'যতবার গু*লি চলেছে, ব্যবসা তত বেড়েছে', কানাডায় নিজের রেস্তরাঁয় হামলা নিয়ে মুখ খুললেন কপিল শর্মা

Last Updated:
‘দ‍্য কপিল শর্মা’ শোয়ের মাধ‍্যমে কপিল শর্মা এবং তাঁর ‘পরিবার’ এখন দেশের প্রতিটি বাড়ির পরিচিত মুখ। সম্প্রতি কপিল তাঁর নতুন সিনেমা ‘কিস কিসকো প্যায়ার করু ২’-এর ট্রেলার লঞ্চে হাজির হয়েছিলেন। সেখানেই এই বিষয়ে মুখ খোলেন।
1/5
জুলাই মাসে উদ্বোধনের পর থেকে তিন বার হামলা হয় কপিল শর্মার ক্যাফেতে। সেই নিয়েই এবার মুখ খুললেন কপিল শর্মা।
জুলাই মাসে উদ্বোধনের পর থেকে তিন বার হামলা হয় কপিল শর্মার ক্যাফেতে। সেই নিয়েই এবার মুখ খুললেন কপিল শর্মা।
advertisement
2/5
কপিল শর্মা জানান, ' ঘটনাটি কানাডার ভ্যাঙ্কুভারে ঘটেছিল। সেখানে এই ধরনের ঘটনা মোট তিনবার ঘটেছে। সেখানকার নিয়মানুযায়ী হয়তো পুলিশের কাছে এই ধরনের ঘটনা নিয়ন্ত্রণের ক্ষমতা নেই। আমি সবসময় মুম্বই এবং আমার দেশে নিজেকে নিরাপদ মনে করি। মুম্বই পুলিশের মতো কোনও পুলিশ বাহিনী নেই। তবে যতবারই গুলি চালানো হয়েছে, আমাদের ক্যাফে আরও বড় করে উদ্বোধন হয়েছে। আসলে, যখন ঈশ্বর আপনার সঙ্গে থাকেন, তখন সবকিছু ঠিক হয়ে যায়।'
কপিল শর্মা জানান, ' ঘটনাটি কানাডার ভ্যাঙ্কুভারে ঘটেছিল। সেখানে এই ধরনের ঘটনা মোট তিনবার ঘটেছে। সেখানকার নিয়মানুযায়ী হয়তো পুলিশের কাছে এই ধরনের ঘটনা নিয়ন্ত্রণের ক্ষমতা নেই। আমি সবসময় মুম্বই এবং আমার দেশে নিজেকে নিরাপদ মনে করি। মুম্বই পুলিশের মতো কোনও পুলিশ বাহিনী নেই। তবে যতবারই গুলি চালানো হয়েছে, আমাদের ক্যাফে আরও বড় করে উদ্বোধন হয়েছে। আসলে, যখন ঈশ্বর আপনার সঙ্গে থাকেন, তখন সবকিছু ঠিক হয়ে যায়।'
advertisement
3/5
সেই সময় হামলার একটি ভিডিও ভাইরাল হয়। গাড়ির ভেতর থেকে তোলা কাঁপানো ক্লিপটিতে দেখা যাচ্ছে একজন ব্যক্তি জানালা দিয়ে তার হাত বের করে একটি হ্যান্ডগান থেকে একাধিক গুলি চালাচ্ছেন। কমপক্ষে তিন রাউন্ড গুলি চালানো হয়েছে ক্যাফেতে। তবে ঘটনায় কেউ আহত হয়নি৷
সেই সময় হামলার একটি ভিডিও ভাইরাল হয়। গাড়ির ভেতর থেকে তোলা কাঁপানো ক্লিপটিতে দেখা যাচ্ছে একজন ব্যক্তি জানালা দিয়ে তার হাত বের করে একটি হ্যান্ডগান থেকে একাধিক গুলি চালাচ্ছেন। কমপক্ষে তিন রাউন্ড গুলি চালানো হয়েছে ক্যাফেতে। তবে ঘটনায় কেউ আহত হয়নি৷
advertisement
4/5
 মুহূর্তে কপিল শর্মা নিঃসন্দেহে দেশের অন্যতম সেরা কমেডিয়ান। বিশাল ফ্যান ফলোয়িং। তাঁর শো-ও অত্যন্ত জনপ্রিয়। কপিলের জীবন ঘটনাবহুল। উত্থান-পতনে ভরা। এ কথা নিজেই বলেছেন কপিল, “থিয়েটার দিয়ে কেরিয়ার শুরু করেছিলাম। অনেক বছর দিল্লিতে কাটিয়েছি। তারপর মুম্বই। আমি ভগবানের কাছে কৃতজ্ঞ। তিনি আমাকে সঠিক পথ দেখিয়েছেন।” রিয়েলিটি শো-ই কপিলের জীবনের মোড় ঘুরিয়ে দেয়। তাঁর কথায়, “রিয়েলিটি শো-তে নির্বাচিত হওয়ার পর সবকিছু বদলে যায়। সেই সময়ই প্রথম বিমানে উঠি। দারুণ অনুভূতি ছিল।” এরপর কিছুটা দার্শনিকের সুরে বলেন, “জীবনে অনেকে ওঠাপড়া এসেছে। কিন্তু আমি মনে করি, এটাই জীবন।”
মুহূর্তে কপিল শর্মা নিঃসন্দেহে দেশের অন্যতম সেরা কমেডিয়ান। বিশাল ফ্যান ফলোয়িং। তাঁর শো-ও অত্যন্ত জনপ্রিয়। কপিলের জীবন ঘটনাবহুল। উত্থান-পতনে ভরা। এ কথা নিজেই বলেছেন কপিল, “থিয়েটার দিয়ে কেরিয়ার শুরু করেছিলাম। অনেক বছর দিল্লিতে কাটিয়েছি। তারপর মুম্বই। আমি ভগবানের কাছে কৃতজ্ঞ। তিনি আমাকে সঠিক পথ দেখিয়েছেন।” রিয়েলিটি শো-ই কপিলের জীবনের মোড় ঘুরিয়ে দেয়। তাঁর কথায়, “রিয়েলিটি শো-তে নির্বাচিত হওয়ার পর সবকিছু বদলে যায়। সেই সময়ই প্রথম বিমানে উঠি। দারুণ অনুভূতি ছিল।” এরপর কিছুটা দার্শনিকের সুরে বলেন, “জীবনে অনেকে ওঠাপড়া এসেছে। কিন্তু আমি মনে করি, এটাই জীবন।”
advertisement
5/5
‘দ‍্য কপিল শর্মা’ শোয়ের মাধ‍্যমে কপিল শর্মা এবং তাঁর ‘পরিবার’ এখন দেশের প্রতিটি বাড়ির পরিচিত মুখ। সম্প্রতি কপিল তাঁর নতুন সিনেমা ‘কিস কিসকো প্যায়ার করু ২’-এর ট্রেলার লঞ্চে হাজির হয়েছিলেন। সেখানেই এই বিষয়ে মুখ খোলেন।
‘দ‍্য কপিল শর্মা’ শোয়ের মাধ‍্যমে কপিল শর্মা এবং তাঁর ‘পরিবার’ এখন দেশের প্রতিটি বাড়ির পরিচিত মুখ। সম্প্রতি কপিল তাঁর নতুন সিনেমা ‘কিস কিসকো প্যায়ার করু ২’-এর ট্রেলার লঞ্চে হাজির হয়েছিলেন। সেখানেই এই বিষয়ে মুখ খোলেন।
advertisement
advertisement
advertisement