বীরভূমের স্কুলে ধরা পড়ল 'দিল্লি ফেরত' ভুয়ো অফিসার
- Published by:Rukmini Mazumder
- Written by:Supratim Das
Last Updated:
পুলিশী তদন্তে গ্রেফতার উত্তর প্রদেশের ওই ভুয়ো অফিসার।
#বীরভূম: দিল্লি থেকে আসা অফিসার পরিচয় দিয়ে স্কুলে খাতা পত্র দেখে , ফাইন বাবদ ১০ হাজার টাকা দাবি ব্যক্তির । পুলিশী তদন্তে গ্রেফতার উত্তর প্রদেশের ওই ভুয়ো অফিসার।
জানা যায়, বীরভূমের লোকপুর থানা এলাকার খন্নিগ্রামের রবীন্দ্র নজরুল শিশু শিক্ষা কেন্দ্রে দিল্লির অফিসার পরিচয় স্কুলে ঢুকে খাতা-পত্র খতিয়ে দেখে ১০ হাজার টাকা ফাইন করে ওই ভুয়ো অফিসার । তারপরই পুলিশী তদন্তে গ্রেফতার হয়। উত্তর প্রদেশে ঝাড়খণ্ডের বাগদহরী থানার চন্দ্রপুরে ব্যক্তির শ্বশুরবাড়ি । ঝাড়খণ্ড লাগোয়া বীরভূমের ওই স্কুলে বোকা বানাতে গিয়ে ধরা পড়ে লোকপুর থানার পুলিশের হাতে । উত্তরপ্রদেশের হাদিস শাহ নামে ওই ব্যক্তি লোকপুর থানা এলাকার রবীন্দ্র নজরুল প্রাথমিক স্কুলে কেন্দ্রে দিল্লি বোর্ডের অফিসার পরিচয় দেয় ওই শিশু শিক্ষা কেন্দ্রের শিক্ষিকা বাবলি সেনকে । এরপর বিদ্যালয়ে খাতা পত্র দেখতে থাকে এবং ১০ হাজার টাকা জরিমানা দাবি করে ।
advertisement
শিক্ষিকা টাকা দিতে অস্বীকার করলে ব্যক্তি মারধরও করে বলে অভিযোগ । এরপর ওই শিক্ষিকা ঘটনাটি লোকপুর থানার পুলিশকে জানালে উত্তরপ্রদেশের ওই ভুয়ো অফিসার সেখান থেকে চম্পট দেয় । পরে অবশ্য পুলিশ তাকে গ্রেফতার করে । ধৃতকে দুবরাজপুর আদালতে পেশ করা হয় । বিচারক ধৃতকে আগামী ২৫ জানুয়ারি পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে ।
advertisement
advertisement
খন্নিগ্রামের রবীন্দ্র নজরুল শিশু শিক্ষা কেন্দ্রের শিক্ষিকা বাবলি সেন জানান , " হঠাৎই স্কুলের মধ্যে এক অপরিচিত ব্যক্তি ঢুকে এসে নিজেকে দিল্লি বোর্ডের অফিসার দাবি করে স্কুলের নথি দেখতে চায় । পরিচয়পত্র দেখতে চাইলে সে অশ্লীল ভাষা ব্যবহার করে ও মারধর শুরু করে । এমনকি আমার ফোনও কেড়ে নেয় । স্থানীয় এক ছেলেকে দিয়ে বাড়িতে খবর পাঠাতে আমার ছেলে ও গ্রামের সবাই স্কুলে ছুটে আসে । তখনই ওই ব্যক্তি স্কুল থেকে পালিয়ে যায় । তারপর লোকপুর থানায় অভিযোগ করতে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে।''
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 12, 2023 2:36 PM IST