Howrah News: বয়স মাত্র ৩! এরই মধ্যে স্কুলে অবাক করা কারনামা দেখাচ্ছে এই প্রাক্তনী সংসদ

Last Updated:

প্রাক্তনীদের উদ্যোগে স্কুল পরিকাঠামোর উন্নয়নের পাশাপাশি গ্রামের মানুষকে সাইবার সচেতনতায় প্রাক্তনী সংসদ 

+
স্কুলের

স্কুলের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা প্রাক্তনী সংসদের

হাওড়া: বিদ্যালয়ের সার্বিক উন্নয়নের সঙ্গে গ্রামবাসীদের সচেতনতায় প্রাক্তনীরা! বর্তমান সময়ে সরকারি স্কুলের প্রায় একই রকম দশা। অধিকাংশ ক্ষেত্রেই স্কুল নানা সমস্যায় জর্জরিত। সেই দিক থেকে হাওড়ার জগৎবল্লভপুর ব্লকের একটি স্কুলে প্রাক্তনীরা গ্রহণ করছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। স্কুলের মাথার উপর বটবৃক্ষের ছায়ার মতই প্রাক্তনী সংসদ। স্কুলের পঠন-পাঠনের মানোন্নয়ন দিকের গুরুত্ব রেখে নানা পদক্ষেপ তো রয়েছে। প্রাক্তনীদের উদ্যোগে ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে পাঠ্য বইয়ের পাশাপাশি বিভিন্ন বইয়ের সম্ভারে ছাত্র-ছাত্রীদের পাঠ উপযোগী করে তোলা হয়েছে স্কুল লাইব্রেরীকে। সারা বছর নানা উদ্যোগ গ্রহণ করে চলেছে স্কুলের প্রাক্তনী সংসদ। এবার প্রাক্তনীদের উদ্যোগে গ্রামের মানুষকে সচেতন করতে হাওড়া গ্রামীণ জেলা পুলিশের সহযোগিতায় সাইবার সচেতনতার শিবির অনুষ্ঠিত হল স্কুল প্রাঙ্গণে।
ছাত্র-ছাত্রীদের ক্যারিয়ার কাউন্সেলিং। শিক্ষক অভাব দেখা দিলে পার্শ্ব শিক্ষক নিয়োগ প্রাক্তনী সংসদের মাধ্যমে। বর্তমান সময়ে সরকারি স্কুলগুলি মোটেও ভাল জায়গায় নয়। বেশ কয়েক বছর আগেই তা অনুভব করেন নওয়াপাড়া নীলকমল হাইস্কুলের শিক্ষকগণ। সে সময় তাঁরা মনে করেছিলেন, আগামী দিনে স্কুলের নানা সমস্যায় ঢাল হয়ে দাঁড়াতে পারে স্কুলের প্রাক্তনীরা। ২০২২ সালে গুটি কয়েক প্রাক্তন ছাত্র-ছাত্রীকে নিয়ে প্রাক্তনী সংসদ গঠন করে। এ পর্যন্ত প্রায় ৩৫০ জন প্রাক্তনী যোগদান করেছে সংসদে। কেউ দু’বছর আগে স্কুলের গণ্ডি পেরিয়েছে, আবার কেউ ৩-৪ দশক আগেই স্কুল গণ্ডি পার করেছিল। প্রাক্তনীদের কেউ ডাক্তার, কেউ মাস্টার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ কেউ আবার পুলিশ কর্মী সহ নানা পেশায় প্রতিষ্ঠিত। প্রাক্তনী সংসদের যতই বহর বাড়ছে, স্কুলের উন্নতির দিক ততই প্রশস্ত হচ্ছে।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এ প্রসঙ্গে নওয়াপাড়া হাইস্কুল প্রাক্তনী সংসদের সভাপতি লক্ষীকান্ত আদক জানান, “২০২২ সালে প্রাক্তনী সংসদ প্রতিষ্ঠার পর থেকে সারা বছর নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়। নওয়াপাড়া নীলকমল হাইস্কুলের প্রাক্তনী সংসদের পক্ষ থেকে প্রতিবছর পুনর্মিলন উৎসব অনুষ্ঠিত হয়। এবার তৃতীয় বর্ষের উৎসব। এবার অঙ্কন, ক্যুইজ সহ বিভিন্ন প্রতিযোগিতা ও নানা অনুষ্ঠানের পাশাপাশি গ্রামের মানুষকে সচেতন করতে সাইবার সচেতনতার শিবিরের আয়োজন।”
advertisement
এ প্রসঙ্গে প্রধান শিক্ষক বিশ্বজিৎ সাঁধুখা জানান, “নওয়াপাড়া নীলকমল হাইস্কুলের পরিচলন সমিতির উদ্যোগে গঠন হয়েছিল প্রাক্তনী সংসদ। স্কুলের পরিকাঠামোগত সমস্যা থেকে পার্শ্বশিক্ষক নিয়োগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে প্রাক্তনী সংসদ।” তিনি আরও জানান, “নওয়াপাড়া নীলকমল হাইস্কুলের বর্তমান ছাত্র সংখ্যা ১১০০। প্রতিবছর শতাধিক ছাত্র-ছাত্রী স্কুল গণ্ডি পার করছে। ছাত্র-ছাত্রীদের সঠিক দিশা দেখাতে প্রাক্তনী সংসদের পক্ষ থেকে কেরিয়ার কাউন্সেলিং গুরুত্বপূর্ণ। সরকারি ভাবে সমস্ত দিক সঠিকভাবে সবসময় গুরুত্ব দেওয়া সম্ভব নয়। তাই স্কুলের প্রাক্তন ছাত্রছাত্রীরা এভাবে এগিয়ে এলে সরকারি স্কুলের জন্য খুবই ভাল।”
advertisement
রাকেশ মাইতি
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah News: বয়স মাত্র ৩! এরই মধ্যে স্কুলে অবাক করা কারনামা দেখাচ্ছে এই প্রাক্তনী সংসদ
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement