঙ্গে শুক্রবার দিন বাসে করে দিঘায় বেড়াতে আসে। জানা যায় ঐ পর্যটক দল বৃহস্পতিবার বাড়ি থেকে দিঘার উদ্দেশ্যে রওনা হয়। শুক্রবার সকালে দিঘায় পৌঁছায়। ঐ পর্যটক দলের সঙ্গেই দিঘায় বেড়াতে আসেন দীপঙ্কর নন্দী। দু'দিন চুটিয়ে সমুদ্র উপভোগ করেন। রবিবার সমুদ্র উত্তাল থাকায় সকাল থেকেই সমুদ্র স্নানে নিষেধাজ্ঞা জারি ছিল। বিকেলের পর সমুদ্র স্নানে দীপঙ্কর নন্দী সহ তাঁর সঙ্গে আসা পর্যটকেরা। আর তাতেই বিপত্তি ঘটে।
advertisement
advertisement







