New Year Weekend Trip: নিউ ইয়ারে উইকএন্ড ট্রিপে তারাপীঠ, কাঁড়িকাঁড়ি টাকা খরচ করতে চাইছেন না, রইল সস্তায় রাত কাটানোর ঠিকানা
- Reported by:Souvik Roy
- hyperlocal
- Published by:Debalina Datta
Last Updated:
New Year Weekend Trip: আপনি অল্প টাকার বিনিময়ে তারাপীঠ এসে হোটেল খুঁজছেন! তাহলে জেনে নিন বিস্তারিত
বীরভূম: চলছে শীতের মরশুম। তার পাশাপাশি নতুন বছর। আর এই সময় ভ্রমণ পিপাসু বাঙালিরা হাতে এক দুই দিনের ছুটি পেলে বেরিয়ে পড়েন ভ্রমণের জন্য। কেও দীঘা আবার কেও পুরি,দার্জিলিং, অথবা গ্যাংটক। তবে এর মাঝে অনেকে ছুটে আসেন বীরভূমের তারাপীঠ মা তারার মন্দির ভ্রমণের জন্য,অথবা বোলপুর শান্তিনিকেতন ভ্রমণের জন্য। তবে এই সময় যদি নতুন বছরের প্রথম রবিবার বীরভূম এর তারাপীঠ ভ্রমণের জন্য আসেন তাহলে আপনি এই কয়েকটি জায়গায় রাত্রিবাস করতে পারেন। অনেক কম বাজেটের হোটেল মিলবে তারাপীঠ এর এই সমস্ত জায়গায়।
advertisement
প্রসঙ্গত নতুন বছরের প্রথম দিন প্রায় কয়েক লক্ষ পর্যটকদের সমাগম ঘটে তারাপীঠ মন্দির চত্বর জুড়ে। এর পাশাপাশি বনভোজনের আমেজ নিয়ে হাজির হচ্ছেন অনেকেই। মূলত মা তারার কাছে সারা বছর সুখ শান্তিতে কাটানোর জন্য প্রার্থনা নিয়ে মা তারার দর্শনের জন্য ছুটে আসছেন। আর তারাপীঠ এর মধ্যে ছোট বড় মিলিয়ে প্রায় কয়েক হাজার হোটেল রয়েছে। অনেক বড় হোটেলে এই শীতের মরশুমে পর্যটকদের জন্য হোটেল মালিকেরা বিভিন্ন ধরনের ছাড় দিয়ে থাকেন। তবে অনেকই তার থেকেও কম বাজেটের হোটেল খোঁজেন। তাহলে জেনে নিন সেই সমস্ত হোটেলের ঠিকানা।
advertisement
আপনি কলকাতা শিয়ালদহ হাওড়া স্টেশন থেকে সোজা পৌঁছে যেতে পারেন বীরভূমের রামপুরহাট স্টেশন। স্টেশন থেকে পায়ে হেঁটে মাত্র পাঁচ মিনিট এগিয়ে পাঁচমাথা মোড় এর কাছে গেলেই মাত্র ২০ টাকার বিনিময়ে পৌঁছে যেতে পারবেন তারাপীঠ এর দ্বারকা ব্রিজ। স্টেশন থেকে বাইরে এলেই অনেক অটো বা বিক্রম গাড়ি পেয়ে যাবেন তবে তার জন্য আপনাকে মাথা পিছু ৪০-৫০ টাকা দিতে হতে পারে।
advertisement
advertisement








