SIR Hearing in West Bengal: SIR-এ এই শুনানিই শেষ নয়, এরপর হবে লজিক্যাল ডেসক্রিপ্যান্সির তালিকার ভোটারদের শুনানি! কাদের ডাক পড়বে?

Last Updated:
SIR Hearing in West Bengal: আনম্যাপড ভোটারদের শুনানি শেষ হলেই শুরু হবে লজিক্যাল ডেসক্রিপ্যান্সির তালিকায় থাকা ভোটারদের শুনানি। প্রথম দফায় লজিক্যাল ডেসক্রিপ্যান্সির মধ্যে থাকা একই নামে ছয় জন বা তার বেশি ভোটারের নাম পাওয়া গেছে তাদের শুনানির জন্য ডাকা হবে।
1/5
আনম্যাপড ভোটারদের শুনানি শেষ হলেই শুরু হবে লজিক্যাল ডেসক্রিপন্সির তালিকায় থাকা ভোটারদের শুনানি। প্রথম দফায় লজিক্যাল ডেসক্রিপ্যান্সির মধ্যে থাকা একই নামে ছয় জন বা তার বেশি ভোটারের নাম পাওয়া গেছে তাদের শুনানির জন্য ডাকা হবে। প্রায় ২৪ লক্ষ ভোটার এর নাম এই তালিকায় আছে।
আনম্যাপড ভোটারদের শুনানি শেষ হলেই শুরু হবে লজিক্যাল ডেসক্রিপন্সির তালিকায় থাকা ভোটারদের শুনানি। প্রথম দফায় লজিক্যাল ডেসক্রিপ্যান্সির মধ্যে থাকা একই নামে ছয় জন বা তার বেশি ভোটারের নাম পাওয়া গেছে তাদের শুনানির জন্য ডাকা হবে। প্রায় ২৪ লক্ষ ভোটার এর নাম এই তালিকায় আছে।
advertisement
2/5
আনম্যাপড ভোটারদের শুনানি যখন শেষ হবে জেলায় জেলায় তারপর থেকেই লজিক্যাল ডেসক্রিপন্সির মধ্যে এই তালিকায় থাকা ভোটারদের শুনানি শুরু হবে।
আনম্যাপড ভোটারদের শুনানি যখন শেষ হবে জেলায় জেলায় তারপর থেকেই লজিক্যাল ডেসক্রিপন্সির মধ্যে এই তালিকায় থাকা ভোটারদের শুনানি শুরু হবে।
advertisement
3/5
সেখান থেকে যাদের তথ্যে গরমিল থাকবে তাদের নাম বাদ যেতে পারে বলে জানা গিয়েছে। ইতিমধ্যই এই শুনানি পর্বের প্রস্তুতি শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে জেলাগুলিকে বলেই কমিশন সূত্রে খবর।
সেখান থেকে যাদের তথ্যে গরমিল থাকবে তাদের নাম বাদ যেতে পারে বলে জানা গিয়েছে। ইতিমধ্যই এই শুনানি পর্বের প্রস্তুতি শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে জেলাগুলিকে বলেই কমিশন সূত্রে খবর।
advertisement
4/5
এই লজিক্যাল ডিসক্রিপ্যন্সি ভোটার তালিকায় কত জনের নাম রয়েছে? প্রাথমিক পর্যায়ে ত্রুটির সংখ্যা অর্থাৎ লজিক্যাল ডেসক্রিপ্যান্সির সংখ্যা এক কোটি ৩৬ লক্ষ ছিল। কিন্তু তা কমিয়ে ৯৪.৪৭ লক্ষ করা হয়েছে।
এই লজিক্যাল ডিসক্রিপ্যন্সি ভোটার তালিকায় কত জনের নাম রয়েছে?প্রাথমিক পর্যায়ে ত্রুটির সংখ্যা অর্থাৎ লজিক্যাল ডেসক্রিপ্যান্সির সংখ্যা এক কোটি ৩৬ লক্ষ ছিল। কিন্তু তা কমিয়ে ৯৪.৪৭ লক্ষ করা হয়েছে।
advertisement
5/5
মূলত লজিকাল ডিস্ক্রিপেন্সির তালিকায় থাকা ভোটারদের সংশোধনের জন্য বিএল অ্যাপে অপশন দেওয়া হয়েছিল। তা সংশোধন করার পর লজিক্যাল ডিসক্রিপেন্সির সংখ্যা কমল। প্রসঙ্গত ১৪ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা রাজ্যে প্রকাশিত হবে বলে জানিয়েছে রাজ্য নির্বাচন কমিশন।
মূলত লজিকাল ডিস্ক্রিপেন্সির তালিকায় থাকা ভোটারদের সংশোধনের জন্য বিএল অ্যাপে অপশন দেওয়া হয়েছিল। তা সংশোধন করার পর লজিক্যাল ডিসক্রিপেন্সির সংখ্যা কমল। প্রসঙ্গত ১৪ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা রাজ্যে প্রকাশিত হবে বলে জানিয়েছে রাজ্য নির্বাচন কমিশন।
advertisement
advertisement
advertisement