Krishnendu Narayan Choudhury on Mausam Noor: 'কংগ্রেসে গেলেও মৌসম কাজ করবেন বিজেপি-র হয়ে', দলীয় সাংসদের তৃণমূল-ত্যাগ নিয়ে দাবি কৃষ্ণেন্দুর
- Published by:Ratnadeep Ray
- local18
Last Updated:
Mausam Benazir Noor: মৌসম বেনজির নূরের তৃণমূল দল ত্যাগ করা নিয়ে মুখ খুললেন মালদহের তৃণমূল নেতা তথা ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। দলত্যাগে ক্ষতি হবে না দাবি কৃষ্ণেন্দুর।
সেবক দেবশর্মা, লিপেশ লালা, মালদহ: মৌসম বেনজির নূরের তৃণমূল দল ত্যাগ করা নিয়ে মুখ খুললেন মালদহের তৃণমূল নেতা তথা ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। কৃষ্ণেন্দু নারায়ণের মন্তব্য, “মৌসম বেনজির নূর ভোট ভাগাভাগি করে বিজেপিকে জেতানোর চেষ্টা করবেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ওঁকে তৃণমূলে এনেছিলেন। বিজেপির হয়ে কাজ করবেন মৌসম“।
advertisement
advertisement
পাশাপাশি তৃণমূল নেতা কৃষ্ণেন্দুর দাবি, “মৌসম নূর মানুষের জন্য কোনও কাজ করেননি। ২০০৯ সালে তাঁর মা রুবী নূরের মৃত্যুর পর সুজাপুর বিধানসভার উপনির্বাচনে তাঁর বিরুদ্ধে তৃণমূল কোনও প্রার্থী দেয়নি, তাই জিতেছিলেন মৌসম। ২০০৯ লোকসভা নির্বাচনেও তৃণমূল নেত্রী মৌসমের বিরুদ্ধে প্রার্থী দেননি। এতে সহজে জিতে ছিলেন মৌসাম। তৃণমূল দলে আসার পর ২০১৯ লোকসভা নির্বাচনে হেরে যাওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় ওঁকে রাজ্যসভার সাংসদ করেছিলেন। ও এখন ভাবছে তৃণমূলে থাকলে সংসদ হতে পারবেন না তাই কংগ্রেসে গেলেন। মৌসম এখন লিগাসি বা উত্তরাধিকারের কথা বলছেন। কিন্তু, মানুষের জন্য কী করেছেন?“
advertisement
মৌসমের দলত্যাগ প্রসঙ্গে কৃষ্ণেন্দুর দাবি, এতে তৃণমূলের কোনও ক্ষতি হবে না। বর্তমানে মৌসম বেনজির নূর রাজ্যসভার সাংসদ, ২ এপ্রিল তাঁর সাংসদ পদ শেষ হবে। বর্তমানে কংগ্রেসের কেউই পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার সাংসদ নেই। বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেসে যোগ দেওয়ায় বিধানসভায় প্রার্থী হওয়ারও সম্ভাবনা রয়েছে মৌসমের।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Jan 03, 2026 7:51 PM IST









