New Business Idea: ফিরছে পুরাতন আমল! রেডিমেডকে অতীত করে ফের চাহিদা বাড়ছে এই ধরনের শীতের পোশাকের
- Published by:Purnendu Mondal
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
এই ধরনের শীতের পোশাকের চাহিদা বাড়ছে, মহিলারা হচ্ছেন স্বনির্ভর
হাওড়া: চাহিদা বাড়ছে খুরুশ কাঁটায় বোনা উলের পোশাক! শীত মানেই টিনের তোড়ঙ্গ বা বাক্সবন্দি পোশাক বের করার সময়। নভেম্বর শেষে ডিসেম্বর হলেই হালকা পোশাক ছেড়ে মোটা পোশাক পড়ার সময়। টানা ২-৩ মাস শীত কাটিয়ে আবার টিনের বাক্সে ভরে রাখা হত। শীতের পোশাক মানে উল ও মোটা সুতোর তৈরি পোশাক। ৮ থেকে ৮০ বয়সের মানুষের গায়ে দেখা যেত শীতে উলের সোয়েটার। মা ঠাকুমার হাতে বোনা কুরুশ কাঁটার সাহায্যে বোনা পোশাক পরার চল ছিল। কিন্তু ধীরে ধীরে মানুষের রুচি বদলে একসময় প্রায় বন্ধ হয় হাতে বোনা উলের তৈরি জিনিসের ব্যবহার। তার পরিবর্তে রেডিমেড পোশাক ব্যবহার ব্যাপক হারে বৃদ্ধি পায়। আবারও হাতে তৈরি পোশাকের উলের পোশাকের চল বাড়ছে তাতেই স্বনির্ভর হচ্ছে মহিলারা।
বর্তমান সময়ে টুপি সোয়েটার ব্যাগ সহ উলের তৈরি নানা জিনিসের দারুণ চাহিদা বেড়েছে। অনেকেই রেডিমেড কেনা পোশাকের থেকে বেশি পছন্দ করছে কুরুশ কাঁটার সাহায্যে হাতে বোনা পোশাক। রেডিমেড পোশাকের থেকেও উলের হাতে বোনা পোশাক বেশি মানানসই বলেই মনে হয় তাদের। সেই দিক থেকে ক্রমশ চাহিদা বাড়ছে এই জিনিসের। উলের তৈরি এই জিনিস অফলাইন এবং অনলাইন উভয় দিক থেকেই অর্ডার মিলছে। ফলে খুরুশ কাঁটায় বোনা উলের পোশাক তৈরি করে স্বনির্ভর হচ্ছে মহিলারা।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এ প্রসঙ্গে অজন্তা বয়াল জানান, “গত কয়েক বছর উলের তৈরি জিনিসের বেশ ভাল চাহিদা। মূলত শীতের কিছুদিন আগে থেকে জিনিসের চাহিদা বাড়ে। সারা বছর জিনিস তৈরি করা হয়, শীতের সময় চাহিদার সঙ্গে বিক্রি হয়।”
advertisement
রাকেশ মাইতি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
December 27, 2024 3:38 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
New Business Idea: ফিরছে পুরাতন আমল! রেডিমেডকে অতীত করে ফের চাহিদা বাড়ছে এই ধরনের শীতের পোশাকের
