কোন বয়সে মহিলাদের ক্যানসারের আশঙ্কা সবথেকে বেশি? কী খেলে শরীরে মারণরোগের ছড়াতে পারে? চমকে যাওয়া তথ্য
- Reported by:Rudra Narayan Roy
- hyperlocal
- Published by:Pooja Basu
Last Updated:
Cervical Cancer in Women: বিশেষ এই পদ্ধতিতে মানলেই আর হবে না মহিলাদের মারন রোগ ক্যান্সার! কী বলছেন চিকিৎসক
এই পদ্ধতি অবলম্বন করলেই এবার অনেকাংশে মহিলাদের ক্ষেত্রে মিলবে ক্যানসার থেকে মুক্তি! মহিলাদের জন্য স্বাস্থ্য সচেতনতার এক কর্মশালায় বিশেষ এই পদ্ধতির কথা জানালেন টাটা মেডিক্যাল সেন্টারের বিশিষ্ট চিকিৎসক সোনিয়া মাথাই। মহিলাদের ক্যানসার নিয়ে একটি বিশেষ আলোচনা ও সচেতনতা শিবিরে অংশ নিয়ে চিকিৎসক জানান, মহিলাদের সবচেয়ে বেশি বেস্ট ক্যানসার হয়ে থাকে। (Rudra Narayan Roy)
advertisement
এছাড়াও সারভাইকাল ক্যানসার সহ অনেক ধরণের ক্যানসার হয়ে থাকে। তবে বেশি দেখা যায় বেস্ট ক্যানসার আক্রান্ত রোগীর সংখ্যা। মহিলারা চিকিৎসকের কাছে যখন যান চিকিৎসার জন্য তখন দেখা যায় শরীরে অনেকাংশেই ছড়িয়ে পড়েছে ক্যানসারের থাবা। সেই জায়গায় দাঁড়িয়ে, মহিলারা বাড়িতেই ব্রেস্ট ক্যানসার অনেকাংশে রুখতে পারে বলেই মত এই বিশিষ্ট চিকিৎসকের।
advertisement
advertisement
advertisement
তবে কাদের ভ্যাক্সিন নেওয়ার প্রয়োজন তার জন্য রয়েছে বিশেষ শারীরিক পরীক্ষা। প্রতি তিনবছর থেকে পাঁচবছর অন্তর( স্ক্রিনিং টেস্ট) করানো উচিৎ। স্ক্রিনিং টেস্ট সহ ভ্যাক্সিন খরচ সাপেক্ষ। পরবর্তীতে এই বিষয়টি সোসাইটিতে কীভাবে ব্যাপক হারে করানো যায় বা সকল মানুষকে দেওয়া সম্ভব হয় সে বিষয়ে আগামী দিনে প্রশাসন ও সরকার বিশেষ ভাবনা চিন্তা করছে বলেও জানা গিয়েছে। এই পদ্ধতি অবলম্বন করলে মহিলাদের ক্ষেত্রে অনেকাংশেই মারণ রোগ ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব পর হবে বলেই দাবি বিশেষজ্ঞ চিকিৎসকদের।









