এইসব ওয়ার্ডে মিলবে না জল, পুরনিগমের জরুরি নোটিশ! কবে, কোথায় জেনে না রাখলে ফাঁসবেন
- Published by:Nayan Ghosh
- hyperlocal
- Reported by:Ricktik Bhattacharjee
Last Updated:
এই সময়কালে জলসংকট মোকাবিলার জন্য প্রয়োজনীয় জল ট্যাঙ্ক ও অন্যান্য ব্যবস্থা আগে থেকে করে রাখতে।
শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য : আগে থেকেই নিয়ে রাখুন ব্যবস্থা। কারণ প্রয়োজনীয় কারণে জল সরবারহ ব্যহত হবে শহরে। শিলিগুড়ি পুরনিগমের পক্ষ থেকে নাগরিকদের জানানো হয়েছে, জনস্বাস্থ্য কারিগরি দফতরের (PHE) দেওয়া তথ্য অনুযায়ী, জলাধারের মূল ভাল্ভে জরুরি রক্ষণাবেক্ষণ কাজ শুরু হবে। আগামী ২ সেপ্টেম্বর এই কাজ করা হবে। এর ফলে ওই দিন সকাল ও বিকেলে শিলিগুড়ির একাধিক ওয়ার্ডে জল সরবরাহ ব্যাহত থাকবে।
পুরনিগম সূত্রে জানানো হয়েছে, ১, ২, ৬, ৯, ১০, ১২, ১৪, ১৫ (আংশিক), ৩৬, ৩৭, ৩৮, ৪০, ৪২, ৪৩, ৪৪, ৪৫, ৪৬ এবং ৪৭ নম্বর ওয়ার্ডে জল সরবরাহ বন্ধ থাকবে। ফলে এই সমস্ত এলাকার বাসিন্দাদের আগে থেকে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়েছে। যাতে করে তীব্র জল সংকটের মুখে তাঁদের পড়তে না হয়।
advertisement
আরও পড়ুন : খেতে বসে সামান্য মাছ নিয়ে বচসা, তারপর থেকেই নিখোঁজ…! তিনদিন পর বাড়িতে খবর এল ‘সব শেষ’
শিলিগুড়ি পুরনিগম কর্তৃপক্ষ নাগরিকদের অনুরোধ করেছে, এই সময়কালে জলসংকট মোকাবিলার জন্য প্রয়োজনীয় জল ট্যাঙ্ক ও অন্যান্য ব্যবস্থা আগে থেকে করে রাখতে। একইসঙ্গে এই সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে। পাশাপাশি নাগরিকদের সহযোগিতা কামনা করা হয়েছে পুরনিগমের তরফ থেকে।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
উল্লেখ্য, পুরনিগমের তরফে জানানো হয়েছে, নাগরিকদের অসুবিধা যাতে ন্যূনতম হয়, তার জন্য সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হবে। শহরের স্বাভাবিক জল সরবরাহ পুনরুদ্ধারের জন্য এই রক্ষণাবেক্ষণ অত্যন্ত প্রয়োজনীয়। পুরনিগম আশাবাদী, নাগরিকরা এই অল্পকালের অসুবিধাকে সহ্য করে প্রশাসনকে সহযোগিতা করবেন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 27, 2025 8:54 PM IST