Egg Roll in Stick: কাঠিতে মোড়া এগরোল! শীতের বিকেলে সুপার স্ন্যাক্স, একবার খেলে মুখে স্বাদ লেগে থাকবে

Last Updated:

Evening Snacks Recipe: শহরের বুকে এই দোকানে ইতিমধ্যেই ভিড় জমাচ্ছেন সাধারণ মধ্যবিত্ত মানুষ। খেতে হলে আসতেই হবে বালুরঘাটে।

+
News18

News18

দক্ষিণ দিনাজপুর : প্রতিটি বাঙালির রান্নাঘরে স্বাদ ও স্বাস্থ্যের চাহিদা মেটাতে মাছ মাংসের পাশাপাশি ডিম তো স্ন্যাকসের থালিতে থাকবেই। আর এই ডিম দিয়েই তৈরি করা যায় নানান স্বাদের রকমারি রান্না। যার মধ্যে অন্যতম স্টিক এগরোল। শহরের বুকে এই দোকানে ইতিমধ্যেই ভিড় জমাচ্ছেন সাধারণ মধ্যবিত্ত মানুষ। খেতে হলে আসতেই হবে বালুরঘাটে।
কোচবিহারের বাসিন্দা রঞ্জিত বাবু জানান, “নিত্যদিনের চপ সিঙ্গারা মোগলাই থেকে একটু ভিন্ন স্বাদের নতুনত্ব আইটেম এই স্টিক এগরোল। যা দেখতেও ভিন্ন ধরনের। বর্তমানে এই স্টিক এগরোল বিক্রি করেই দিনে দিনে ক্রেতাদের ভিড় বাড়ছে। এমনকি অনেক ক্রেতাদের হাত খালি নিয়েই ফিরে যেতে হয় তাঁর দোকান থেকে।”
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
advertisement
advertisement
এই স্টিক এগরোল বানানোর জন্য প্রথমে একটা পাত্রে ডিম ফাটিয়ে তাতে পরিমাণ মত নুন, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সঙ্গে দু তিন চামচ ব্রেড ক্রামস দিয়ে বেশ ভালভাবে ফেটিয়ে নিতে হবে। এরপর স্টিক ওভেনে সামান্য রিফাইন তেল দিয়ে এরপর উপর থেকে ডিমের ব্যাটার টা ঢেলে দিতে হবে। এরপর উপর থেকে একটা লম্বা কাঠি ঢুকিয়ে দিতে হবে। বেশ কিছুক্ষণ এইভাবে ওভেনে বেক করে নিতে হবে। একপিঠ ভালভাবে হয়ে গেলে আস্তে আস্তে উপরের দিকে উঠে আসবে। এরপর একটা চিমঠার সাহায্যে অপরপিঠ উল্টে ওভেনের ভিতর বেক করে নিতে হবে। এইভাবেই ডিম ফাটিয়ে তাতে সমস্ত উপকরণ দিয়ে ফেটিয়ে নিয়ে স্টিকের আকারে এগরোল গুলো বানিয়ে নিতে হবে। এরপর একটি পাত্রে নামিয়ে নিয়ে উপর থেকে কাশন, টমেটো সস, চকলেট সিরাম ও সবশেষে মেয়োনিজ ও ধোনে পাতা ছড়িয়ে নিয়ে গরম গরম পরিবেশন করুন।
advertisement
স্বল্প মূল্যে এই স্টিক এগরোল মিলছে বালুরঘাট শহরের পুরোনো হাইস্কুল মাঠ সংলগ্ন ফাস্টফুড সেন্টারে। তবে দাম কত জানেন কি? মাত্র ৪০ টাকা মূল্যের স্টিক এগরোল বিক্রি হচ্ছে দেদার। নিমিষেই যেন শেষ হয়ে যায় রঞ্জিত বাবুর হাতে তৈরি স্টিক এগরোল।
advertisement
সুস্মিতা গোস্বামী
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Egg Roll in Stick: কাঠিতে মোড়া এগরোল! শীতের বিকেলে সুপার স্ন্যাক্স, একবার খেলে মুখে স্বাদ লেগে থাকবে
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement