Sundarbans News: জলে বিশালাকার দানব! মাছ ধরার জাল ফেলতেই... শিউরে ওঠা ঘটনা! আঁতকে উঠলেন সকলে
- Published by:Teesta Barman
- hyperlocal
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
Sundarbans News: উত্তর ২৪ পরগণা জেলার হিঙ্গলগঞ্জের লেবুখালি এলাকায় মেছো ভেড়িতে মাছ ধরার জন্য আঁতল পেতে রেখেছিল এক মৎস্যজীবী, সেটি জল থেকে তুলতেই চক্ষু চড়কগাছ
বসিরহাট: সুন্দরবনে মৎস্যজীবীর জালে বিশালাকার গোখরো। বর্ষায় সুন্দরবন-সহ গ্রামীণ এলাকায় সাপের উপদ্রব বাড়ে। বর্ষাকালে গ্রাম বাংলায় বাড়ে সাপের উপদ্রব। বাড়িতে সাপ ঢোকার ঘটনা বা কামড়ানোর ঘটনাও শোনা যায়। যার ফলে সাপ নিয়ে গ্রাম বাংলায় একটা আতঙ্ক থেকেই যায়। বর্ষা শুরু হতেই সুন্দরবনের নদীর খাঁড়ি কিংবা মৎস্যজীবীদের পাতার জাল, ও জালে সাপের দেখা মেলে।
এদিন উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমা সুন্দরবন এলাকার হিঙ্গলগঞ্জ ব্লকের লেবুখালীতে বিশাল আকারের সাপ ধরা পড়ল। সুন্দরবনে নদীর খাঁড়িতে জাল পেতে মাছ ধরতে গিয়ে মৎস্যজীবীর জালে ধরা পড়ল বিশাল আকৃতির গোখরো।
আরও পড়ুন: বর্ষায় সংক্রমণের রোগ! সারা গায়ে দাগ, চুলকানি… চিকিৎসকের থেকে জেনে নিন কীভাবে প্রতিরোধ করবেন
advertisement
advertisement
স্থানীয় সুত্রে জানা যায়, উত্তর ২৪ পরগণা জেলার হিঙ্গলগঞ্জের লেবুখালি এলাকায় মেছো ভেড়িতে মাছ ধরার জন্য জাল পেতে রেখেছিল এক মৎস্যজীবী, সেটি জল থেকে তুলতেই চক্ষু চড়কগাছ! মাছ নেই, আছে বিশাল আকৃতির গোখরো। যার দৈঘ্য প্রায় ৭-৮ ফুট। দেখামাত্রই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।
এই সাপ দেখতে এলাকার বহু মানুষ এই লেবুখালীতে ভিড় জমিয়েছে। সাপটিকে উদ্ধারের জন্য ইতিমধ্যে খবর দেওয়া হয়েছে বনদফতরে। এদিন সাপ উদ্ধার করার ঘটনাকে কেন্দ্র করে এলাকার মানুষের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যায়। ঘটনাস্থলে এলাকার মানুষ ভিড় জমায়।
advertisement
জুলফিকার মোল্যা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 06, 2024 5:37 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Sundarbans News: জলে বিশালাকার দানব! মাছ ধরার জাল ফেলতেই... শিউরে ওঠা ঘটনা! আঁতকে উঠলেন সকলে