নাম বলতে পারছিলেন না, ভাষাও ভাঙাচোরা...! অবশেষে পুলিশের উদ্যোগে মিলল স্বামীর দেখা
- Published by:Nayan Ghosh
- local18
Last Updated:
সেখান থেকেই শুরু হয় পরিচয় শনাক্তকরণের কাজ। গুগল থেকে পাওয়া নম্বরে যোগাযোগ করা হয় পাটনার পুলিশের সঙ্গে।
মুর্শিদাবাদ, প্রণব ব্যানার্জি : বিহার রাজ্যের মহিলাকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিল হরিহরপাড়া থানা। স্থানীয় বিহারিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় এক অসহায় মানসিক ভারসাম্যহীন মহিলাকে উদ্ধার করে পুলিশ। তারপর ভিনরাজ্যের বাসিন্দা ওই মহিলাকে বাঁচিয়ে মানবিক উদাহরণ স্থাপন করল পুলিশ।
জানা গিয়েছে, গত ২৫ অগস্ট রাতের দিকে বীহারিয়া এলাকায় ঘুরে বেড়াতে দেখা যায় শকুন্তলা দেবীকে। তার বাড়ি বিহার রাজ্যের পাটনা জেলার মনির থানার আদল চকে। মানসিক অসুস্থতার কারণে তিনি নিজের পরিচয় স্পষ্টভাবে জানাতে পারছিলেন না। পুলিশ সূত্রে জানা যায়, ওই মহিলাকে উদ্ধার করে তার পরিচয় জানতে সর্বাত্মক প্রচেষ্টা চালান হরিহরপাড়া থানার এএসআই মোঃ রেজাউল্লা।
advertisement
আরও পড়ুন : খেতে বসে সামান্য মাছ নিয়ে বচসা, তারপর থেকেই নিখোঁজ…! তিনদিন পর বাড়িতে খবর এল ‘সব শেষ’
ধৈর্যশীল ও মানবিক প্রচেষ্টার মাধ্যমে অবশেষে তার গ্রামের নাম জানতে পারলে, সেখান থেকেই শুরু হয় পরিচয় শনাক্তকরণের কাজ। গুগল থেকে পাওয়া নম্বরে যোগাযোগ করা হয় পাটনার পুলিশের সঙ্গে। পাটনা পুলিশের দ্রুত পদক্ষেপে স্থানীয় পঞ্চায়েত প্রধান ও পরিবারের সঙ্গে যোগাযোগ সম্ভব হয়।
advertisement
advertisement
আরও পড়ুন : এইসব ওয়ার্ডে মিলবে না জল, পুরনিগমের জরুরি নোটিশ! কবে, কোথায় জেনে না রাখলে ফাঁসবেন
জানা যায়, শকুন্তলা দেবী এক মাসেরও বেশি সময় আগে ঝাড়খণ্ডের দেওঘরে এসেছিলেন। শিব মন্দিরে জল ঢালতে এসে হারিয়ে যান তিনি। এরপর থেকেই তিনি একই পোশাক পরে ঘুরে বেড়াচ্ছিলেন। তাই পুলিশের পক্ষ থেকে মানবিক উদ্যোগ নিয়ে নতুন শাড়ি পরিয়ে তার যত্ন নেওয়া হয়। অবশেষে বুধবার তার স্বামী পুনিত রায় হরিহরপাড়া থানায় আসেন। তারপর পুলিশ শকুন্তলা দেবীকে তুলে দেয় তাঁর হাতে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 27, 2025 9:18 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
নাম বলতে পারছিলেন না, ভাষাও ভাঙাচোরা...! অবশেষে পুলিশের উদ্যোগে মিলল স্বামীর দেখা