Child Care Tips: নিজের ছেলের চিকিৎসা দিয়ে শুরু, এবার হাজার হাজার শিশুর কাউন্সেলিং শুরু শিক্ষিকার

Last Updated:

নিজের ছেলেকে সুস্থ করতে চাইল্ড কাউন্সিলিং শেখা! বহু পরিবারের পাশে দাঁড়াচ্ছেন শিক্ষিকা

+
ছাত্রীদের

ছাত্রীদের সঙ্গে শিক্ষিকা

হাওড়া: হাওড়ার তারাসুন্দরী বালিকা বিদ্যালয়ের প্রাথমিক বিভাগের প্রধান শিক্ষিকা এক অনন্য সেবায় নিজেকে ব্রতী করেছেন৷ নিজের ছেলের চিকিৎসা করাতে গিয়ে বিভিন্ন জায়গা থেকে শিক্ষা নেওয়া তারপর বিভিন্ন পরিবারের সেই সব অসহায় পাশে দাঁড়িয়ে শিশুদের সুস্থ করছে তিনি। নিজের স্কুলের ছাত্র-ছাত্রীদের বিভিন্নভাবে সহযোগিতা তো রয়েছে। হাওড়ার বহু স্কুলের ছাত্র-ছাত্রীদের সুস্থ করেছেন। ফলে দিন দিন আরও দায়িত্ব বেড়ে চলেছে তাদের। অসহায় পরিবারের ছেলে মেয়েদের সুস্থ করতে ‘উইস ‘কাউন্সেলিং সেন্টার ১-১৪ বছর পর্যন্ত বাচ্চাদের কাউন্সেলিং শুরু হয়েছে৷
বর্তমান যুগে বাচ্চাদের মধ্যে বেশি সমস্যা দেখা যাচ্ছে মোবাইলের প্রতি আসক্তি৷ গত কয়েক মাস হল,৮ জুলাই থেকে শুরু হয়েছে এই সেন্টার৷ হাওড়া ছাড়াও কলকাতার বিভিন্ন সরকারি বিদ্যালয় গুলোতে ফ্রিতেই এই পরিষেবা দেওয়া হয়। একসময় নিজের ছেলের সমস্যার সমাধান করতে বিভিন্ন প্রান্তে ছুটে বেড়িয়েছেন শিক্ষিকা অর্পিতা ঘোষ রায়। বহু টাকা খরচ করে ছেলেকে সুস্থ করা সম্ভব হয়েছে। তিনি চিন্তা করেন, সাধারণ পরিবারের ছেলে মেয়েদের এমন সমস্যা হলে তারা কিভাবে সুস্থ হবে? মনে এই প্রশ্ন ছিল বরাবর।
advertisement
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
advertisement
ছেলেকে সুস্থ করতে গিয়ে চাইল্ড কাউন্সিলিং এ জ্ঞান অর্জন করতে প্রথমে বই পড়তে শুরু। তারপর প্রশিক্ষণ নেওয়া। বর্তমানে তারা সুন্দরী বালিকা বিদ্যালয়ের প্রাথমিক বিভাগের প্রধান শিক্ষিকা চাইল্ড কাউন্সিলিং এ ডক্টরেট হয়েছেন। সাধারণ ঘরের ছেলেমেয়েদের মধ্যে এই সমস্যা দূর করতে ‘উইস’ নামক সংগঠন প্রতিষ্ঠা। ইতিমধ্যেই কাজের সুবাদে জেলায় বেশ সুনাম পেয়েছে এই সংগঠন। এই কর্মকাণ্ডে কাঁধে কাঁধ মিলিয়েছেন অন্যান্য শিক্ষক-শিক্ষিকা।
advertisement
বর্তমান সময়ের সর্বাধিক যে সমস্যা দারুণ ভাবে বেড়ে চলেছে। তা হল ডিজিটাল আসক্তি। শিশুদের ডিজিটাল আসক্তি কাটাতে চাইল্ড কাউন্সিলিং খুব গুরুত্বপূর্ণ বিষয়। ইতিমধ্যেই বহু স্কুলের ছাত্রছাত্রীদের পাশে দাঁড়িয়ে সুস্থ করেছেন। তাদের পরিবারের মুখে হাসি ফুটেছে। শুধু শিক্ষকতা নয় এমন কাজ করে মানসিক তৃপ্তি মেলে বলেই জানিয়েছেন তারাসুন্দরী বালিকা বিদ্যালয়ের প্রাথমিক বিভাগের প্রধান শিক্ষিকা অর্পিতা ঘোষ রায়।
advertisement
তিনি আরও জানান, বহু ছাত্র-ছাত্রী এই সমস্যায় ভুগছিল। যা কয়েকটি কাউন্সেলিং এর পর তারা সুস্থ এবং সাধারণভাবে জীবন যাপন করছে। বাচ্চাদের লেখাপড়া শেখানোর জন্য মানসিক সুস্থতা সবার আগে দরকার৷ আর তাই তারাসুন্দরী বালিকা বিদ্যালয়ের প্রাথমিক বিভাগের প্রধান শিক্ষিকা অর্পিতা ঘোষের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই৷
advertisement
রাকেশ মাইতি
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Child Care Tips: নিজের ছেলের চিকিৎসা দিয়ে শুরু, এবার হাজার হাজার শিশুর কাউন্সেলিং শুরু শিক্ষিকার
Next Article
advertisement
২২ গজের পর এবার ফ্যাশনেও চ্যাম্পিয়ন হরমনপ্রীতরা, ভারতের মহিলা ক্রিকেটারদের সম্মান ‘ভোগ’ ম্যাগাজিনের
২২ গজের পর ফ্যাশনেও চ্যাম্পিয়ন হরমনপ্রীতরা, মহিলা ক্রিকেটারদের সম্মান ‘ভোগ’ ম্যাগাজিনের
  • ২২ গজের পর এবার ফ্যাশনেও চ্যাম্পিয়ন হরমনপ্রীতরা

  • ভারতের মহিলা ক্রিকেটারদের সম্মান ‘ভোগ’ ম্যাগাজিনের

  • দেশের মহিলা ক্রিকেটের উত্থানের অন্যতম প্রতীকী মুহুর্ত

VIEW MORE
advertisement
advertisement