Bula Choudhury: পদ্মশ্রী বুলা চৌধুরীর বাড়িতে চুরির হ্যাটট্রিক! পুলিশি পাহারা টপকে জানলার গ্রিল কেটে এ কী কাণ্ড! লণ্ডভণ্ড ঘর
- Published by:Nayan Ghosh
- local18
Last Updated:
Bula Choudhury House Theft: ফের সাঁতারু বুলা চৌধুরীর বাড়িতে চুরি। খোওয়া গিয়েছে কিছু জামা কাপড়, কিছু মেমেন্টো।
উত্তরপাড়া, হুগলি: হ্যাটট্রিক করার পরেও যেন থামছে না চোর। ফের সাঁতারু বুলা চৌধুরীর বাড়িতে চুরি। পদ্মশ্রী সাঁতারু বুলা চৌধুরীর বাড়িতে থেকে ফের কিছু জামা কাপড়, কিছু মেমেন্টো খোওয়া গিয়েছে বলে খবর। উল্লেখ্য, গত ১৫ আগস্ট তাঁর বাড়িতে চুরি হয়েছিল পদ্মশ্রী রেপ্লিকা সহ একাধিক মূল্যবান সামগ্রী।
সেই ঘটনার পর রীতিুমতো শোরগোল পড়ে যায় এলাকায়। পুলিশ তদন্তে নেমে অভিযুক্তদের গ্রেফতার করে।মেডেল ও চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করে তুলে দেওয়া হয় পদ্মশ্রী সাঁতারুর হাতে। কিন্তু সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও একই বাড়িতে হানা দিল চোরের দল।
আরও পড়ুন: আলুক্ষেতে বড় শিকারের ছক দুষ্কৃতীদের, লোহার খাঁচায় ছটফট করছিল জ্যান্ত টোপ! প্ল্যান ভেস্তে দিল বন দফতর
জানা গিয়েছে, এবার জানলার গ্রিল কেটে ঘরে ঢুকে সর্বস্ব লুট করে নিয়ে যায় দুষ্কৃতীরা। এবিষয়ে বুলা চৌধুরী বলেন, ভাইয়ের বাড়িতে পুজো ছিল। তাই গিয়েছিলাম। ঘরে ঢুকে দেখি তছনছ অবস্থা। উপর নীচে তালা দেওয়া ছিল। নীচের ঘরের একটা কাঠের জানলা ভেঙে গ্রীল কেটে ঘরে ঢুকেছে। আলমারি ভেঙেছে।
advertisement
advertisement
আরও পড়ুন: পকেটের জোর কম, দামি বাইক স্বপ্ন! পাতি সাইকেলে লাদাখ ট্রিপ, রাস্তাই এখন ঘর-বাড়ি!
এবিষয়ে তিনি আরও বলেন, পুলিশ পাহারার ব্যবস্থা ছিল। তা সত্ত্বেও কীভাবে এই চুরি সংঘটিত হল, তা বুঝতে পারছি না। এই বাড়িতে এত স্মৃতি, খুব খারাপ লাগছে। সমাজে দারিদ্র্যতা বেড়ে গিয়েছে। তাই বারবার এরকম হচ্ছে। পুলিশ পাহাড়া দেয় রাতে। পুলিশ থাকা সত্ত্বেও কী করে চুরি হল, এটাই প্রশ্ন। ইতিমধ্যে উত্তরপাড়া থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। অন্যদিকে প্রাক্তন সাঁতারুর বাড়ি ও উত্তরপাড়ার নিরাপত্তা ব্যবস্থা নিয়েও নতুন করে প্রশ্নের মুখে পুলিশ প্রশাসন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Hugli,West Bengal
First Published :
Jan 03, 2026 8:00 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bula Choudhury: পদ্মশ্রী বুলা চৌধুরীর বাড়িতে চুরির হ্যাটট্রিক! পুলিশি পাহারা টপকে জানলার গ্রিল কেটে এ কী কাণ্ড! লণ্ডভণ্ড ঘর











