Journalist Athlete: সাংবাদিকতা করেই স্বপ্নপূরণ বিশ্ব জয়ের! আন্তর্জাতিক খেলায় সোনা জয় ৪০ পেরোনো উদয়
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:Jiam Momin
Last Updated:
Journalist Athlete: রাজ্যস্তরে দশবার এবং জাতীয় স্তরে একবার স্বর্ণপদক এনেছেন। এরপরেও থমকে থাকেনি লড়াই, কাজের ব্যস্ততার মধ্যেও নিজের অদম্য প্রচেষ্টায় আজ আন্তর্জাতিক স্তরে চ্যাম্পিয়ন হয়েছেন উদয় বাবু।
পেশায় সাংবাদিক নেশায় খেলোয়াড়। আন্তর্জাতিক খেলায় জ্যাভলিন থ্রো করে স্বর্ণপদক আনলেন দেশের জন্য। ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মাস্টার্স গেমস প্রতিযোগিতায় জ্যাভলিন থ্রো করে প্রথমে নজর কাড়লেন মালদহের ৪০ ঊর্ধ্ব উদয় মণ্ডল। তাঁর এমন সাফল্যে খুশির হাওয়া দেখা দিয়েছে জেলা জুড়ে।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
advertisement
advertisement
advertisement
প্রায় ৪১ মিটার দূরত্বে জ্যাভলিন ছুড়ে প্রথম হন উদয় মণ্ডল। স্বর্ণপদক জয়ী উদয় মণ্ডল জানান, "নিয়মিত শহরের ডিএসএ মাঠে গিয়ে প্রশিক্ষণ নিতেন তিনি। কাজের পাশাপাশি বিভিন্ন খেলায় জ্যাভলিন থ্রো প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন তিনি। ছোটবেলা থেকেই তাঁর নেশা খেলাধুলার। আগামীতে আরও ভাল খেলে দেশের জন্য স্বর্ণপদক আনার ইচ্ছে রয়েছে তাঁর।"(ছবি ও তথ্য: জিএম মোমিন)
