East Bardhaman News: আলুক্ষেতে বড় শিকারের ছক দুষ্কৃতীদের, লোহার খাঁচায় ছটফট করছিল জ্যান্ত টোপ! প্ল্যান ভেস্তে দিল বন দফতর

Last Updated:

East Bardhaman News: জঙ্গল লাগোয়া আলুখেতের পাশে পাতা একটি লোহার খাঁচা ঘিরে চাঞ্চল্য ছড়াল আউশগ্রামে। 

লোহার খাঁচা 
লোহার খাঁচা 
আউশগ্রাম, পূর্ব বর্ধমান, বনোয়ারীলাল চৌধুরী: জঙ্গল লাগোয়া আলুখেতের পাশে পাতা একটি লোহার খাঁচা ঘিরে চাঞ্চল্য ছড়াল আউশগ্রামে। মুরগিকে টোপ হিসেবে ব্যবহার করে বড় কোনও বন্যপ্রাণী ধরার উদ্দেশেই ওই খাঁচাটি পেতে রাখা হয়েছিল বলে প্রাথমিকভাবে অনুমান বন দফতরের। স্থানীয় এলাকা থেকে খবর পেয়ে তৎপরতা শুরু করে বনবিভাগ। আউশগ্রামের আদুরিয়া বিটের আধিকারিক পিনাকী ভট্টাচার্যের নেতৃত্বে বনকর্মীদের একটি দল অজয় নদ তীরবর্তী পল্লীশ্রী গ্রামের কুড়াল এলাকার মাঠে অভিযান চালায়। অভিযানে গিয়ে জঙ্গল সংলগ্ন আলুখেতের পাশে পাতা একটি বড়সড় লোহার খাঁচা উদ্ধার করা হয়।
খাঁচার ভিতরে একটি মুরগি রাখা ছিল, যা স্পষ্টতই টোপ হিসেবে ব্যবহার করা হচ্ছিল। বনকর্মীরা সঙ্গে সঙ্গেই খাঁচা ও মুরগিটি বাজেয়াপ্ত করেন। খাঁচার গঠন ও আকার দেখে বনদফতরের আধিকারিকের ধারণা, এটি কোনও ছোট প্রাণীর জন্য নয়, বরং বড় কোনও বন্যপ্রাণী ধরার লক্ষ্যেই ফাঁদটি পাতা হয়েছিল। বনবিভাগ সূত্রে জানা গিয়েছে, স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পাওয়ার পরই কুড়াল গ্রামের পাশের ওই মাঠে তল্লাশি চালানো হয়। কারা এই খাঁচাটি ফাঁদ হিসেবে রেখে গিয়েছিল, তা জানতে তদন্ত শুরু হয়েছে।
advertisement
আরও পড়ুন: পকেটের জোর কম, দামি বাইক স্বপ্ন! পাতি সাইকেলে লাদাখ ট্রিপ, রাস্তাই এখন ঘর-বাড়ি!
আশপাশের এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গেও কথা বলা হচ্ছে। পাশাপাশি গোটা বিষয়টি নিয়ে পুলিশকে লিখিতভাবে জানানো হয়েছে। এই প্রসঙ্গে আদুরিয়া বিটের বন আধিকারিক পিনাকী ভট্টাচার্য বলেন, “শুয়োর, হেরোল কিংবা শেয়াল ধরার জন্য সাধারণত এই ধরনের খাঁচা ব্যবহার করে চোরা শিকারিরা। তবে ঠিক কোন প্রাণী ধরার উদ্দেশ্যে এই খাঁচা পাতা হয়েছিল, তা তদন্ত ছাড়া নিশ্চিত করে বলা সম্ভব নয়। তবে খাঁচার ধরন দেখে এটা স্পষ্ট, বড় কোনও প্রাণী ধরার পরিকল্পনা ছিল।”
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তিনি আরও জানান, চোরা শিকারিরা অনেক সময় নিজেদের খাওয়ার জন্য কিংবা অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যেও এই ধরনের ফাঁদ পেতে থাকে। দু’টোরই সম্ভাবনা রয়েছে। বন আধিকারিক আরও বলেন, “আমরা পুরো বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করছি। তদন্ত সম্পূর্ণ হলেই সবটা পরিষ্কার হবে। চলতি বছরে এই এলাকায় এভাবে রেডিমেড খাঁচা পেতে চোরা শিকারের ঘটনা এই প্রথম।” এই ঘটনাকে কেন্দ্র করে জঙ্গল সংলগ্ন এলাকায় চোরা শিকার নিয়ে উদ্বেগ বেড়েছে। ফলে আগামী দিনে এই ধরনের ঘটনা রুখতে বনবিভাগের পক্ষ থেকে নজরদারি আরও বাড়ানো হবে বলেও জানানো হয়েছে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Bardhaman News: আলুক্ষেতে বড় শিকারের ছক দুষ্কৃতীদের, লোহার খাঁচায় ছটফট করছিল জ্যান্ত টোপ! প্ল্যান ভেস্তে দিল বন দফতর
Next Article
advertisement
Mausam Noor: 'বাংলায় পরিবর্তন চাই!' সাংসদ পদও ছাড়ছেন, কংগ্রেসে ফিরে আর কী বললেন মৌসম নূর?
'বাংলায় পরিবর্তন চাই!' সাংসদ পদও ছাড়ছেন, কংগ্রেসে ফিরে আর কী বললেন মৌসম নূর?
  • কংগ্রেসে ফিরলেন মৌসম নূর৷

  • দিল্লিতে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান৷

  • 'বাংলায় পরিবর্তন চাই', বললেন মৌসম৷

VIEW MORE
advertisement
advertisement