Hoogly News: ১০০ টাকার জন্য থেঁতলে খুন! যুগলকে যাবজ্জীবন কারাদণ্ড হুগলির আদালতের
- Published by:Tias Banerjee
- local18
- Reported by:Koushik Adhikary
Last Updated:
Hoogly News: হুগলিতে মহম্মদ আনোয়ার খুনের মামলায় কৃষ্ণা বাউল দাস ও লক্ষ্মী রায়কে যাবজ্জীবন কারাদন্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা, মৃতের মাকে দুই লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ।
হুগলিঃ সামান্য টাকার জন্য যাবজ্জীবন কারাদন্ড হল যুগলের। জানা গিয়েছে, গত ৭ই জুন ২০১৯ সালে রাত তিনটে নাগাদ মগড়া কাঁটাপুকুর এলাকায় একটি দোকানের সামনে রক্তাক্ত, জখম অবস্থায় পড়ে থাকতে দেখা যায় মহম্মদ আনোয়ার (২৩) কে। তাঁর বাড়ি মগড়াগঞ্জ নতুনগ্রাম এলাকায়। সন্ধ্যার পর থেকে তাঁর খোঁজ মিলছিল না। টহলদারি পুলিশ ওই যুবককে পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। মৃত যুবককে উদ্ধার করে মগড়া গ্রামীন হাসপাতালে নিয়ে যায় পুলিশ। মৃত আনোয়ারের মামা রঞ্জিত সাউ পরদিন থানায় অভিযোগ করেন নির্দিষ্ট করে কৃষ্ণা বাউল দাস ও লক্ষ্মী রায়ের বিরুদ্ধে।
advertisement
পুলিশ সূত্রে জানা যায়, লক্ষ্মী রায় একশো টাকা পেতেন আনোয়ারের কাছে। সেই টাকা চাওয়া নিয়ে বচসা চলার সময় লক্ষ্মীর সঙ্গী কৃষ্ণা মাথায় আদলা ইট দিয়ে থেঁতলে খুন করে আনোয়ারকে বলে অভিযোগ। তার পর দু’জনে পালিয়ে যায়। দু’জনের বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। যেখানে ঘটনা ঘটেছিল সেখানে এক নিরাপত্তা রক্ষী অভিযুক্ত যুগলকে আনোয়ারের সঙ্গে বচসা করতে দেখেছিলেন। সেই সূত্র ধরে পুলিশ দু’জনকে গ্রেফতার করে। যারা দু’জনেই যুগল ছিল।
advertisement
আজ চুঁচুড়া আদালতের অতিরিক্ত জেলা দায়রা বিচারক সঞ্জয় কুমার শর্মা অভিযুক্ত দীর্ঘদিন মামলা চলার পর মোট ২৪ জনের স্বাক্ষ্য গ্রহণের ভিত্তিতে দু’জনকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদন্ডের নির্দেশ দেন তিনি। এছাড়াও দু’জনকে পাঁচ হাজার টাকা জরিমানা করে আদালত। পাশাপাশি, মৃত যুবকের মাকে দুই লক্ষ টাকা ক্ষতিপূরন দেওয়ার নির্দেশ দেন।
হুগলি জেলা সরকারি আইনজীবী শংকর গাঙ্গুলী বলেন, ২৪ জনের স্বাক্ষ্য প্রমানের ভিত্তিতে অভিযুক্ত দু’জনকে দোষী সাব্যস্ত করে ৫হাজার টাকা জরিমানার নির্দেশ দেন মহামান্য বিচারক।
advertisement
যদিও কৃষ্ণা বাউল দাস আদালত থেকে বের হওয়ার সময় জানিয়েছেন, আমাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। লক্ষ্মীর সঙ্গে আমার সম্পর্ক ছিল। কিন্তু আমাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Hugli,West Bengal
First Published :
December 02, 2025 10:34 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hoogly News: ১০০ টাকার জন্য থেঁতলে খুন! যুগলকে যাবজ্জীবন কারাদণ্ড হুগলির আদালতের

