Hooghly News: কোরিয়ান স্ট্রিট ফুড এখন পাওয়া যাচ্ছে হুগলির কোন্নগরে! জয় জয় বলছেন খাদ্য রসিকরা
- Published by:Sanjukta Sarkar
- hyperlocal
- Reported by:Rahi Haldar
Last Updated:
Hooghly News: হুগলিতে এসেছে এবার কোরিয়ান ফুড 'পপ আপ এগ রোল'! এই রোল শুধু খেতেই অভাবনীয় নয় এর তৈরি হওয়া দেখতেও অসাধারণ। ডিম চিকেন সসেজ দিয়ে তৈরি কোরিয়ান এই স্ট্রিট ফুড এবার পাওয়া যাচ্ছে হুগলির কোন্নগরে।
হুগলি: হুগলিতে এসেছে এবার কোরিয়ান ফুড ‘পপ আপ এগ রোল’! এই রোল শুধু খেতেই অভাবনীয় নয় এর তৈরি হওয়া দেখতেও অসাধারণ। ডিম চিকেন সসেজ দিয়ে তৈরি কোরিয়ান এই স্ট্রিট ফুড এবার পাওয়া যাচ্ছে হুগলির কোন্নগরে। মাত্র ৫০ টাকায় হেলদি এবং টেস্টে অনবদ্য এই খাবার মন জয় করেছে খাদ্য রসিকদের।
কোন্নগর বইমেলায় বাইরে বসেছে বিভিন্ন খাবার স্টল। সেখানেই পাওয়া যাচ্ছে এই স্পেশাল কোরিয়ান স্ট্রিট ফুড টি। এর জন্য প্রয়োজন একটি বিশেষ যন্ত্রের। যার নাম পপ আপ মেশিন। সেখানেই একটি কাঠির মধ্যে চিকেন সসেজ গুঁজে, মেশিনের মধ্যে অল্প একটু তেল দিয়ে তার মধ্যে ডিম ফাটিয়ে দিয়ে দিতে হচ্ছে। তারপরেই ঠিক যেভাবে অমলেট তৈরি হয় সেভাবে তৈরি হচ্ছে এই পপ আপ এগ রোল।
advertisement
advertisement
পপা আপ নাম হওয়ার কারণ, যখনই এই এগ রোল তৈরি হয়ে যাচ্ছে তা নিজে থেকেই পপ আপ করে মেশিনের ভেতর থেকে বেরিয়ে আসছে। তার উপরে অল্প একটু চাট মসলা সঙ্গে মেয়োনিজ দিয়ে পরিবেশন করা হচ্ছে। যা একদিকে খেতে অনবদ্য। তার সঙ্গে হেলদি খাবারও।
advertisement
এই বিষয়ে বিক্রেতা বলেন, এই অভিনব খাবার শুধু খেতেই সুস্বাদু নয়, এর তৈরি হওয়া দেখতেও ভিড় জমাচ্ছেন মানুষজন। তারা প্রথমে খাওয়ার আগে কী ভাবে তৈরি হচ্ছে সেটা দেখছেন। যেহেতু এটি একদম নতুন ধরনের খাবার প্রথমে মানুষজন সেই বিষয়ে জানছেন তারপরে একবার খেলে বাড়ির জন্য অবশ্যই একটি করে নিয়ে যাচ্ছেন।
advertisement
রাহী হালদার
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 11, 2025 7:35 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: কোরিয়ান স্ট্রিট ফুড এখন পাওয়া যাচ্ছে হুগলির কোন্নগরে! জয় জয় বলছেন খাদ্য রসিকরা