কলকাতা থেকে দিল্লি যাওয়ার পথে ব্যাগে ২৪ লক্ষ টাকা-সহ ধৃত এক, চলছে জিজ্ঞাসাবাদ
- Reported by:Anup Chakraborty
- news18 bangla
- Published by:Rachana Majumder
Last Updated:
কলকাতা থেকে দিল্লি যাওয়ার পথে ব্যাগে ২৪ লক্ষ টাকা নিয়ে ধৃত এক ব্যক্তি। বুধবার বিকালে তাকে আটক করে কলকাতা বিমানবন্দরে কর্তব্যরত সিআইএসএফ আধিকারিকেরা।এরপর সিআইএসএফ- এর পক্ষ থেকে ওই ব্যক্তিকে তুলে দেওয়া হয় পুলিশের হাতে। সূত্রের খবর ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
কলকাতা: কলকাতা থেকে দিল্লি যাওয়ার পথে ব্যাগে ২৪ লক্ষ টাকা নিয়ে ধৃত এক ব্যক্তি। বুধবার বিকালে তাকে আটক করে কলকাতা বিমানবন্দরে কর্তব্যরত সিআইএসএফ আধিকারিকেরা। এরপর সিআইএসএফ- এর পক্ষ থেকে ওই ব্যক্তিকে তুলে দেওয়া হয় পুলিশের হাতে। সূত্রের খবর ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
advertisement
এদিন সকালে আবার নিউ ফরাক্কা স্টেশনে সন্দেহজনক ভাবে এক ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখে নিউ ফরাক্কার জিআরপি এক ব্যক্তিকে আটক করে। তার কাছে তল্লাশি চালাতেই উদ্ধার হয় ৬ লক্ষ টাকার জাল নোট।
জিআরপি সূত্রে জানা যায়, বুধবার সকাল বেলায় গোপন সূত্রে খবর পেয়ে জিআরপি-র আইসি প্রশান্ত রায়ের নেতৃত্বে নিউ ফরাক্কা জিআরপির ভারপ্রাপ্ত আধিকারিক বাপ্পাদিত্য ঝাঁ জিআরপি পুলিশের একটি টিম নিয়ে ফরাক্কা স্টেশনে অভিযান চালায়। সেই সময় ১ নম্বর প্ল্যাটফর্মে এক ব্যক্তিকে সন্দেহ জনক ভাবে ঘোরাফেরা করতে দেখে তাকে আটক করে। তার কাছে তল্লাশি চালাতেই তার ব্যাগে একটি অফিস ফাইলের মধ্যে ৬ লক্ষ টাকার জাল নোট উদ্ধার হয়। বারবার এমন ঘটনায় উদ্বেগ বাড়ছে ক্রমশ।
advertisement
দিন তিনেক আগে হাওড়া স্টেশনে উদ্ধার হয় ৩৭ লক্ষ ৬৪ হাজার টাকা। ট্রেন যাত্রী এই বিপুল পরিমাণ টাকার কোনও নথি দেখাতে না পারায়, নগদ-সহ গ্রেফতার করা হয় তাঁকে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Nov 26, 2025 11:37 PM IST








